Ajker Patrika

১৭ লাখ অ্যাপের আবেদন বাতিল করেছে অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক
১৭ লাখ অ্যাপের আবেদন বাতিল করেছে অ্যাপল 

গত বছরের অ্যাপ স্টোরের ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করেছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিবেদন অনুযায়ী, গত বছর মোট ৬১ লাখ ১ হাজার ৯১৩টি অ্যাপের আবেদন পর্যালোচনা করেছে কোম্পানিটি। এর মধ্যে ১৬ লাখ ৭৯ হাজার ৬৯৪টি আবেদনই বাতিল করে দেওয়া হয়। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বছর অ্যাপ স্টোরে জায়গা পেতে ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল অ্যাপগুলোর অ্যাপলের নির্দেশিকা না মানা। এ ছাড়া, আইনি কারণ দেখিয়ে ৪ লাখ ৪১ হাজার ৯৭২টি আবেদন খারিজের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। 

গত বছর অ্যাপ স্টোর থেকে ১ লাখ ৮৬ হাজার ১৯৫টি অ্যাপ সরিয়েছে অ্যাপল। এ ছাড়া, ১ হাজার ৪৭৪টি অ্যাপ সরানোর অনুরোধও পেয়েছে প্রতিষ্ঠানটি, যার বেশির ভাগই এসেছে চীন থেকে। ১৪টি অ্যাপ সরানোর অনুরোধ জানিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।

অ্যাপল জানিয়েছে, অ্যাপ সরানোর অনুরোধের বিপরীতে ৫ হাজার ৪৮৪টি অ্যাপ ফিরিয়ে আনার আপিলও পেয়েছে এটি। 

এদিকে, কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে অ্যাপল। এর আগে একই সিদ্ধান্ত নিয়েছিল স্যামসাং। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের ডেটা নিয়ে বেশ উদ্বিগ্ন। প্রতিষ্ঠানটির আশঙ্কা করছে— জেনারেটিভ এআই ব্যবহারের ফলে নিজেদের ডেটা বেহাত হতে পারে। তাই আগামী এক মাস কর্মীদের জন্য চ্যাটজিপিটি নিষিদ্ধ করছে অ্যাপল। চ্যাটজিপিটির পাশাপাশি মাইক্রোসফট মালিকানাধীন গিটহাবের স্বয়ংক্রিয়ভাবে কোড লেখার টুল ‘কোপাইলট’ নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে, আইফোনে সহজে এআইভিত্তিক চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহারের সুবিধা নিয়ে আসে ওপেনএআই। মূলত অ্যাপলের অ্যাপ স্টোরে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ এনেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটির মাধ্যমে চ্যাটজিপিটির ওয়েবের সব সুবিধা পাওয়া যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে কোনো অর্থ প্রদান করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করতে চাইলে প্রতি মাসে খরচ করতে হবে ২০ ডলার। এ ক্ষেত্রে অ্যাপটিতে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, আপাতত শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও পাওয়া যাবে অ্যাপটি ব্যবহারের সুযোগ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্যও শিগগিরই চ্যাটজিপিটির অ্যাপ আনার কথা জানিয়েছে ওপেনএআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত