আয়ের বিশেষ সুযোগ তৈরি করে দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। যাঁরা দিনে সাত ঘণ্টারও বেশি সময় একটি ভারী স্যুট বা বর্ম পরে হাঁটতে পারবেন, তাঁদের প্রতি ঘণ্টায় ৪৮ ডলার বা প্রায় ৫ হাজার ৭০৩ টাকা পর্যন্ত বেতন দেবে কোম্পানিটি। এই হিসাবে একজন কর্মী দৈনিক প্রায় ৪০ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন।
টেসলার নতুন প্রকল্প ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবটকে প্রশিক্ষণে এসব কর্মীদের হাঁটা চলার গতিবিধির ডেটা পর্যবেক্ষণ করা হবে। এই ডেটা রোবটের মোশন-ক্যাপচার প্রযুক্তির বিকাশে সাহায্য করবে, যা রোবটের গতিবিধি এবং দক্ষতা বৃদ্ধির জন্য অপরিহার্য।
২০২১ সালে অপটিমাস ধারণাটি প্রথম উপস্থাপন করেন টেসলার সিইও ইলন মাস্ক। কারখানার কাজ থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহারের জন্য এই রোবট তৈরি করা হবে। গত বছর থেকেই অপটিমাসের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে টেসলা। এ জন্য ইতিমধ্যে অনেক কর্মী নিয়োগ দিয়েছে কোম্পানিটি। এসব কর্মী মোশন-ক্যাপচার স্যুট পরিধান করে হাঁটাচলার গতিবিধি পর্যবেক্ষণে সাহায্য করবেন।
চাকরিটির পদবি হলো ‘ডেটা কালেকশন অপারেটর’। এই চাকরিতে কর্মীদের সাত ঘণ্টারও বেশি সময় মোশন-ক্যাপচার স্যুট ও ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট পরে বিশেষ রাস্তায় হাঁটতে হবে। সেই সঙ্গে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন লেখা এবং সাধারণ যন্ত্রপাতি সম্পর্কিত কাজও চাকরির দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত।
চাকরিপ্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি হতে হবে। এছাড়া কর্মীদের ১৩ কেজি পর্যন্ত ভার বহন করার সক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) হেডসেট পরার ক্ষমতা থাকতে হবে।
যাঁরা এই চাকরি পাবেন, তাঁরা বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, পারিবারিক সহায়তা এবং অবসরকালীন অনেক সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া সন্তান নেওয়া, ওজন কমানো, ধূমপান ছাড়ার প্রোগ্রামসহ বিমা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
এই পদে ঘণ্টায় ২৫ দশমিক ২৫ ডলার থেকে ৪৮ ডলার বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। এই বেতন প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা ও অবস্থানের ওপর নির্ভর করবে। এ ছাড়া চাকরিতে অতিরিক্ত টাকা ও পুরস্কার দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগ্রহী ব্যক্তিদের জন্য বড় সুযোগ।
এই চাকরির একাধিক শিফট রয়েছে—সকাল ৮: ০০ থেকে বিকেল ৪: ৩০, বিকেল ৪: ০০ থেকে মধ্যরাত ১২: ৩০, বা মধ্যরাত ১২: ০০ থেকে সকাল ৮: ৩০ পর্যন্ত। চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য টেসলার ক্যারিয়ার পেজে পাওয়া যাবে। । তবে চাকরিটির কর্মস্থল হলো—প্যালো আল্টো, ক্যালিফোর্নিয়ায়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
আয়ের বিশেষ সুযোগ তৈরি করে দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। যাঁরা দিনে সাত ঘণ্টারও বেশি সময় একটি ভারী স্যুট বা বর্ম পরে হাঁটতে পারবেন, তাঁদের প্রতি ঘণ্টায় ৪৮ ডলার বা প্রায় ৫ হাজার ৭০৩ টাকা পর্যন্ত বেতন দেবে কোম্পানিটি। এই হিসাবে একজন কর্মী দৈনিক প্রায় ৪০ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন।
টেসলার নতুন প্রকল্প ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবটকে প্রশিক্ষণে এসব কর্মীদের হাঁটা চলার গতিবিধির ডেটা পর্যবেক্ষণ করা হবে। এই ডেটা রোবটের মোশন-ক্যাপচার প্রযুক্তির বিকাশে সাহায্য করবে, যা রোবটের গতিবিধি এবং দক্ষতা বৃদ্ধির জন্য অপরিহার্য।
২০২১ সালে অপটিমাস ধারণাটি প্রথম উপস্থাপন করেন টেসলার সিইও ইলন মাস্ক। কারখানার কাজ থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহারের জন্য এই রোবট তৈরি করা হবে। গত বছর থেকেই অপটিমাসের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে টেসলা। এ জন্য ইতিমধ্যে অনেক কর্মী নিয়োগ দিয়েছে কোম্পানিটি। এসব কর্মী মোশন-ক্যাপচার স্যুট পরিধান করে হাঁটাচলার গতিবিধি পর্যবেক্ষণে সাহায্য করবেন।
চাকরিটির পদবি হলো ‘ডেটা কালেকশন অপারেটর’। এই চাকরিতে কর্মীদের সাত ঘণ্টারও বেশি সময় মোশন-ক্যাপচার স্যুট ও ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট পরে বিশেষ রাস্তায় হাঁটতে হবে। সেই সঙ্গে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন লেখা এবং সাধারণ যন্ত্রপাতি সম্পর্কিত কাজও চাকরির দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত।
চাকরিপ্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি হতে হবে। এছাড়া কর্মীদের ১৩ কেজি পর্যন্ত ভার বহন করার সক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) হেডসেট পরার ক্ষমতা থাকতে হবে।
যাঁরা এই চাকরি পাবেন, তাঁরা বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, পারিবারিক সহায়তা এবং অবসরকালীন অনেক সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া সন্তান নেওয়া, ওজন কমানো, ধূমপান ছাড়ার প্রোগ্রামসহ বিমা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
এই পদে ঘণ্টায় ২৫ দশমিক ২৫ ডলার থেকে ৪৮ ডলার বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। এই বেতন প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা ও অবস্থানের ওপর নির্ভর করবে। এ ছাড়া চাকরিতে অতিরিক্ত টাকা ও পুরস্কার দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগ্রহী ব্যক্তিদের জন্য বড় সুযোগ।
এই চাকরির একাধিক শিফট রয়েছে—সকাল ৮: ০০ থেকে বিকেল ৪: ৩০, বিকেল ৪: ০০ থেকে মধ্যরাত ১২: ৩০, বা মধ্যরাত ১২: ০০ থেকে সকাল ৮: ৩০ পর্যন্ত। চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য টেসলার ক্যারিয়ার পেজে পাওয়া যাবে। । তবে চাকরিটির কর্মস্থল হলো—প্যালো আল্টো, ক্যালিফোর্নিয়ায়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৫ ঘণ্টা আগে