এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই যুগের সঙ্গে তাল মেলাতে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। এমনকি ইউটিউবে যুক্ত হতে পারে স্বয়ংক্রিয় ডাবিংও। তবে এসব এআই ভিত্তিক ফিচারগুলো তৈরি হবে কনটেন্ট নির্মাতাদের ডেটার ওপর...
২ ঘণ্টা আগেবিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
৪ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১ দিন আগে