আজকের পত্রিকা ডেস্ক
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার এই ছাঁটাইয়ের খবর জানায় প্রযুক্তি জায়ান্টটি। সংস্থার বিভিন্ন স্তর ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। ২০২৩ সালে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর এটিই সবচেয়ে বড় ছাঁটাই।
গত জানুয়ারিতেও অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে এমন সাংগঠনিক পরিবর্তন করছি, যা আমাদের চলমান গতিশীল বাজারে সফল হওয়ার জন্য প্রস্তুত করবে।’
গত বছর জুন পর্যন্ত মাইক্রোসফটে কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। তবে মূল খাতগুলোকে অগ্রাধিকার দিতে এবং এআই প্রযুক্তির পেছনে অধিকতর ব্যয় নির্বাহ করতে গিয়ে মাইক্রোসফট নিয়মিতভাবে জনবল পুনর্বিন্যাস করছে।
মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং সেবা ‘অ্যাজিওর’ সম্প্রতি প্রত্যাশার চেয়েও ভালো ফল করলেও ব্যাপক এআই অবকাঠামো তৈরির ব্যয়ে সংস্থার লাভে কিছুটা কমেছে। ২০২৪ সালের মার্চের প্রান্তিকে ‘মাইক্রোসফট ক্লাউড’-এর লাভের মার্জিন কমে ৬৯ শতাংশে দাঁড়ায়, যেখানে এক বছর আগে তা ছিল ৭২ শতাংশ।
চলতি অর্থবছরে মাইক্রোসফট ৮০ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনা করেছে, যার বড় অংশই ব্যবহার করা হবে নতুন এআই ডেটা সেন্টার নির্মাণে।
বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ‘এআই বিনিয়োগের ফলে সৃষ্ট খরচের চাপ সামাল দিতে মাইক্রোসফট খুব সতর্কভাবে তাদের ব্যয় এবং জনবল নিয়ন্ত্রণ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর যদি মাইক্রোসফট এভাবেই বিনিয়োগ করতে থাকে, তবে কেবল মূলধন ব্যয়ের সৃষ্ট ঘাটতি পূরণে তাদের অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই করতে হবে।’
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যতের বড় আয়ের খাত হিসেবে দেখে শুধু মাইক্রোসফট নয়, গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও ব্যাপকভাবে এই খাতে বিনিয়োগ করছে এবং একযোগে অন্যান্য খাতে খরচ কমাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
গতকাল মঙ্গলবার এই ছাঁটাইয়ের খবর জানায় প্রযুক্তি জায়ান্টটি। সংস্থার বিভিন্ন স্তর ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের কর্মীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন। ২০২৩ সালে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এরপর এটিই সবচেয়ে বড় ছাঁটাই।
গত জানুয়ারিতেও অল্পসংখ্যক কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে এমন সাংগঠনিক পরিবর্তন করছি, যা আমাদের চলমান গতিশীল বাজারে সফল হওয়ার জন্য প্রস্তুত করবে।’
গত বছর জুন পর্যন্ত মাইক্রোসফটে কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। তবে মূল খাতগুলোকে অগ্রাধিকার দিতে এবং এআই প্রযুক্তির পেছনে অধিকতর ব্যয় নির্বাহ করতে গিয়ে মাইক্রোসফট নিয়মিতভাবে জনবল পুনর্বিন্যাস করছে।
মাইক্রোসফটের ক্লাউড-কম্পিউটিং সেবা ‘অ্যাজিওর’ সম্প্রতি প্রত্যাশার চেয়েও ভালো ফল করলেও ব্যাপক এআই অবকাঠামো তৈরির ব্যয়ে সংস্থার লাভে কিছুটা কমেছে। ২০২৪ সালের মার্চের প্রান্তিকে ‘মাইক্রোসফট ক্লাউড’-এর লাভের মার্জিন কমে ৬৯ শতাংশে দাঁড়ায়, যেখানে এক বছর আগে তা ছিল ৭২ শতাংশ।
চলতি অর্থবছরে মাইক্রোসফট ৮০ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনা করেছে, যার বড় অংশই ব্যবহার করা হবে নতুন এআই ডেটা সেন্টার নির্মাণে।
বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ‘এআই বিনিয়োগের ফলে সৃষ্ট খরচের চাপ সামাল দিতে মাইক্রোসফট খুব সতর্কভাবে তাদের ব্যয় এবং জনবল নিয়ন্ত্রণ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর যদি মাইক্রোসফট এভাবেই বিনিয়োগ করতে থাকে, তবে কেবল মূলধন ব্যয়ের সৃষ্ট ঘাটতি পূরণে তাদের অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই করতে হবে।’
এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যতের বড় আয়ের খাত হিসেবে দেখে শুধু মাইক্রোসফট নয়, গুগলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও ব্যাপকভাবে এই খাতে বিনিয়োগ করছে এবং একযোগে অন্যান্য খাতে খরচ কমাচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
বিভিন্ন সাহায্য সংস্থা ও স্বাস্থ্যবিষয়ক এনজিওর প্রচারণায় বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দারিদ্র্য ও যৌন সহিংসতার এসব ছবি ‘দারিদ্র্য পর্নো’র (প্রোভার্টি পর্নো) নতুন যুগ বলে সতর্ক করেছেন সুইজারল্যান্ডভিত্তিক এথিক্যাল ইমেজ প্রচারকারী সংস্থা....
২ ঘণ্টা আগেআমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগেডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগে