প্রযুক্তি ডেস্ক
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে নিজস্ব এআই চিপ বানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ফলে এনভিডিয়ার চিপের ওপর নির্ভরতা কমবে প্রতিষ্ঠানটির। এ ছাড়া ব্যয়ও কমে আসবে অনেকাংশে। মাইক্রোসফটের নিজস্ব চিপ তৈরির প্রকল্পের কোড নাম ‘অ্যাথেনা’।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকেই গোপনে এআই চিপ তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কর্মীরা এরই মধ্যে জিপিটি-৪-এর মতো বৃহৎ ভাষার মডেলগুলোতে কতটা ভালো কাজ করে তা পরীক্ষা করার সুযোগ পেয়েছেন।
এনভিডিয়া বর্তমানে এআই সার্ভার চিপের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান। চ্যাটজিপিটির বাণিজ্যিকীকরণে ওপেনএআইয়ের ৩০ হাজারেরও বেশি এনভিডিয়ার এ১০০ জিপিউর প্রয়োজন হবে। এনভিডিয়ার সর্বশেষ এইচ১০০ জিপিইউগুলো ই-বেতে ৪০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এ থেকে এআই চিপের চাহিদা কী পরিমাণ বেড়েছে, তার ধারণা পাওয়া যাচ্ছে।
এদিকে এজ ব্রাউজারেও ‘ইমেজ ক্রিয়েটর’ টুল চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইমেজ ক্রিয়েটর টুলটি নির্দেশনা বুঝে এআই দিয়ে প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারে। ফলে কোনো ছবি অনলাইনে খুঁজে না পাওয়া গেলেও এই টুল দিয়ে তা তৈরি করিয়ে নেওয়া যাবে। এজ ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে মিলবে এই সুবিধা। এর জন্য আলাদা করে বিং সার্চ ইঞ্জিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই।
মাইক্রোসফট বলেছিল, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটি ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে নিজস্ব এআই চিপ বানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ফলে এনভিডিয়ার চিপের ওপর নির্ভরতা কমবে প্রতিষ্ঠানটির। এ ছাড়া ব্যয়ও কমে আসবে অনেকাংশে। মাইক্রোসফটের নিজস্ব চিপ তৈরির প্রকল্পের কোড নাম ‘অ্যাথেনা’।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকেই গোপনে এআই চিপ তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কর্মীরা এরই মধ্যে জিপিটি-৪-এর মতো বৃহৎ ভাষার মডেলগুলোতে কতটা ভালো কাজ করে তা পরীক্ষা করার সুযোগ পেয়েছেন।
এনভিডিয়া বর্তমানে এআই সার্ভার চিপের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান। চ্যাটজিপিটির বাণিজ্যিকীকরণে ওপেনএআইয়ের ৩০ হাজারেরও বেশি এনভিডিয়ার এ১০০ জিপিউর প্রয়োজন হবে। এনভিডিয়ার সর্বশেষ এইচ১০০ জিপিইউগুলো ই-বেতে ৪০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এ থেকে এআই চিপের চাহিদা কী পরিমাণ বেড়েছে, তার ধারণা পাওয়া যাচ্ছে।
এদিকে এজ ব্রাউজারেও ‘ইমেজ ক্রিয়েটর’ টুল চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইমেজ ক্রিয়েটর টুলটি নির্দেশনা বুঝে এআই দিয়ে প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারে। ফলে কোনো ছবি অনলাইনে খুঁজে না পাওয়া গেলেও এই টুল দিয়ে তা তৈরি করিয়ে নেওয়া যাবে। এজ ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে মিলবে এই সুবিধা। এর জন্য আলাদা করে বিং সার্চ ইঞ্জিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই।
মাইক্রোসফট বলেছিল, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটি ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে