প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে। আইফোন ১৫ সিরিজ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে। আর এদিকে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক প্রতিষ্ঠান ফক্সকন। বোনাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফক্সকন জানিয়েছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানায় নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তিন হাজার ইউয়ান বা ৪২৪ ডলার পর্যন্ত বোনাস পাবেন।
এ ছাড়া, যেসব কর্মী নিজেদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সফলভাবে নিয়োগ করাতে পারবেন, তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন। নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান বা ৭০ ডলার বোনাস পাবেন। তবে, এর জন্য নিয়োগকৃত ব্যক্তিকে এক মাস কাজের শর্ত পালন করতে হবে।
চীনে ‘আইফোন সিটি’ নামে পরিচিত এই বিশাল কারখানার কর্মীদের সুবিধা বাড়াতে ফক্সকনের সর্বশেষ পদক্ষেপ এটি।
এদিকে, আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
অ্যাপলের নতুন মডেল উন্মোচনের সময় এগিয়ে আসছে। আইফোন ১৫ সিরিজ উন্মোচিত হতে পারে সেপ্টেম্বরে। আর এদিকে চীনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় আরও কর্মী নিয়োগের উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে অ্যাপলের সরবরাহক প্রতিষ্ঠান ফক্সকন। বোনাসের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফক্সকন জানিয়েছে, চীনের ঝেংঝউ শহরে অবস্থিত কারখানায় নতুন কর্মীরা অন্তত ৯০ দিন চাকরি করলে তিন হাজার ইউয়ান বা ৪২৪ ডলার পর্যন্ত বোনাস পাবেন।
এ ছাড়া, যেসব কর্মী নিজেদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সফলভাবে নিয়োগ করাতে পারবেন, তারাও এই আর্থিক বোনাসের জন্য বিবেচিত হবেন। নতুন নিয়োগের সুপারিশ করা ফক্সকন কর্মীরা পাঁচশ ইউয়ান বা ৭০ ডলার বোনাস পাবেন। তবে, এর জন্য নিয়োগকৃত ব্যক্তিকে এক মাস কাজের শর্ত পালন করতে হবে।
চীনে ‘আইফোন সিটি’ নামে পরিচিত এই বিশাল কারখানার কর্মীদের সুবিধা বাড়াতে ফক্সকনের সর্বশেষ পদক্ষেপ এটি।
এদিকে, আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
গুগল ২০২২ সালের জুলাই মাসে বাংলাদেশে এই সিস্টেম চালু করেছে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে গিয়ে ‘Safety & emergency’ বা ‘Location’-এর ভেতরে ‘Location Services’— ‘Earthquake alerts’ অপশনটি চালু রয়েছে কি না, তা দেখে নিতে পারেন। এটি চালু থাকলে আপনার ফোনেও ভূমিকম্পের আগাম বার্তা চলে আসবে।
২ ঘণ্টা আগেমেটার নতুন সুপারইনটেলিজেন্স ল্যাবের প্রধান বিজ্ঞানী হিসেবে নিয়োগ পেলেন চ্যাটজিপিটির সহনির্মাতা শেংইয়া ঝাও। গত শুক্রবার (২৫ জুলাই) থ্রেডসে এ তথ্য জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
৮ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনতে যাচ্ছে মেটা। অ্যান্ড্রয়েড অ্যাপে পরীক্ষা-নিরীক্ষাধীন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে নিজেদের প্রোফাইল ছবি ইমপোর্ট করতে পারবেন। ফলে প্রোফাইল সেটআপ আরও সহজ হবে। মেটার মালিকানাধীন বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে...
৮ ঘণ্টা আগেদুই দশক পর প্রথমবারের মতো নিজের নাম লিখতে সক্ষম হয়েছেন এক পক্ষাঘাতগ্রস্ত নারী। তাও শুধু চিন্তার মাধ্যমে। এই অবিশ্বাস্য অর্জন সম্ভব হয়েছে নিউরালিংক কোম্পানির উদ্ভাবিত উন্নত ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির সাহায্যে।
৮ ঘণ্টা আগে