ফিচার ডেস্ক
এক বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এ সময় ছিনতাই বা ডাকাতির আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি অনলাইন প্রতারণার আশঙ্কাও। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং মোবাইল ফোন—এই তিন মাধ্যমেই প্রতারিত হতে পারেন। অনলাইন প্রতারণার কয়েকটি জনপ্রিয় ধরন সম্পর্কে জেনে নিন।
ভুয়া বন্ধুর অনুরোধ
আমাদের দেশের সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক আছে প্রথম সারিতে। এই জনপ্রিয় মাধ্যমটিতে প্রতারিত হওয়ার আশঙ্কা তাই সবচেয়ে বেশি। এখানে যে কেউ যে কাউকে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারে। অপরিচিতদের বিষয়ে খোঁজখবর করে তারপর বন্ধু করুন।
অনলাইন কুইজ প্রতারণা
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন না। আপনাকে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন পুরস্কারের লোভ দেখাবে। হুট করে বিখ্যাত কোনো ব্র্যান্ডের প্রমোশনেও অংশ নেবেন না। নিতে হলে সেই ব্র্যান্ডের নামের বানান তাদের মূল ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নিন। কিংবা তাদের অফিশিয়াল পেজ থেকে তথ্য যাচাই করে নিন। সেখানেই দেখে নিন তাদের প্রমোশনাল ক্যাম্পেইন চলছে কি না। ভুয়া ব্র্যান্ড বিভিন্নভাবে আপনার তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো কাজে লাগাবে আপনার অজান্তেই।
পরীক্ষা করুন আপনার ব্যক্তিত্ব কেমন কিংবা মৃত্যুর পর আপনি কী হবেন? অথবা আপনার আইকিউ যাচাই করে নিন। এগুলো আপনাকে মজা দেবে। কিন্তু সে মজা না নেওয়াই ভালো। কারণ, এগুলো একধরনের অনলাইন প্রতারণা।
ফিশিং স্ক্যাম
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড বা অন্য কোনো তথ্য, বিকাশ, রকেট কিংবা নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নেওয়া হয়। এগুলো নেওয়ার জন্য আপনার কাছে জরুরি ই-মেইল কিংবা মেসেজ অথবা মোবাইল ফোনে কল আসতে পারে। কল ধরা যাবে না, কোনো মেসেজ বা ই-মেইলের উত্তর দেওয়া যাবে না। ব্যাংক বা কোনো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পাসওয়ার্ড চায় না। কেউ তা চাইলে বুঝতে হবে, এটি কোনো প্রতারকের কাজ।
অগ্রিম ফি জালিয়াতি
বেশি সুযোগ দেওয়ার কথা বলে কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে অগ্রিম অর্থ চাইতে পারে। আবার আপনার কোনো ভালো কাজের জন্য আপনাকে সম্মাননা দেওয়ার কথা বলেও টাকা চাইতে পারে। সে ক্ষেত্রে তারা বরেণ্য ব্যক্তিদের নাম ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু একবার টাকা দিলে সেটা আর ফেরত পাবেন না। আর যেসব প্রতিষ্ঠান সত্যি পুরস্কার দেয়, তারা সে জন্য কারও কাছ থেকে টাকা নেয় না।
নাইজেরিয়ার রাজপুত্র কেলেঙ্কারি
ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আপনি হয়তো এরই মধ্যে দেখেছেন, নাইজেরিয়ার কোনো রাজপুত্র আপনার কাজে খুশি হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর ডলার পাঠাতে চায়। সে জন্য তাদের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাতে হবে। ভুলেও সেসব জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না। এগুলো প্রতারণা। সতর্ক থাকুন।
বিনিয়োগ কেলেঙ্কারি
কম ঝুঁকিসহ উচ্চ মুনাফার গ্যারান্টি দিয়ে আপনার কাছে ই-মেইল বা মেসেজ অথবা ফোনকল আসতে পারে। এমন হলে বুঝবেন, প্রতারকের খপ্পরে পড়েছেন। ভুলেও সেগুলোতে অর্থ লগ্নি করবেন না।
লটারি কেলেঙ্কারি
লটারি জিতেছেন! সে জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠানোর মেসেজ, কল এবং ই-মেইল আসতে পারে। এগুলো দেখলেই বুঝবেন, আপনি প্রতারকের নজরে আছেন। তাই তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না।
চাকরি কেলেঙ্কারি
আপনি একটি স্টার্টআপে বেশ ভালো বেতনে চাকরি পেয়েছেন। কিন্তু তার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এ রকম মেইল, কল বা মেসেজ পেলে বুঝবেন, আপনি প্রতারণার মুখোমুখি হয়েছেন। এদের এড়িয়ে চলুন। নইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
অনলাইনের ভালো দিক যেমন আছে, তেমনি আছে অন্ধকার দিকও। সে বিষয়ে সতর্ক থাকুন। কোথাও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভেবে দেখুন। না হলে প্রতারণার শিকার হতে পারেন।
