Ajker Patrika

আইফোনেও করুন কল রেকর্ডিং

সাদাত হোসেন
আইফোনেও করুন কল রেকর্ডিং

আইফোন ব্যবহারকারীরা জরুরি প্রয়োজনে কল রেকর্ডিং করতে পারেন না। এই ফিচার না থাকায় বেশ সমস্যাতেই পড়েন অনেক ব্যবহারকারী। কারণ এটি এমন একটি ফিচার যা কোনো না কোনো সময় প্রয়োজন পড়েই। অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিংয়ের সুবিধা থাকলেও আইফোনে সেই সুবিধা নেই। কিন্তু আইফোনেও কল রেকর্ডিং সম্ভব কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়া একটি ডিভাইস ব্যবহার করে।

ম্যাগনেটিক কল রেকর্ডার ম্যাগমো
ম্যাগমো ৫০ গ্রাম ওজনের এমন একটি ডিভাইস যাতে আইফোনে কোনো সফটওয়্যার বা থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কল রেকর্ড করা সম্ভব। এই ডিভাইস এতই পাতলা এবং দেখতে সুন্দর যে চুম্বকের মতো ফোনের পেছনে লেগে থাকে। এতে ফোনে কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। এর পেছনে একটি বোতাম রয়েছে, যা চাপলে কল রেকর্ডিং শুরু হবে। এর সব থেকে বড় সুবিধা হলো, কারও কল রেকর্ড করলেও সে জানতে পারবে না। এর আরও একটি সুবিধা হলো, অনেকক্ষণের জন্য কল রেকর্ড করা যায়।

কোথা থেকে কিনবেন
আইফোনের জন্য ম্যাগনেটিক কল রেকর্ডার ম্যাগমো ডিভাইসটি বাজারে সহজলভ্য। এমনকি যদি চান, এটিকে অনেক কম দামে অনলাইন থেকেও কিনতে পারবেন। এটি ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন থেকে ৫৮ শতাংশ ছাড়সহ বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার ৯০০ টাকায় কেনা যাবে। যদিও এই ডিভাইসের আসল দাম প্রায় ১৫ হাজার টাকা। ম্যাগমো ডিভাইসটি কালো, ধূসর ও সাদা রঙে পাওয়া যায়।

রেকর্ডিং কোথায় দেখা হবে
ভাবছেন যে কল রেকর্ড করা হবে তা শুনব কোথায় এবং কীভাবে? ল্যাপটপের সঙ্গে চার্জারের মতো কানেক্ট করলেই সব ফাইল পেনড্রাইভের মতো খুলে যাবে। সেখান থেকে সব রেকর্ডিং শোনা ও শেয়ার করা যাবে। 

সূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত