মাহবুব শুভ
কুকুর বা চিতা আকৃতির রোবটের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। এ ধরনের রোবট প্রাণীদের মতো নড়াচড়া করতে পারে। একটি চতুষ্পদী প্রাণীর নড়াচড়া, নমনীয়তা এবং জটিল কর্মকাণ্ডগুলো মেরুদণ্ড নিয়ন্ত্রণ করে। এ ধরনের জটিল প্রক্রিয়া রোবটের পক্ষে অনুকরণ করা বেশ কঠিন।
প্রকৌশলীরা মেরুদণ্ডকেন্দ্রিক চতুষ্পদী রোবট তৈরিতে অনেক দূর এগিয়েছেন। সম্প্রতি একদল গবেষক ইঁদুর আকৃতির অদ্ভুত একটি রোবট তৈরি করেছেন। মূলত চীন ও জার্মানির বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে ‘এনইআরএমও’ নামের এই চারপেয়ে বায়োমেট্রিক রোবট তৈরি করেন। চলাফেরা করতে রোবটটি একটি মোটর কাঠামোর ওপর নির্ভর করে।
রোবটটি ইঁদুরের কঙ্কালের অনুকরণে তৈরি। কানগুলো তুলনামূলক বড়। রোবটের অনমনীয় সামনের অর্ধাংশে রয়েছে ইলেকট্রনিকস সিস্টেম, শেষার্ধে চারটি কটিদেশীয় এবং পার্শ্বীয় জয়েন্টের সাহায্যে একটি নমনীয় মেরুদণ্ডের মতো কাজ করে। মেরুদণ্ড, কনুই ও হাঁটুর জয়েন্টগুলোতে কৃত্রিম সুতা ব্যবহারের কারণে রোবটটি ইঁদুরের মতো নড়াচড়া ও দ্রুত বাঁক নিতে পারে।
মিউনিখের ইউনিভার্সিটি অব টেকনোলজি নুরেমবার্গ এবং চীনের সান ইয়াত-সেন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, রোবটটি পাশাপাশি কিংবা ওপর-নিচে মসৃণভাবে নড়াচড়া করতে পারে। এ জন্য আলাদাভাবে কৃত্রিম পেশির প্রয়োজন নেই। নতুন ডিজাইনের কার্যকারিতা দেখার জন্য দলটি ‘এনইআরএমও’ রোবটের ওপর চারটি ধারাবাহিক পরীক্ষা চালায়। স্থির ভারসাম্য, সোজা পথে হাঁটা, চটপটে বাঁক নেওয়া ও গোলকধাঁধার সমাধানের মতো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় রোবট ইঁদুরটিকে। প্রতিটি পরীক্ষায় ছিল দুটি পর্ব, একটি মেরুদণ্ড সিস্টেমসহ অন্যটি মেরুদণ্ড সিস্টেম বন্ধ করে। মেরুদণ্ড যুক্ত করার পর দেখা যায়, রোবটটি দ্রুত, ভালো ও সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারছে। গোলকধাঁধা সমাধানে রোবটটি ভালো সক্ষমতা দেখায়।
মেরুদণ্ড যুক্ত করার পর এই রোবট ইঁদুর গোলকধাঁধা সমাধান করতে মেরুদণ্ড ছাড়া ইঁদুরের থেকে গড়ে ৩০ শতাংশ কম সময় নেয়। যদিও রোবটটির গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে তবে গবেষকেরা বিশ্বাস করেন, ভবিষ্যতে চতুষ্পদী রোবটগুলোতে উন্নত মেরুদণ্ডের ডিজাইন যুক্ত করে এদের কার্যকারিতা ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। ‘এনইআরএমও’ রোবট ছাড়াও যুক্তরাষ্ট্রের এমআইটির চিতা রোবট একটি সক্রিয় জয়েন্টের মাধ্যমে মেরুদণ্ডের বাঁক অনুকরণ করে প্রতি সেকেন্ডে ১৩ ফুট পর্যন্ত ছুটতে পারে। অন্যদিকে ‘এনইআরএমও’ রোবটের আটটি জয়েন্ট আছে।
সূত্র: পপুলার সায়েন্স
কুকুর বা চিতা আকৃতির রোবটের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। এ ধরনের রোবট প্রাণীদের মতো নড়াচড়া করতে পারে। একটি চতুষ্পদী প্রাণীর নড়াচড়া, নমনীয়তা এবং জটিল কর্মকাণ্ডগুলো মেরুদণ্ড নিয়ন্ত্রণ করে। এ ধরনের জটিল প্রক্রিয়া রোবটের পক্ষে অনুকরণ করা বেশ কঠিন।
প্রকৌশলীরা মেরুদণ্ডকেন্দ্রিক চতুষ্পদী রোবট তৈরিতে অনেক দূর এগিয়েছেন। সম্প্রতি একদল গবেষক ইঁদুর আকৃতির অদ্ভুত একটি রোবট তৈরি করেছেন। মূলত চীন ও জার্মানির বেশ কয়েকজন বিজ্ঞানী মিলে ‘এনইআরএমও’ নামের এই চারপেয়ে বায়োমেট্রিক রোবট তৈরি করেন। চলাফেরা করতে রোবটটি একটি মোটর কাঠামোর ওপর নির্ভর করে।
রোবটটি ইঁদুরের কঙ্কালের অনুকরণে তৈরি। কানগুলো তুলনামূলক বড়। রোবটের অনমনীয় সামনের অর্ধাংশে রয়েছে ইলেকট্রনিকস সিস্টেম, শেষার্ধে চারটি কটিদেশীয় এবং পার্শ্বীয় জয়েন্টের সাহায্যে একটি নমনীয় মেরুদণ্ডের মতো কাজ করে। মেরুদণ্ড, কনুই ও হাঁটুর জয়েন্টগুলোতে কৃত্রিম সুতা ব্যবহারের কারণে রোবটটি ইঁদুরের মতো নড়াচড়া ও দ্রুত বাঁক নিতে পারে।
মিউনিখের ইউনিভার্সিটি অব টেকনোলজি নুরেমবার্গ এবং চীনের সান ইয়াত-সেন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, রোবটটি পাশাপাশি কিংবা ওপর-নিচে মসৃণভাবে নড়াচড়া করতে পারে। এ জন্য আলাদাভাবে কৃত্রিম পেশির প্রয়োজন নেই। নতুন ডিজাইনের কার্যকারিতা দেখার জন্য দলটি ‘এনইআরএমও’ রোবটের ওপর চারটি ধারাবাহিক পরীক্ষা চালায়। স্থির ভারসাম্য, সোজা পথে হাঁটা, চটপটে বাঁক নেওয়া ও গোলকধাঁধার সমাধানের মতো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় রোবট ইঁদুরটিকে। প্রতিটি পরীক্ষায় ছিল দুটি পর্ব, একটি মেরুদণ্ড সিস্টেমসহ অন্যটি মেরুদণ্ড সিস্টেম বন্ধ করে। মেরুদণ্ড যুক্ত করার পর দেখা যায়, রোবটটি দ্রুত, ভালো ও সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারছে। গোলকধাঁধা সমাধানে রোবটটি ভালো সক্ষমতা দেখায়।
মেরুদণ্ড যুক্ত করার পর এই রোবট ইঁদুর গোলকধাঁধা সমাধান করতে মেরুদণ্ড ছাড়া ইঁদুরের থেকে গড়ে ৩০ শতাংশ কম সময় নেয়। যদিও রোবটটির গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে তবে গবেষকেরা বিশ্বাস করেন, ভবিষ্যতে চতুষ্পদী রোবটগুলোতে উন্নত মেরুদণ্ডের ডিজাইন যুক্ত করে এদের কার্যকারিতা ব্যাপকভাবে বাড়ানো সম্ভব। ‘এনইআরএমও’ রোবট ছাড়াও যুক্তরাষ্ট্রের এমআইটির চিতা রোবট একটি সক্রিয় জয়েন্টের মাধ্যমে মেরুদণ্ডের বাঁক অনুকরণ করে প্রতি সেকেন্ডে ১৩ ফুট পর্যন্ত ছুটতে পারে। অন্যদিকে ‘এনইআরএমও’ রোবটের আটটি জয়েন্ট আছে।
সূত্র: পপুলার সায়েন্স
রসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৩ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৪ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৫ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
৬ ঘণ্টা আগে