আগামী সোমবার থেকে চীনের গ্রাহকদের জন্য উন্নত চিপের চালান বন্ধ করতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং–কে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চিপগুলো প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।
টিএসএমসি–কে একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এই চিপে চীনের জন্য তৈরি কিছু উন্নত চিপের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই চিপগুলো ৭ ন্যানোমিটার বা তার চেয়েও উন্নত ডিজাইনের, যা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকসেলারেটর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (‘জিপিইউ) –এ ব্যবহার করা হয়।
কয়েক সপ্তাহে আগে টিএসএমসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল যে, তাদের চিপ হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া গেছে। গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস ওই পণ্যটি ভেঙে দেখেছিল, যার মাধ্যমে টিএসএমসি চিপ এবং রপ্তানি নিয়ন্ত্রণের লঙ্ঘনের প্রমাণ উঠে এসেছে
মার্কিন সীমাবদ্ধ বাণিজ্য তালিকায় রয়েছে হুয়াওয়ে। এটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী কোম্পানির কাছে যেকোনো পণ্য বা প্রযুক্তি পাঠাতে লাইসেন্স নিতে বাধ্য করে। যে কোনো লাইসেন্স যা হুয়াওয়ের এআই প্রচেষ্টাকে সহায়তা করতে পারে, তা অগ্রাহ্য করা হবে।
সূত্রগুলো গত মাসে রয়টার্সকে জানিয়েছিল, টিএসএমসি চীনে ভিত্তিক চিপ ডিজাইনার ‘সোফগো’–কে চিপ সরবরাহ স্থগিত করেছে। কারণ ওই চিপটি হুয়াওয়ে এআই প্রসেসরে পাওয়া চিপটির সঙ্গে মিলে গেছে।
তবে চিপটি কীভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০ বি’ প্রসেসরে যুক্ত করা হল তা নিশ্চিত করা যায়নি। এটি ২০২২ সালে উন্মোচন হয়েছিল এবং এটি চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
সর্বশেষ এই নিষেধাজ্ঞা অনেক বেশি কোম্পানিকে প্রভাবিত করবে। অন্য কোনো কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরের জন্য চিপ সরবরাহে পাঠাচ্ছে কিনা তা মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়নেরও সুযোগ দেবে।
চিঠির পাওয়ার পর টিএসএমসি প্রভাবিত গ্রাহকের জানিয়ে দিয়েছে যে, তারা সোমবার থেকে চিপের চালান স্থগিত করছে।
বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও টিএসএমসি–এর মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকার করেছেন।
তবে টিএসএমসি বলেছে, কোম্পানিটি ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’, যা সমস্ত নিয়ম ও বিধি ও রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যখন মার্কিন সরকার কোন একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা নতুন নিয়ম আরোপ করতে চায়, তখন সাধারণত একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া অনুসরণ করে। তবে ‘ইজ ইনফর্মড’ চিঠি ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যায়। এই চিঠির মাধ্যমে সরকার সরাসরি কোম্পানিকে জানিয়ে দেয় যে, তারা নতুন লাইসেন্স নিয়ম বা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে নতুন নিয়মটি দ্রুত কার্যকর হয় এবং কোম্পানিকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়।
আগামী সোমবার থেকে চীনের গ্রাহকদের জন্য উন্নত চিপের চালান বন্ধ করতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং–কে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চিপগুলো প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।
টিএসএমসি–কে একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এই চিপে চীনের জন্য তৈরি কিছু উন্নত চিপের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই চিপগুলো ৭ ন্যানোমিটার বা তার চেয়েও উন্নত ডিজাইনের, যা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাকসেলারেটর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (‘জিপিইউ) –এ ব্যবহার করা হয়।
কয়েক সপ্তাহে আগে টিএসএমসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল যে, তাদের চিপ হুয়াওয়ের এআই প্রসেসরে পাওয়া গেছে। গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস ওই পণ্যটি ভেঙে দেখেছিল, যার মাধ্যমে টিএসএমসি চিপ এবং রপ্তানি নিয়ন্ত্রণের লঙ্ঘনের প্রমাণ উঠে এসেছে
মার্কিন সীমাবদ্ধ বাণিজ্য তালিকায় রয়েছে হুয়াওয়ে। এটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী কোম্পানির কাছে যেকোনো পণ্য বা প্রযুক্তি পাঠাতে লাইসেন্স নিতে বাধ্য করে। যে কোনো লাইসেন্স যা হুয়াওয়ের এআই প্রচেষ্টাকে সহায়তা করতে পারে, তা অগ্রাহ্য করা হবে।
সূত্রগুলো গত মাসে রয়টার্সকে জানিয়েছিল, টিএসএমসি চীনে ভিত্তিক চিপ ডিজাইনার ‘সোফগো’–কে চিপ সরবরাহ স্থগিত করেছে। কারণ ওই চিপটি হুয়াওয়ে এআই প্রসেসরে পাওয়া চিপটির সঙ্গে মিলে গেছে।
তবে চিপটি কীভাবে হুয়াওয়ের ‘অ্যাসেন্ড ৯১০ বি’ প্রসেসরে যুক্ত করা হল তা নিশ্চিত করা যায়নি। এটি ২০২২ সালে উন্মোচন হয়েছিল এবং এটি চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
সর্বশেষ এই নিষেধাজ্ঞা অনেক বেশি কোম্পানিকে প্রভাবিত করবে। অন্য কোনো কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরের জন্য চিপ সরবরাহে পাঠাচ্ছে কিনা তা মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়নেরও সুযোগ দেবে।
চিঠির পাওয়ার পর টিএসএমসি প্রভাবিত গ্রাহকের জানিয়ে দিয়েছে যে, তারা সোমবার থেকে চিপের চালান স্থগিত করছে।
বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও টিএসএমসি–এর মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকার করেছেন।
তবে টিএসএমসি বলেছে, কোম্পানিটি ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল’, যা সমস্ত নিয়ম ও বিধি ও রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যখন মার্কিন সরকার কোন একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা নতুন নিয়ম আরোপ করতে চায়, তখন সাধারণত একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া অনুসরণ করে। তবে ‘ইজ ইনফর্মড’ চিঠি ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যায়। এই চিঠির মাধ্যমে সরকার সরাসরি কোম্পানিকে জানিয়ে দেয় যে, তারা নতুন লাইসেন্স নিয়ম বা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ফলে নতুন নিয়মটি দ্রুত কার্যকর হয় এবং কোম্পানিকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৫ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৫ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৬ ঘণ্টা আগে