হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ফিচার কল লিংক শেয়ার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলকে দীর্ঘমেয়াদি লিংকে পরিণত করা যায়। অ্যাকাউন্ট থাকলেই যে কেউ এ লিংকে ঢুকে কলে অংশ নিতে পারবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কল লিংক তৈরির সময় প্রতিবার আলাদা ও সুরক্ষিত লিংক তৈরি হয়। কল লিংকগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে।
অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি
অ্যান্ড্রয়েড ও আইওএসের ডিভাইস থেকে কল লিংক তৈরি করা যাবে। এই লিংক তৈরির জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য একই ধাপ অনুসরণ করতে হবে।
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. কল ট্যাব নির্বাচন করুন
৩. কল ট্যাবে ক্রিয়েট কল লিংক ট্যাপ করুন
৪. ‘কল লিংক টাইপ’ ট্যাপ করে ভয়েস বা ভিডিও কলের মধ্যে সুইচ করুন
৫ রেডিও মেনু থেকে ভিডিও বা ভয়েস কল নির্বাচন করুন
এই লিংক তিন উপায়ে শেয়ার করা যাবে–
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার: হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা।
কপি লিংক: অন্যান্য প্ল্যাটফর্ম বা ইমেইলে শেয়ারের জন্য আদর্শ উপায়।
শেয়ার লিংক: ফোনের শেয়ার উইন্ডোর মাধ্যমে অন্যান্য অ্যাপে লিংক শেয়ার।
কম্পিউটারের মাধ্যমে কল শেয়ার লিংক তৈরি-
হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে কল কল শেয়ার লিংক তৈরি করা যাবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ ইনস্টল থাকতে হবে।
১. ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ খুলুন
২. বাম পাশের সাইডবারের টেলিফোন আইকোনে ক্লিক করুন
৩. কল উইন্ডোর ওপরে ‘ক্রিয়েট কল লিংকে’ ট্যাপ করুন।
৪. কল টাইপ মেনু থেকে ভিডিও বা ভয়েস কল সিলেক্ট করতে হবে।
৫. লিংকটি কপি করুন বা কল টাইপ সেকশনের নিচে যে কোন শেয়ার অপশন নির্বাচন করুন।
হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ শুধুমাত্র উইন্ডোজ ১০ বা এর পরের ভার্সন এবং ম্যাকওএস ১০ দশমিক ১১ বা এর পরের ভার্সনে ইনস্টল করা যাবে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৪ মিনিট আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
২৮ মিনিট আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৩ ঘণ্টা আগে