Ajker Patrika

নিজস্ব এআই চিপ বানাচ্ছে মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৪: ৫৪
নিজস্ব এআই চিপ বানাচ্ছে মাইক্রোসফট

লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে নিজস্ব এআই চিপ বানাচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ফলে এনভিডিয়ার চিপের ওপর নির্ভরতা কমবে প্রতিষ্ঠানটির। এ ছাড়া ব্যয়ও কমে আসবে অনেকাংশে। মাইক্রোসফটের নিজস্ব চিপ তৈরির প্রকল্পের কোড নাম ‘অ্যাথেনা’। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সাল থেকেই গোপনে এআই চিপ তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কর্মীরা এরই মধ্যে জিপিটি-৪-এর মতো বৃহৎ ভাষার মডেলগুলোতে কতটা ভালো কাজ করে তা পরীক্ষা করার সুযোগ পেয়েছেন। 

এনভিডিয়া বর্তমানে এআই সার্ভার চিপের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান। চ্যাটজিপিটির বাণিজ্যিকীকরণে ওপেনএআইয়ের ৩০ হাজারেরও বেশি এনভিডিয়ার এ১০০ জিপিউর প্রয়োজন হবে। এনভিডিয়ার সর্বশেষ এইচ১০০ জিপিইউগুলো ই-বেতে ৪০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে। এ থেকে এআই চিপের চাহিদা কী পরিমাণ বেড়েছে, তার ধারণা পাওয়া যাচ্ছে। 

এদিকে এজ ব্রাউজারেও ‘ইমেজ ক্রিয়েটর’ টুল চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইমেজ ক্রিয়েটর টুলটি নির্দেশনা বুঝে এআই দিয়ে প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারে। ফলে কোনো ছবি অনলাইনে খুঁজে না পাওয়া গেলেও এই টুল দিয়ে তা তৈরি করিয়ে নেওয়া যাবে। এজ ব্রাউজারের ডেস্কটপ সংস্করণে মিলবে এই সুবিধা। এর জন্য আলাদা করে বিং সার্চ ইঞ্জিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই। 

মাইক্রোসফট বলেছিল, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটি ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত