অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে