কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের নতুন সাউন্ডট্র্যাকে রূপান্তর করে তা শর্টসে ব্যবহার করা যাবে।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এখন নির্দিষ্ট কিছু নির্মাতা সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
গত বছর ‘ইউটিউবস ড্রিম ট্র্যাক’ টুল চালু করে গুগল। এতে টেক্সেটের মাধ্যমে নির্দেশনা বা প্রম্পট দিলে আগের থেকে রেকর্ডকৃত ভয়েসের ওপর নির্ভর করে গান কম্পোজ করে দেয়। ড্রিম ট্র্যাকের এই পরীক্ষামূলক কার্যক্রমের জন্য চার্লি পুথ, চার্লি এক্সসিএক্স, ডেমি লোভাটো এবং জন লিজেন্ডের মতো কিছু শিল্পী তাঁদের গান ব্যবহারের জন্য সম্মতি দিয়েছেন।
ইউটিউব বলছে, পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণকারীরা প্রথমে একটি উপযুক্ত গান বেছে নেবেন। তারপর নির্দেশনা বা প্রম্পট দিয়ে জানাবেন কীভাবে নতুনভাবে গানটি সাজাতে চান। এরপর এআই প্রযুক্তি সেই অনুযায়ী গানটি ৩০ সেকেন্ডে দৈর্ঘ্যের সাউন্ডট্র্যাকে পুনর্গঠন করবে। পরবর্তীতে সেট শটর্স ব্যবহার করা যাবে। নতুন সাউন্ডট্র্যাকে মূল গানের নাম এবং এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সংগীতশিল্পীদের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ ছাড়া গানটি এআই দিয়ে রিমিক্স করা হয়েছে সেটিও স্পষ্টভাবে লেখা থাকবে।
তবে এই পরীক্ষায় কোন কোন গান ব্যবহার করা হবে বা ইউটিউব কোনো মিউজিক লেবেলগুলোর সঙ্গে কাজ করছে, তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।
গত জুন মাসে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইউটিউব বড় মিউজিক লেবেলগুলোর গান এআই মডেলের প্রশিক্ষণের জন্য ব্যবহার করার প্রস্তাব দিয়েছে।
অন্যান্য ড্রিম ট্র্যাক ফিচারগুলোর মতো নতুন ‘রিমিক্স’ টুলটিও গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লাইরার এর ওপর ভিত্তি করে কাজ করবে। ব্যবহারকারীর ‘টেক্সট প্রম্পট’ অনুযায়ী সংগীত তৈরি করার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি নতুন ছবি বা ভিডিও তৈরির এর মতোই কাজ করবে। তবে এখানে আউটপুট ‘অডিও’ আকারে হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ডিজিটাল ট্রেন্ডস
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব। ফিচারটি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত গানকে পছন্দমতো রিমিক্স করা যাবে। গান নির্বাচনের পর এর মুড বা জনরাও পরিবর্তন করা যাবে। এরপর ইউটিউবের ‘ড্রিম ট্র্যাক এআই’ টুল ব্যবহার করে এই রিমিক্সকে ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের নতুন সাউন্ডট্র্যাকে রূপান্তর করে তা শর্টসে ব্যবহার করা যাবে।
তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এখন নির্দিষ্ট কিছু নির্মাতা সুবিধাটি ব্যবহার করতে পারছেন।
গত বছর ‘ইউটিউবস ড্রিম ট্র্যাক’ টুল চালু করে গুগল। এতে টেক্সেটের মাধ্যমে নির্দেশনা বা প্রম্পট দিলে আগের থেকে রেকর্ডকৃত ভয়েসের ওপর নির্ভর করে গান কম্পোজ করে দেয়। ড্রিম ট্র্যাকের এই পরীক্ষামূলক কার্যক্রমের জন্য চার্লি পুথ, চার্লি এক্সসিএক্স, ডেমি লোভাটো এবং জন লিজেন্ডের মতো কিছু শিল্পী তাঁদের গান ব্যবহারের জন্য সম্মতি দিয়েছেন।
ইউটিউব বলছে, পরীক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণকারীরা প্রথমে একটি উপযুক্ত গান বেছে নেবেন। তারপর নির্দেশনা বা প্রম্পট দিয়ে জানাবেন কীভাবে নতুনভাবে গানটি সাজাতে চান। এরপর এআই প্রযুক্তি সেই অনুযায়ী গানটি ৩০ সেকেন্ডে দৈর্ঘ্যের সাউন্ডট্র্যাকে পুনর্গঠন করবে। পরবর্তীতে সেট শটর্স ব্যবহার করা যাবে। নতুন সাউন্ডট্র্যাকে মূল গানের নাম এবং এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সংগীতশিল্পীদের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ ছাড়া গানটি এআই দিয়ে রিমিক্স করা হয়েছে সেটিও স্পষ্টভাবে লেখা থাকবে।
তবে এই পরীক্ষায় কোন কোন গান ব্যবহার করা হবে বা ইউটিউব কোনো মিউজিক লেবেলগুলোর সঙ্গে কাজ করছে, তা এখনো নিশ্চিতভাবে জানানো হয়নি।
গত জুন মাসে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইউটিউব বড় মিউজিক লেবেলগুলোর গান এআই মডেলের প্রশিক্ষণের জন্য ব্যবহার করার প্রস্তাব দিয়েছে।
অন্যান্য ড্রিম ট্র্যাক ফিচারগুলোর মতো নতুন ‘রিমিক্স’ টুলটিও গুগলের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লাইরার এর ওপর ভিত্তি করে কাজ করবে। ব্যবহারকারীর ‘টেক্সট প্রম্পট’ অনুযায়ী সংগীত তৈরি করার জন্য একে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি নতুন ছবি বা ভিডিও তৈরির এর মতোই কাজ করবে। তবে এখানে আউটপুট ‘অডিও’ আকারে হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও ডিজিটাল ট্রেন্ডস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে