Ajker Patrika

সাইবার প্রতিরক্ষায় বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে

প্রযুক্তি ডেস্ক
সাইবার প্রতিরক্ষায় বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে

সাইবার নিরাপত্তা এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এ কারণে প্রায় প্রতিটি দেশই সাইবার প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করছে। তবে ইসরায়েল এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। এ খাতে মোট বৈশ্বিক বিনিয়োগের অর্ধেকই ইসরায়েলে হয়েছে বলে আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির এ যুগে বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান নিজেদের গোপন তথ্য সুরক্ষিত রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে। কারণ, প্রায়ই সাইবার আক্রমণের মাধ্যমে বিভিন্ন দেশের গোপন নথি হ্যাক হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। এ অবস্থায় দেশগুলো নিজেদের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখতে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। 

দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে সাইবার প্রতিরক্ষায় বিনিয়োগের বিষয়টি তুলে আনেন বেনেট। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার আক্রমণের ঝুঁকি এড়াতে এর প্রতিরক্ষা বলয় তৈরির দিকে জোর দেন তিনি। 

বেনেট বলেন, ‘অত্যাধুনিক সাইবার প্রতিরক্ষা বলয় প্রতিষ্ঠা করতেই ইসরায়েল এ প্রযুক্তিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। আর সে কারণেই সাইবার প্রতিরক্ষায় আমরা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছি।’ তিনি বলেন, এরই মধ্যে গত কয়েক বছরে সাইবার কোম্পানিগুলোতে বিশ্বব্যাপী বিনিয়োগের প্রায় অর্ধেক ইসরায়েলে এসেছে। এ খাতে যে অফুরন্ত সুযোগ দেখতে পারছি, আমরা তাও লুফে নিতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত