বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া ফেলেছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে সুবিধাটি খুব সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কীভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যায়। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যায়। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পান।
চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবেন না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুসারে কীভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো:
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন–এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. যেকোন নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।
ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।
এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরো এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।
বাংলাদেশসহ ১৫০টি দেশে কিছুদিন আগেই চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ চ্যানেল নামে নতুন ফিচার সাড়া ফেলেছে। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকলে সুবিধাটি খুব সহজেই ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী
হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার আগে ফিচারটি কীভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক। হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রাইভেট নিউজলেটারের মতো কাজ করে। এর মাধ্যমে সরাসরি আপডেট শেয়ার করা যায়। আবার সার্চ করে নিজের পছন্দ অনুযায়ী যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়া যায়। এর ফলে সাবস্ক্রাইবাররা চ্যানেলের শেয়ার করা সব আপডেট সরাসরি পান।
চ্যানেল ক্রিয়েটর ও ব্যবহারকারীর নিরাপত্তাও দেবে এই ফিচার। কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারের তালিকা আরেক সাবস্ক্রাইবার দেখতে পারবেন না। সেই সঙ্গে অন্য সাবক্রাইবার ও চ্যানেল পরিচালকদের কাছে সাবস্ক্রাইবারের ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।
অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের সর্বশেষ ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদন অনুসারে কীভাবে ফিচারটি ব্যবহার করবেন তা তুলে ধরা হলো:
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. প্লাস (+) আইকোন–এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।
আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন
২. আপডেট ট্যাবে যান
৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন
৪. ‘গেট স্টার্টেড’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৫. যেকোন নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।
৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।
ওয়েব বা ডেস্কটপে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল
১. হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন ও চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেল সেকশন যান।
২. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ক্লিক করুন
৩. ‘কনটিনিউ’ বাটনে ক্লিক করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।
৪. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করতে পারবেন।
৫. চ্যানেলের আইকন ও ডেসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।
চ্যানেলের লিংক শেয়ার যেভাবে
নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন
২. চ্যানেলের নাম সিলেক্ট করুন
৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।
এই ফিচার এখনো নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরো এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে