Ajker Patrika

চ্যাটজিপিটি থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নেওয়া ঝুঁকিপূর্ণ বললেন চিকিৎসকেরা  

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৪: ২২
চ্যাটজিপিটি থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নেওয়া ঝুঁকিপূর্ণ বললেন চিকিৎসকেরা  

যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি এআই চ্যাটবট চ্যাটজিপিটির দেওয়া স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নির্ভুল নয়। তাই স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ক্ষেত্রে চ্যাটজিপিটির ওপর নির্ভরশীল হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের একদল চিকিৎসক ও গবেষক। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির একদল চিকিৎসক ও গবেষক চ্যাটজিপিটির কাছে স্তন ক্যানসার রোগ সম্পর্কে জানতে মোট ২৫টি প্রশ্ন করেন। চ্যাটবটটি ৮৮ শতাংশ প্রশ্নের সঠিক উত্তর দিলেও বিস্তারিতভাবে কিছুই বলতে পারেনি। এ ছাড়া, পুরোনো তথ্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিয়েছে।

এ ছাড়া, একই প্রশ্নের একাধিক উত্তর দিয়েছে চ্যাটজিপিটি। অর্থাৎ, একই প্রশ্ন একাধিকবার করা হলে প্রতিবার ভিন্ন উত্তর দিচ্ছে এটি। চ্যাটজিপিটির কার্যকারিতা যাচাই করতে একই প্রশ্ন তিনবার করেন গবেষকেরা। এরপর চ্যাটজিপিটির দেওয়া উত্তরগুলো দক্ষ তিনজন রেডিওলজিস্ট বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, উত্তরের ৮৮ ভাগ সঠিক এবং খুব সহজে সেগুলো বোঝা যায়। তবে কিছু উত্তর সঠিক ছিল না। এমনকি কাল্পনিক উত্তরও দিয়েছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটের দেওয়া উত্তর রোগীকে বিভ্রান্ত করতে পারে বলেও জানান তাঁরা।

গবেষক দলের সদস্য ডা. পল ই বলেন, ‘স্তন ক্যানসারের লক্ষণ, কারা ঝুঁকিতে রয়েছেন, চিকিৎসা খরচ, বয়স ও মেমোগ্রামের  তথ্য সঠিকভাবে দিয়েছে চ্যাটজিপিটি। তবে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে চ্যাটজিপিটি বেশ কিছু ভুয়া জার্নাল বা হেলথ কনসোর্টিয়ামের নিবন্ধের সূত্র উল্লেখ করে ভুল উত্তর দিয়েছে। তাই স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পেতে চ্যাটজিপিটির বদলে চিকিৎসকদের ওপরই নির্ভর করা উচিত মানুষের।’

এদিকে, চ্যাটজিপিটি অসত্য তথ্য দেওয়ায় এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার এক মেয়র। তাঁর আইনজীবীরা গত ২১ মার্চ এক চিঠিতে চ্যাটজিপিটির দেওয়া অসত্য তথ্য সংশোধনের জন্য ওপেনএআইকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় মানহানির মামলা করা হবে বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রায়ান হুড গত নভেম্বরে মেলবোর্ন থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে হেপবার্ন শায়ার শহরের মেয়র নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন ২০০০-এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের একটি সহায়ক সংস্থার সঙ্গে যুক্ত একটি ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তাঁকে দোষী হিসেবে বলছে চ্যাটজিপিটি।

হুড রিজার্ভ ব্যাংকের সহায়ক সংস্থা ‘নোট প্রিন্টিং অস্ট্রেলিয়া’র জন্য কাজ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজেই মুদ্রার মুদ্রণ চুক্তি জেতার জন্য বিদেশি কর্মকর্তাদের ঘুষ প্রদানের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। হুডের আইনজীবীরা বলেছেন, তাঁর বিরুদ্ধে কখনো অপরাধের অভিযোগ আনা হয়নি।

হুড জানান, ‘তিনি ঘুষ নেওয়ায় কারাবরণ করেছেন— চ্যাটজিপিটি তাঁর সম্পর্কে এমন তথ্য সংশোধন না করলে তিনি মানহানি মামলার দিকে এগোবেন।’

ওপেনএআই এখনো এ ব্যাপারে কিছু জানায়নি। ব্রায়ান হুডের ল ফার্ম গর্ডন লিগ্যালের এক অংশীদার জেমস নটন বলেন, ‘অস্ট্রেলিয়ায় মানহানির মামলায় সাধারণত ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি ক্ষতিপূরণ দিতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত