কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করতে আর ওপেনএআইয়ের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তবে এই সুবিধা শুধু চ্যাটজিপিটির বিনামূল্যে প্ল্যানের জন্য প্রযোজ্য। ওপেনএআইয়ের সাবস্ক্রিপশনভিত্তিক মডেল ডাল–ই ৩ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
নতুন এই সুবিধা সম্পর্কে এক ব্লগ পোস্টে ওপেনএআই বলে, ‘এআই এর ক্ষমতা সম্পর্কে আগ্রহী যে কারও কাছে এআইকে অ্যাকসেসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এটি চালু করছি।’
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি প্রথম চালু হওয়ার পর প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি ওপেনএআই অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হয়েছে আগ্রহীদের। চ্যাটবটটি প্রচুর জনপ্রিয়তা পায় ও প্ল্যাটফর্মটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেবার মধ্যে একটি। পরবর্তীতে কোম্পানিটি ডাল–ই ৩ সহ আরও উন্নত মডেলের পণ্যগুলো অ্যাকসেস করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করেছে। ব্যবহারকারীদের চ্যাট ইতিহাস সংরক্ষণ, পর্যালোচনা, চ্যাট শেয়ার ও ভয়েস কথোপকথনের জন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়।
১৮৫টি দেশজুড়ে ১০ কোটি ব্যবহারকারী প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করে বলে ওপেনএআই দাবি করে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েবের মতে, ফেব্রুয়ারি মাসে আনুমানিক ১৬০ কোটি মানুষ চ্যাটজিপিটিতে প্রবেশ করে। গুগলের জেমিনি উন্মোচনের পরেও সবচেয়ে বেশি ব্যবহৃত এআই চ্যাটবট হল—চ্যাটজিপিটি। তবে গত বছরে মে মাস থেকে এর ব্যবহার কিছুটা কমে যায়।
ওপেনএআই বলছে, কনটেন্টের নিরাপত্তার জন্য বিস্তৃত পরিসরে নির্দেশনামূলক টেক্সট ব্লক করা হয়েছে। তবে কোন ধরনের টেক্সটগুলো ব্লক করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে চ্যাটজিপিটি। তবে এই ডেটা ব্যবহার বন্ধ করার অপশনও প্ল্যাটফর্মটিতে রয়েছে। ব্যবহারকারীরা পছন্দমতো অপশন চালু বা বন্ধ করা যায়। অ্যাকাউন্ট তৈরি না করেও এই অপশন ব্যবহার করা যাবে।
মানুষের কণ্ঠ নকল করার নতুন ফিচার ‘ভয়েস ইঞ্জিন’ নিয়ে এসেছে ওপেনএআই। আবার টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ভিডিও তৈরি মডেল ‘সোরা’–ও নিয়ে এসেছে কোম্পানিটি। যদিও এই মডেল এখন কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। আর এগুলোর ব্যবহারের জন্য ওপেনএআইয়ের অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।
তথ্যসূত্র: দ্য ভার্জ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করতে আর ওপেনএআইয়ের অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। তবে এই সুবিধা শুধু চ্যাটজিপিটির বিনামূল্যে প্ল্যানের জন্য প্রযোজ্য। ওপেনএআইয়ের সাবস্ক্রিপশনভিত্তিক মডেল ডাল–ই ৩ প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
নতুন এই সুবিধা সম্পর্কে এক ব্লগ পোস্টে ওপেনএআই বলে, ‘এআই এর ক্ষমতা সম্পর্কে আগ্রহী যে কারও কাছে এআইকে অ্যাকসেসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এটি চালু করছি।’
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি প্রথম চালু হওয়ার পর প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি ওপেনএআই অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হয়েছে আগ্রহীদের। চ্যাটবটটি প্রচুর জনপ্রিয়তা পায় ও প্ল্যাটফর্মটি এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল সেবার মধ্যে একটি। পরবর্তীতে কোম্পানিটি ডাল–ই ৩ সহ আরও উন্নত মডেলের পণ্যগুলো অ্যাকসেস করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করেছে। ব্যবহারকারীদের চ্যাট ইতিহাস সংরক্ষণ, পর্যালোচনা, চ্যাট শেয়ার ও ভয়েস কথোপকথনের জন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়।
১৮৫টি দেশজুড়ে ১০ কোটি ব্যবহারকারী প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহার করে বলে ওপেনএআই দাবি করে। ওয়েব ট্রাফিক বিশ্লেষণ কোম্পানি সিমিলারওয়েবের মতে, ফেব্রুয়ারি মাসে আনুমানিক ১৬০ কোটি মানুষ চ্যাটজিপিটিতে প্রবেশ করে। গুগলের জেমিনি উন্মোচনের পরেও সবচেয়ে বেশি ব্যবহৃত এআই চ্যাটবট হল—চ্যাটজিপিটি। তবে গত বছরে মে মাস থেকে এর ব্যবহার কিছুটা কমে যায়।
ওপেনএআই বলছে, কনটেন্টের নিরাপত্তার জন্য বিস্তৃত পরিসরে নির্দেশনামূলক টেক্সট ব্লক করা হয়েছে। তবে কোন ধরনের টেক্সটগুলো ব্লক করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে চ্যাটজিপিটি। তবে এই ডেটা ব্যবহার বন্ধ করার অপশনও প্ল্যাটফর্মটিতে রয়েছে। ব্যবহারকারীরা পছন্দমতো অপশন চালু বা বন্ধ করা যায়। অ্যাকাউন্ট তৈরি না করেও এই অপশন ব্যবহার করা যাবে।
মানুষের কণ্ঠ নকল করার নতুন ফিচার ‘ভয়েস ইঞ্জিন’ নিয়ে এসেছে ওপেনএআই। আবার টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে ভিডিও তৈরি মডেল ‘সোরা’–ও নিয়ে এসেছে কোম্পানিটি। যদিও এই মডেল এখন কিছু সীমিত সংখ্যক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। আর এগুলোর ব্যবহারের জন্য ওপেনএআইয়ের অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
৭ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
৭ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১০ ঘণ্টা আগে