অনলাইন ডেস্ক
দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে ‘অপারেটর’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি চালু করেছে ‘চ্যাটিজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট। ভ্রমণ পরিকল্পনা, রেস্তোরাঁর রিজার্ভেশন, ফরম পূরণ এবং এমনকি বাজারসদাই অর্ডার দেওয়ার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এই শক্তিশালী প্রযুক্তি।
গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, অপারেটর একটি ‘এজেন্ট’, যা ইন্টারনেটে গিয়ে ব্যবহারকারীদের জন্য কাজ সম্পাদন করতে পারে। অপারেটরটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বাটন, মেনু এবং টেক্সট ফিল্ডগুলোর সঙ্গে নিজেই পরিচালিত করতে পারে।
অপারেটর ব্যবহারকারীদের ভ্রমণ, ডাইনিং, ইভেন্ট ইত্যাদি বিভাগে সাজেশন প্রম্পট দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী অপারেটরকে বলতে পারেন নিউইয়র্ক থেকে মাউই যাওয়ার একটি ভালো ফ্লাইট খুঁজে দিতে, যেখানে অনেক রাতে প্লেন অবতরণ করবে না। এই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে দেবে। এটি শুধু কাজটি সম্পন্ন করে দেবে। তবে চূড়ান্ত লেনদেন বা চেকআউট ব্যবহারকারীকেই করতে হবে।
অপারেটর আরও ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ফলোআপ প্রশ্নও করতে পারে, যেমন: লগইন তথ্য সংগ্রহ করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় স্ক্রিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে ‘অপারেটর’ শুধু যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এই লিংকে প্রবেশ করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। এটি পরবর্তীতে প্লাস, টিম এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। অপারেটরকে চ্যাটজিপিটির এর সঙ্গে ইন্টিগ্রেট করাও তাদের পরিকল্পনায় রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, বর্তমানে তাদের কিছু কাজে সমস্যা হচ্ছে, যেমন: ক্যালেন্ডার পরিচালনা এবং স্লাইড শো তৈরি করা।
এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে কিছু ডেটা সংগ্রহ বন্ধ করতে পারবেন। চ্যাটজিপিটির ‘ইম্প্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ সেটিংসটি বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডেটা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন এবং এক ক্লিকে সমস্ত ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআইয়ের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করবে। গত অক্টোবরে অ্যানথ্রপিক তাদের ‘কম্পিউটার ইউজ’ নামক একটি ফিচার চালু করে। এই এআই এজেন্টগুলোকে মানুষের মতো কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ করতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, এটি কম্পিউটার স্ক্রিনে যা কিছু রয়েছে তা বুঝতে পারে, বাটন নির্বাচন করতে পারে, টেক্সট টাইপ করতে পারে, ওয়েবসাইট নেভিগেট করতে পারে এবং যেকোনো সফটওয়্যার ও রিয়েল-টাইম ইন্টারনেট ব্রাউজিং মাধ্যমে কাজ সম্পাদন করতে পারে। এ ছাড়া সম্প্রতি অ্যানথ্রপিককে ১ বিলিয়ন ডলারেও বেশি নতুন বিনিয়োগে সম্মত হয়েছে গুগল।
অ্যানথ্রপিকের প্রধান বিজ্ঞানী জারেড কাপলান বলেন, টুলটি ‘প্রায় আমাদের মতোই কম্পিউটার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এটি এমন কাজ করতে সক্ষম, যা ‘দশ বা এমনকি শতাধিক পদক্ষেপের মধ্যে হতে পারে।’
ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল, আমাজন, মাইক্রোসফট ও মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে জেনেরেটিভ এআই বাজার। আগামী দশকের মধ্যে এই খাতের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র: সিএনবিসি
দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে ‘অপারেটর’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি চালু করেছে ‘চ্যাটিজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমান প্রতিনিধি বা এআই এজেন্ট। ভ্রমণ পরিকল্পনা, রেস্তোরাঁর রিজার্ভেশন, ফরম পূরণ এবং এমনকি বাজারসদাই অর্ডার দেওয়ার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এই শক্তিশালী প্রযুক্তি।
গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে ওপেনএআই জানায়, অপারেটর একটি ‘এজেন্ট’, যা ইন্টারনেটে গিয়ে ব্যবহারকারীদের জন্য কাজ সম্পাদন করতে পারে। অপারেটরটি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত বাটন, মেনু এবং টেক্সট ফিল্ডগুলোর সঙ্গে নিজেই পরিচালিত করতে পারে।
অপারেটর ব্যবহারকারীদের ভ্রমণ, ডাইনিং, ইভেন্ট ইত্যাদি বিভাগে সাজেশন প্রম্পট দেবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী অপারেটরকে বলতে পারেন নিউইয়র্ক থেকে মাউই যাওয়ার একটি ভালো ফ্লাইট খুঁজে দিতে, যেখানে অনেক রাতে প্লেন অবতরণ করবে না। এই নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করে দেবে। এটি শুধু কাজটি সম্পন্ন করে দেবে। তবে চূড়ান্ত লেনদেন বা চেকআউট ব্যবহারকারীকেই করতে হবে।
অপারেটর আরও ব্যক্তিগতভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ফলোআপ প্রশ্নও করতে পারে, যেমন: লগইন তথ্য সংগ্রহ করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় স্ক্রিনে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবেন।
কোম্পানিটি আরও জানায়, বর্তমানে ‘অপারেটর’ শুধু যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি প্রো সাবস্ক্রাইবাররা এই লিংকে প্রবেশ করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারবে। এটি পরবর্তীতে প্লাস, টিম এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ হবে। অপারেটরকে চ্যাটজিপিটির এর সঙ্গে ইন্টিগ্রেট করাও তাদের পরিকল্পনায় রয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, বর্তমানে তাদের কিছু কাজে সমস্যা হচ্ছে, যেমন: ক্যালেন্ডার পরিচালনা এবং স্লাইড শো তৈরি করা।
এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে কিছু ডেটা সংগ্রহ বন্ধ করতে পারবেন। চ্যাটজিপিটির ‘ইম্প্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান’ সেটিংসটি বন্ধ করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডেটা সংগ্রহ থেকে বিরত থাকতে পারবেন এবং এক ক্লিকে সমস্ত ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারবেন।
ওপেনএআইয়ের এই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী এআই কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করবে। গত অক্টোবরে অ্যানথ্রপিক তাদের ‘কম্পিউটার ইউজ’ নামক একটি ফিচার চালু করে। এই এআই এজেন্টগুলোকে মানুষের মতো কম্পিউটার ব্যবহার করে জটিল কাজ করতে পারে।
অ্যানথ্রপিক জানিয়েছে, এটি কম্পিউটার স্ক্রিনে যা কিছু রয়েছে তা বুঝতে পারে, বাটন নির্বাচন করতে পারে, টেক্সট টাইপ করতে পারে, ওয়েবসাইট নেভিগেট করতে পারে এবং যেকোনো সফটওয়্যার ও রিয়েল-টাইম ইন্টারনেট ব্রাউজিং মাধ্যমে কাজ সম্পাদন করতে পারে। এ ছাড়া সম্প্রতি অ্যানথ্রপিককে ১ বিলিয়ন ডলারেও বেশি নতুন বিনিয়োগে সম্মত হয়েছে গুগল।
অ্যানথ্রপিকের প্রধান বিজ্ঞানী জারেড কাপলান বলেন, টুলটি ‘প্রায় আমাদের মতোই কম্পিউটার ব্যবহার করতে পারে। তিনি আরও বলেন, এটি এমন কাজ করতে সক্ষম, যা ‘দশ বা এমনকি শতাধিক পদক্ষেপের মধ্যে হতে পারে।’
ওপেনএআই, অ্যানথ্রপিক, গুগল, আমাজন, মাইক্রোসফট ও মেটাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে জেনেরেটিভ এআই বাজার। আগামী দশকের মধ্যে এই খাতের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
তথ্যসূত্র: সিএনবিসি
রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
৬ মিনিট আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
৩ ঘণ্টা আগেভারতে নারী গেমারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও কম্পিউটার গেম ডেভেলপমেন্ট এবং নেতৃত্বের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও সীমিত। অল ইন্ডিয়া গেম ডেভেলপার্স ফোরাম (এআইজিডিএফ), কোরাল রিক্রুট এবং এম-লিগ যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গেমারদের মধ্যে ৪৪ শতাংশই নারী। তবে গেম ডেভেলপার হিসেবে তাদের...
৩ ঘণ্টা আগে