এক বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। এ সময় ছিনতাই বা ডাকাতির আশঙ্কা যেমন বেড়েছে, তেমনি অনলাইন প্রতারণার আশঙ্কাও। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল এবং মোবাইল ফোন—এই তিন মাধ্যমেই প্রতারিত হতে পারেন। অনলাইন প্রতারণার কয়েকটি জনপ্রিয় ধরন সম্পর্কে জেনে নিন।
ভুয়া বন্ধুর অনুরোধ
আমাদের দেশের সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক আছে প্রথম সারিতে। এই জনপ্রিয় মাধ্যমটিতে প্রতারিত হওয়ার আশঙ্কা তাই সবচেয়ে বেশি। এখানে যে কেউ যে কাউকে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারে। অপরিচিতদের বিষয়ে খোঁজখবর করে তারপর বন্ধু করুন।
অনলাইন কুইজ প্রতারণা
সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে কোনো প্রতিযোগিতায় অংশ নেবেন না। আপনাকে আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন পুরস্কারের লোভ দেখাবে। হুট করে বিখ্যাত কোনো ব্র্যান্ডের প্রমোশনেও অংশ নেবেন না। নিতে হলে সেই ব্র্যান্ডের নামের বানান তাদের মূল ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নিন। কিংবা তাদের অফিশিয়াল পেজ থেকে তথ্য যাচাই করে নিন। সেখানেই দেখে নিন তাদের প্রমোশনাল ক্যাম্পেইন চলছে কি না। ভুয়া ব্র্যান্ড বিভিন্নভাবে আপনার তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো কাজে লাগাবে আপনার অজান্তেই।
পরীক্ষা করুন আপনার ব্যক্তিত্ব কেমন কিংবা মৃত্যুর পর আপনি কী হবেন? অথবা আপনার আইকিউ যাচাই করে নিন। এগুলো আপনাকে মজা দেবে। কিন্তু সে মজা না নেওয়াই ভালো। কারণ, এগুলো একধরনের অনলাইন প্রতারণা।
ফিশিং স্ক্যাম
ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড বা অন্য কোনো তথ্য, বিকাশ, রকেট কিংবা নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নেওয়া হয়। এগুলো নেওয়ার জন্য আপনার কাছে জরুরি ই-মেইল কিংবা মেসেজ অথবা মোবাইল ফোনে কল আসতে পারে। কল ধরা যাবে না, কোনো মেসেজ বা ই-মেইলের উত্তর দেওয়া যাবে না। ব্যাংক বা কোনো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পাসওয়ার্ড চায় না। কেউ তা চাইলে বুঝতে হবে, এটি কোনো প্রতারকের কাজ।
অগ্রিম ফি জালিয়াতি
বেশি সুযোগ দেওয়ার কথা বলে কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে অগ্রিম অর্থ চাইতে পারে। আবার আপনার কোনো ভালো কাজের জন্য আপনাকে সম্মাননা দেওয়ার কথা বলেও টাকা চাইতে পারে। সে ক্ষেত্রে তারা বরেণ্য ব্যক্তিদের নাম ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু একবার টাকা দিলে সেটা আর ফেরত পাবেন না। আর যেসব প্রতিষ্ঠান সত্যি পুরস্কার দেয়, তারা সে জন্য কারও কাছ থেকে টাকা নেয় না।
নাইজেরিয়ার রাজপুত্র কেলেঙ্কারি
ই-মেইল বা হোয়াটসঅ্যাপে আপনি হয়তো এরই মধ্যে দেখেছেন, নাইজেরিয়ার কোনো রাজপুত্র আপনার কাজে খুশি হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর ডলার পাঠাতে চায়। সে জন্য তাদের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাতে হবে। ভুলেও সেসব জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না। এগুলো প্রতারণা। সতর্ক থাকুন।
বিনিয়োগ কেলেঙ্কারি
কম ঝুঁকিসহ উচ্চ মুনাফার গ্যারান্টি দিয়ে আপনার কাছে ই-মেইল বা মেসেজ অথবা ফোনকল আসতে পারে। এমন হলে বুঝবেন, প্রতারকের খপ্পরে পড়েছেন। ভুলেও সেগুলোতে অর্থ লগ্নি করবেন না।
লটারি কেলেঙ্কারি
লটারি জিতেছেন! সে জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠানোর মেসেজ, কল এবং ই-মেইল আসতে পারে। এগুলো দেখলেই বুঝবেন, আপনি প্রতারকের নজরে আছেন। তাই তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইল পাঠাবেন না।
চাকরি কেলেঙ্কারি
আপনি একটি স্টার্টআপে বেশ ভালো বেতনে চাকরি পেয়েছেন। কিন্তু তার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এ রকম মেইল, কল বা মেসেজ পেলে বুঝবেন, আপনি প্রতারণার মুখোমুখি হয়েছেন। এদের এড়িয়ে চলুন। নইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।
অনলাইনের ভালো দিক যেমন আছে, তেমনি আছে অন্ধকার দিকও। সে বিষয়ে সতর্ক থাকুন। কোথাও নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ভেবে দেখুন। না হলে প্রতারণার শিকার হতে পারেন।
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
১ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৯ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২০ ঘণ্টা আগে