অনলাইন ডেস্ক
পোষা প্রাণীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবতার তৈরি করার নতুন একটি ফিচার নিয়ে এল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর একটি কার্টুনের মতো অবতার তৈরি করতে পারবে। তবে শুধু স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে হবে ও এরপর এআই পোষাপ্রাণীটির কয়েকটি অবতার তৈরি করে দেবে। এর মধ্য থেকে ব্যবহারকারীরা পছন্দমতো অবতার বেছে নিতে পারবে। তবে বিটইমোজির মতো বেশি কাস্টমাইজেশনের সুযোগ আপাতত পাওয়া যাবে না।
২০২২ সালে স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়। এই প্ল্যানের আওতাভুক্ত ব্যবহারকারীদের বিশেষ এআই ভিত্তিক ফিচার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। যেমন: মাইএআই অ্যাসিস্টেন্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার ও এআই দিয়ে তৈরি স্ন্যাপস।
এআই টুলোগুলো সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনের প্ল্যানের মাধ্যমেও কোম্পানিটি ভালো আয় করছে।
এছাড়া সব ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে একটি টেমপ্লেট এডিটিং ফিচার। এর মাধ্যমে ক্লিপ এডিট আরও সহজ হবে বলে দাবি করছে কোম্পানিটি। এছাড়াও স্ন্যাপ এডিটে ও পাঠানোর জন্য নতুন সোয়াইপ গেসচার নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিন মিনিট
দৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি দিয়ে ধারণ করা যাবে ওপাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টোরি পোস্টের ক্ষেত্রে আরও সৃজনশীলতা দেখাতে পারবে।
তথ্যসূত্র:গিজমোচিনা
পোষা প্রাণীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবতার তৈরি করার নতুন একটি ফিচার নিয়ে এল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর একটি কার্টুনের মতো অবতার তৈরি করতে পারবে। তবে শুধু স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে হবে ও এরপর এআই পোষাপ্রাণীটির কয়েকটি অবতার তৈরি করে দেবে। এর মধ্য থেকে ব্যবহারকারীরা পছন্দমতো অবতার বেছে নিতে পারবে। তবে বিটইমোজির মতো বেশি কাস্টমাইজেশনের সুযোগ আপাতত পাওয়া যাবে না।
২০২২ সালে স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়। এই প্ল্যানের আওতাভুক্ত ব্যবহারকারীদের বিশেষ এআই ভিত্তিক ফিচার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। যেমন: মাইএআই অ্যাসিস্টেন্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার ও এআই দিয়ে তৈরি স্ন্যাপস।
এআই টুলোগুলো সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনের প্ল্যানের মাধ্যমেও কোম্পানিটি ভালো আয় করছে।
এছাড়া সব ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে একটি টেমপ্লেট এডিটিং ফিচার। এর মাধ্যমে ক্লিপ এডিট আরও সহজ হবে বলে দাবি করছে কোম্পানিটি। এছাড়াও স্ন্যাপ এডিটে ও পাঠানোর জন্য নতুন সোয়াইপ গেসচার নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিন মিনিট
দৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি দিয়ে ধারণ করা যাবে ওপাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টোরি পোস্টের ক্ষেত্রে আরও সৃজনশীলতা দেখাতে পারবে।
তথ্যসূত্র:গিজমোচিনা
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
১ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৯ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে