অ্যাপলের এয়ারপডস প্রো হেডফোনের জন্য প্রথমবারের মতো ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্রের সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে এয়ারপডসটি একটি শ্রবণযন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই সপ্তাহের শুরুতে অ্যাপল জানিয়েছিল, একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোম্পানিটির নতুন এয়ারপডস প্রো ২ একটি ব্যক্তিগত শ্রবণযন্ত্রে ‘পরিণত’ করা যাবে। এর ফলে ব্যবহারকারীর চারপাশের শব্দ বা বক্তৃতার বিশেষ কিছু শব্দ বা আওয়াজকে উচ্চ স্বরে উচ্চারণ করে শ্রবণযোগ্য করে তুলতে পারবে এয়ারপডসটি। এভাবে এয়ারপডসটি শ্রবণ সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করবে।
অ্যাপল বলছে, ‘নতুন শ্রবণ স্বাস্থ্য বিষয়ক ফিচারগুলো এই শরতে ১০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।’
স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সফটওয়্যারটি একবার ইনস্টল এবং ব্যবহারকারীর শ্রবণ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হলে এয়ারপডস প্রো-এর সংস্করণগুলো একটি ওটিসি শ্রবণযন্ত্র হিসেবে কাজ করবে। এটি স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের শব্দ শুনতে সাহায্য করবে।
এফডিএ–এর ডিভাইস এবং রেডিওলজিক্যাল হেলথ সেন্টারের অন্তর্বর্তী পরিচালক মিশেল টারভার বলেছেন, ‘শ্রবণহানি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা যা লাখেরও বেশি আমেরিকানকে প্রভাবিত করছে।’
যুক্তরাষ্ট্রের ৩ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক কানে কম শোনেন। এটি বয়স, উচ্চ শব্দের এক্সপোজারসহ অন্যান্য কারণে হতে পারে।
২০২২ সালে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ওভার-দ্য-কাউন্টার শ্রবণযন্ত্র বিক্রির অনুমোদন দেয়। স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যাযুক্ত প্রাপ্তবয়স্কদের মেডিকেল পরীক্ষা, প্রেসক্রিপশন বা অডিওলজিস্ট দেখানোর প্রয়োজন ছাড়াই সরাসরি দোকান বা অনলাইন বিক্রেতাদের থেকে শ্রবণযন্ত্র কেনার সুযোগ দেয় এই অনুমোদন।
অ্যাপলের শ্রবণযন্ত্রের ফিচারটি একটি সফটওয়্যার-ভিত্তিক মোবাইল মেডিকেল অ্যাপ্লিকেশন। এটি আইফোনের মতো আইওএস ডিভাইস ব্যবহার করে সেটআপ করা হয়। ব্যবহারকারীর শ্রবণ স্তরের তথ্য আইওএস হেলথ থেকে সংগ্রহ করে ফিচারটি কাস্টমাইজ করা যায়।
অ্যাপলের এয়ারপডস প্রো হেডফোনের জন্য প্রথমবারের মতো ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্রের সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে এয়ারপডসটি একটি শ্রবণযন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই সপ্তাহের শুরুতে অ্যাপল জানিয়েছিল, একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোম্পানিটির নতুন এয়ারপডস প্রো ২ একটি ব্যক্তিগত শ্রবণযন্ত্রে ‘পরিণত’ করা যাবে। এর ফলে ব্যবহারকারীর চারপাশের শব্দ বা বক্তৃতার বিশেষ কিছু শব্দ বা আওয়াজকে উচ্চ স্বরে উচ্চারণ করে শ্রবণযোগ্য করে তুলতে পারবে এয়ারপডসটি। এভাবে এয়ারপডসটি শ্রবণ সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করবে।
অ্যাপল বলছে, ‘নতুন শ্রবণ স্বাস্থ্য বিষয়ক ফিচারগুলো এই শরতে ১০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।’
স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সফটওয়্যারটি একবার ইনস্টল এবং ব্যবহারকারীর শ্রবণ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হলে এয়ারপডস প্রো-এর সংস্করণগুলো একটি ওটিসি শ্রবণযন্ত্র হিসেবে কাজ করবে। এটি স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের শব্দ শুনতে সাহায্য করবে।
এফডিএ–এর ডিভাইস এবং রেডিওলজিক্যাল হেলথ সেন্টারের অন্তর্বর্তী পরিচালক মিশেল টারভার বলেছেন, ‘শ্রবণহানি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা যা লাখেরও বেশি আমেরিকানকে প্রভাবিত করছে।’
যুক্তরাষ্ট্রের ৩ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক কানে কম শোনেন। এটি বয়স, উচ্চ শব্দের এক্সপোজারসহ অন্যান্য কারণে হতে পারে।
২০২২ সালে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ওভার-দ্য-কাউন্টার শ্রবণযন্ত্র বিক্রির অনুমোদন দেয়। স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যাযুক্ত প্রাপ্তবয়স্কদের মেডিকেল পরীক্ষা, প্রেসক্রিপশন বা অডিওলজিস্ট দেখানোর প্রয়োজন ছাড়াই সরাসরি দোকান বা অনলাইন বিক্রেতাদের থেকে শ্রবণযন্ত্র কেনার সুযোগ দেয় এই অনুমোদন।
অ্যাপলের শ্রবণযন্ত্রের ফিচারটি একটি সফটওয়্যার-ভিত্তিক মোবাইল মেডিকেল অ্যাপ্লিকেশন। এটি আইফোনের মতো আইওএস ডিভাইস ব্যবহার করে সেটআপ করা হয়। ব্যবহারকারীর শ্রবণ স্তরের তথ্য আইওএস হেলথ থেকে সংগ্রহ করে ফিচারটি কাস্টমাইজ করা যায়।
সোশ্যাল মিডিয়া জগতে নির্বিঘ্ন যোগাযোগ ও সংযোগের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে কিউআর কোড। আর জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে এই ফিচার গ্রহণ করেছে টিকটক। এই কিউআর কোডগুলো সরাসরি এবং সহজভাবে টিকটক প্রোফাইল ও কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়ার পথ করে দেয়।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ড
১৮ ঘণ্টা আগেমানুষ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভাষার ধাঁচ রপ্ত করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকেই বড় ভাষা মডেল (এলএলএম)-এর মতো কথা বলছে বলে দাবি করেন ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান। গত সোমবার এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এই কথা বলেন।
১৯ ঘণ্টা আগেনতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে অ্যাপল ৮টি পুরোনো ডিভাইস বিক্রি বন্ধের করবে। প্রতি বছরের মতো এবারও নতুন পণ্য আসার পর অ্যাপল তাদের স্টোর থেকে কিছু আইফোনে পুরোনো মডেল সরিয়ে নিচ্ছে। সেই সঙ্গে কয়েকটি অ্যাপল ওয়াচ ও এয়ারপডস মডেলের বিক্রিও বন্ধ করবে।
১৯ ঘণ্টা আগে