চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১২ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৫ ঘণ্টা আগে