Ajker Patrika

ইউটিউব ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশে নিয়ে যাবে এআই

অনলাইন ডেস্ক
Thumbnail image

কোনো ভিডিওর বিরক্তিকর অংশ এড়িয়ে ব্যবহারকারীকে আকর্ষণীয় অংশ নিয়ে যেতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ‘জাম্প অ্যাহেড’ ফিচার নিয়ে এল ইউটিউব। ফিচারটি ব্যবহারকারীদের ডেটা ও এআই ব্যবহার করে কাজ করবে। 

নতুন এই ফিচার পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ইউটিউবের ডাবল ট্যাপ ফিচারের সঙ্গে কাজ করবে। ডাবল ট্যাপের মাধ্যমে কোনো ভিডিওর ১০ সেকেন্ড করে এড়ানো যায়। এভাবে ব্যবহারকারীরা পছন্দের অংশটি বের করেন। তবে এই কাজ নতুন ফিচারটি নিজেই করে দেবে। 

জাম্প অ্যাহেড ফিচারটি ব্যবহারকারীর ডেটা পর্যবেক্ষণ করে ও মেশিন লার্নিং অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর ‘সবচেয়ে’ ভালো অংশ নির্বাচন করে। স্ক্রিনের নিচে ডান দিকের কোনায় অল্প সময়ের জন্য একটি বুলেটের মতো বোতাম দেখা যাবে, যার ওপর লেখা থাকবে ‘জাম্প অ্যাহেড’। জাম্প অ্যাহেড অপশনে ট্যাপ করলে ভিডিওর ওই অংশে ব্যবহারকারীদের নিয়ে যাবে। 

ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন না থাকলেও নিজেদের ভিডিও দেখার সময় এই ফিচার ব্যবহার করতে পারবেন ক্রিয়েটররা। আর ইউটিউব প্রিমিয়ামের যুক্তরাষ্ট্রের সাবস্ক্রাইবাররা বর্তমানে এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড সংস্করণে নিয়ে আসা হয়েছে। 

ইউটিউবে একই ধরনের আরেকটি ফিচার রয়েছে। ভিডিওর কোন অংশ দর্শকেরা বারবার দেখেছেন তা বোঝানোর ভিডিওতে একটি গ্রাফ ফিচার যুক্ত করে ইউটিউব। ফিচারটি প্রথমে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য নিয়ে আসা হয়। পরে জনপ্রিয়তা পাওয়া পর অন্যান্য গ্রাহকেরদের জন্যও ফিচারটি চালু করা হয়। তাই জাম্প অ্যাহেড ফিচারটিও সব ব্যবহারকারীর জন্য চালু করা হতে পারে। ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা আগামী ১ জুন শেষ হতে পারে। 
গত বছর আরেক ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে স্ক্রিনের যে কোনো ভিডিওতে ট্যাপ করে ধরে থাকলে ভিডিওর গতি দ্বিগুণ হয়ে যেত। তবে পরবর্তীতে ফিচারটি সরিয়ে ফেলে ইউটিউব। 

তথ্যসূত্র: ম্যাশাবল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত