দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে ‘অপারেটর’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি চালু করেছে ‘চ্যাটিজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট। ভ্রমণ পরিকল্পনা, রেস্তোরাঁর রিজার্ভেশন, ফরম পূরণ এবং এমনকি বাজারসদাই অর্ডার দেওয়ার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এই শক্তিশালী প্রযুক্তি।
গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, অপারেটর একটি ‘এজেন্ট’, যা ইন্টারনেটে গিয়ে ব্যবহারকারীদের জন্য কাজ সম্পাদন করতে পারে। অপারেটরটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বাটন, মেনু এবং টেক্সট ফিল্ডগুলোর সঙ্গে নিজেই পরিচালিত করতে পারে।
অপারেটর ব্যবহারকারীদের ভ্রমণ, ডাইনিং, ইভেন্ট ইত্যাদি বিভাগে সাজেশন প্রম্পট দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী অপারেটরকে বলতে পারেন নিউইয়র্ক থেকে মাউই যাওয়ার একটি ভালো ফ্লাইট খুঁজে দিতে, যেখানে অনেক রাতে প্লেন অবতরণ করবে না। এই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে দেবে। এটি শুধু কাজটি সম্পন্ন করে দেবে। তবে চূড়ান্ত লেনদেন বা চেকআউট ব্যবহারকারীকেই করতে হবে।
অপারেটর আরও ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ফলোআপ প্রশ্নও করতে পারে, যেমন: লগইন তথ্য সংগ্রহ করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় স্ক্রিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে ‘অপারেটর’ শুধু যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এই লিংকে প্রবেশ করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। এটি পরবর্তীতে প্লাস, টিম এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। অপারেটরকে চ্যাটজিপিটির এর সঙ্গে ইন্টিগ্রেট করাও তাদের পরিকল্পনায় রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, বর্তমানে তাদের কিছু কাজে সমস্যা হচ্ছে, যেমন: ক্যালেন্ডার পরিচালনা এবং স্লাইড শো তৈরি করা।
এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে কিছু ডেটা সংগ্রহ বন্ধ করতে পারবেন। চ্যাটজিপিটির ‘ইম্প্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ সেটিংসটি বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডেটা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন এবং এক ক্লিকে সমস্ত ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআইয়ের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করবে। গত অক্টোবরে অ্যানথ্রপিক তাদের ‘কম্পিউটার ইউজ’ নামক একটি ফিচার চালু করে। এই এআই এজেন্টগুলোকে মানুষের মতো কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ করতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, এটি কম্পিউটার স্ক্রিনে যা কিছু রয়েছে তা বুঝতে পারে, বাটন নির্বাচন করতে পারে, টেক্সট টাইপ করতে পারে, ওয়েবসাইট নেভিগেট করতে পারে এবং যেকোনো সফটওয়্যার ও রিয়েল-টাইম ইন্টারনেট ব্রাউজিং মাধ্যমে কাজ সম্পাদন করতে পারে। এ ছাড়া সম্প্রতি অ্যানথ্রপিককে ১ বিলিয়ন ডলারেও বেশি নতুন বিনিয়োগে সম্মত হয়েছে গুগল।
অ্যানথ্রপিকের প্রধান বিজ্ঞানী জারেড কাপলান বলেন, টুলটি ‘প্রায় আমাদের মতোই কম্পিউটার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এটি এমন কাজ করতে সক্ষম, যা ‘দশ বা এমনকি শতাধিক পদক্ষেপের মধ্যে হতে পারে।’
ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল, আমাজন, মাইক্রোসফট ও মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে জেনেরেটিভ এআই বাজার। আগামী দশকের মধ্যে এই খাতের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র: সিএনবিসি
দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে ‘অপারেটর’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি চালু করেছে ‘চ্যাটিজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট। ভ্রমণ পরিকল্পনা, রেস্তোরাঁর রিজার্ভেশন, ফরম পূরণ এবং এমনকি বাজারসদাই অর্ডার দেওয়ার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এই শক্তিশালী প্রযুক্তি।
গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, অপারেটর একটি ‘এজেন্ট’, যা ইন্টারনেটে গিয়ে ব্যবহারকারীদের জন্য কাজ সম্পাদন করতে পারে। অপারেটরটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বাটন, মেনু এবং টেক্সট ফিল্ডগুলোর সঙ্গে নিজেই পরিচালিত করতে পারে।
অপারেটর ব্যবহারকারীদের ভ্রমণ, ডাইনিং, ইভেন্ট ইত্যাদি বিভাগে সাজেশন প্রম্পট দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী অপারেটরকে বলতে পারেন নিউইয়র্ক থেকে মাউই যাওয়ার একটি ভালো ফ্লাইট খুঁজে দিতে, যেখানে অনেক রাতে প্লেন অবতরণ করবে না। এই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে দেবে। এটি শুধু কাজটি সম্পন্ন করে দেবে। তবে চূড়ান্ত লেনদেন বা চেকআউট ব্যবহারকারীকেই করতে হবে।
অপারেটর আরও ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ফলোআপ প্রশ্নও করতে পারে, যেমন: লগইন তথ্য সংগ্রহ করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় স্ক্রিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে ‘অপারেটর’ শুধু যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এই লিংকে প্রবেশ করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। এটি পরবর্তীতে প্লাস, টিম এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। অপারেটরকে চ্যাটজিপিটির এর সঙ্গে ইন্টিগ্রেট করাও তাদের পরিকল্পনায় রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, বর্তমানে তাদের কিছু কাজে সমস্যা হচ্ছে, যেমন: ক্যালেন্ডার পরিচালনা এবং স্লাইড শো তৈরি করা।
এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে কিছু ডেটা সংগ্রহ বন্ধ করতে পারবেন। চ্যাটজিপিটির ‘ইম্প্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ সেটিংসটি বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডেটা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন এবং এক ক্লিকে সমস্ত ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআইয়ের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করবে। গত অক্টোবরে অ্যানথ্রপিক তাদের ‘কম্পিউটার ইউজ’ নামক একটি ফিচার চালু করে। এই এআই এজেন্টগুলোকে মানুষের মতো কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ করতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, এটি কম্পিউটার স্ক্রিনে যা কিছু রয়েছে তা বুঝতে পারে, বাটন নির্বাচন করতে পারে, টেক্সট টাইপ করতে পারে, ওয়েবসাইট নেভিগেট করতে পারে এবং যেকোনো সফটওয়্যার ও রিয়েল-টাইম ইন্টারনেট ব্রাউজিং মাধ্যমে কাজ সম্পাদন করতে পারে। এ ছাড়া সম্প্রতি অ্যানথ্রপিককে ১ বিলিয়ন ডলারেও বেশি নতুন বিনিয়োগে সম্মত হয়েছে গুগল।
অ্যানথ্রপিকের প্রধান বিজ্ঞানী জারেড কাপলান বলেন, টুলটি ‘প্রায় আমাদের মতোই কম্পিউটার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এটি এমন কাজ করতে সক্ষম, যা ‘দশ বা এমনকি শতাধিক পদক্ষেপের মধ্যে হতে পারে।’
ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল, আমাজন, মাইক্রোসফট ও মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে জেনেরেটিভ এআই বাজার। আগামী দশকের মধ্যে এই খাতের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র: সিএনবিসি
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৬ ঘণ্টা আগে