অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা একসঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রোতে অভিন্ন ইন্টারফেস নিশ্চিত করবে।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছে, আইওএস ১৯-এ যুক্ত হতে যাওয়া ব্যাটারি টুলটি ব্যবহারকারীর আইফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ও পরিষেবার বিদ্যুৎশক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এতে ব্যাটারির ব্যয় কমবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া নতুন আইওএসের লক স্ক্রিনে যুক্ত হতে যাচ্ছে নতুন চার্জিং নির্দেশক। এই নির্দেশকের মাধ্যমে বোঝা যাবে, ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে।
নতুন এআই টুলটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে এবং এটি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি ব্যবহারের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। অ্যাপলের বিশ্বাস, এ তথ্যই যথেষ্ট যেন এআই সঠিকভাবে বুঝতে পারে কখন কোন অ্যাপ বা পরিষেবার শক্তি ব্যবহার কমিয়ে দেওয়া প্রয়োজন।
গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এয়ারে এই এআই ব্যাটারি ফিচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আলট্রা-স্লিম বা হালকা-পাতলা ডিজাইনের এই ফোনে ব্যাটারির জায়গা সীমিত হওয়ায়, সফটওয়্যার নির্ভরভাবে ব্যাটারির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।
এ ছাড়া, আইওএস ১৯ এ থাকছে বড় রকমের ইউজার ইন্টারফেস পরিবর্তন। অ্যাপলের নতুন ডিজাইন ভাষা ‘সোলেরিয়াম’ নামে পরিচিত এবং এটি ভিশনওএস থেকে অনুপ্রাণিত। নতুন এই ডিজাইনে আইকন, মেনু ও বাটনে থাকবে কাচের মতো স্বচ্ছ, কোমল এবং ত্রিমাত্রিক অনুভূতি।
আইওএস ১৯ ও ম্যাকওএস ১৬তেও একই ডিজাইন চালু হচ্ছে। ফলে অ্যাপ, আইকন ও উইন্ডোর ধরন ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস এবং ভিশনওএসে প্রায় একই রকম দেখাবে।
অ্যাপল সম্ভবত জুন মাসে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৯ উন্মোচন করবে। তবে এই আপডেট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
তথ্যসূত্র: টেকস্পট
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা একসঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রোতে অভিন্ন ইন্টারফেস নিশ্চিত করবে।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছে, আইওএস ১৯-এ যুক্ত হতে যাওয়া ব্যাটারি টুলটি ব্যবহারকারীর আইফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ও পরিষেবার বিদ্যুৎশক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এতে ব্যাটারির ব্যয় কমবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া নতুন আইওএসের লক স্ক্রিনে যুক্ত হতে যাচ্ছে নতুন চার্জিং নির্দেশক। এই নির্দেশকের মাধ্যমে বোঝা যাবে, ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে।
নতুন এআই টুলটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে এবং এটি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি ব্যবহারের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। অ্যাপলের বিশ্বাস, এ তথ্যই যথেষ্ট যেন এআই সঠিকভাবে বুঝতে পারে কখন কোন অ্যাপ বা পরিষেবার শক্তি ব্যবহার কমিয়ে দেওয়া প্রয়োজন।
গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এয়ারে এই এআই ব্যাটারি ফিচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আলট্রা-স্লিম বা হালকা-পাতলা ডিজাইনের এই ফোনে ব্যাটারির জায়গা সীমিত হওয়ায়, সফটওয়্যার নির্ভরভাবে ব্যাটারির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।
এ ছাড়া, আইওএস ১৯ এ থাকছে বড় রকমের ইউজার ইন্টারফেস পরিবর্তন। অ্যাপলের নতুন ডিজাইন ভাষা ‘সোলেরিয়াম’ নামে পরিচিত এবং এটি ভিশনওএস থেকে অনুপ্রাণিত। নতুন এই ডিজাইনে আইকন, মেনু ও বাটনে থাকবে কাচের মতো স্বচ্ছ, কোমল এবং ত্রিমাত্রিক অনুভূতি।
আইওএস ১৯ ও ম্যাকওএস ১৬তেও একই ডিজাইন চালু হচ্ছে। ফলে অ্যাপ, আইকন ও উইন্ডোর ধরন ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস এবং ভিশনওএসে প্রায় একই রকম দেখাবে।
অ্যাপল সম্ভবত জুন মাসে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৯ উন্মোচন করবে। তবে এই আপডেট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
তথ্যসূত্র: টেকস্পট
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে