চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
চীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
কুক বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন উদ্ভাবন যা দক্ষতা বৃদ্ধি করে, তা একটি ইতিবাচক বিষয়। আর ডিপসিকের মডেলটি ঠিক সেই কাজটাই করছে।’
ডিপসিকের এআই মডেলগুলো অ্যাপলের মুনাফায় কীভাবে প্রভাব ফেলবে, সে সম্পর্কে এক বিশ্লেষকের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন কুক।
তিনি আরও বলেন, এআই মডেল উন্নয়নের জন্য একটি হাইব্রিড মডেল ব্যবহার করে অ্যাপল। এর ফলে সাধারণ কাজগুলো ক্লাউডের সাহায্য ছাড়াই ডিভাইসেই করা যায়। এ জন্য ডিভাইসের কাস্টম চিপ ব্যবহার করা হয়। আর অন্যান্য জটিল কাজগুলো ক্লাউডের সাহায্য করা হয়।
এর আগে অ্যাপল ঘোষণা করেছে, অ্যাপলের শুধু একটি এআই অংশীদারত্ব রয়েছে, তা হলো ওপেনএআই। এর ফলে আইফোনে জটিল প্রশ্নের উত্তর পেতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারে ব্যবহারকারীরা।
এদিকে ওপেনএআই দাবি করেছে যে, তাদের এআই মডেলগুলো ডিপসিকের মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে। এই তথ্য সত্য হলে এটি ওপেনএআই এর নীতিমালা লঙ্ঘন করবে এবং ডিপসিকের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে। তবে, এসব অভিযোগ সত্ত্বেও ডিপসিকের মডেলগুলোর প্রশংসা করেন কুক।
বর্তমানে অ্যাপলের একমাত্র এআই অংশীদার ওপেনএআই হলেও ভবিষ্যতে অন্যান্য কোম্পানির এআই মডেল, যেমন গুগলের জেমিনি অথবা অ্যানথ্রপিকের ক্লডকে আইফোনে ইন্টিগ্রেট করতে পারে।
অ্যাপলের এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ এর সাফল্য নিয়ে কুককে প্রশ্ন করেছিলেন বিনিয়োগকারীরা। তবে, এআই বৈশিষ্ট্যগুলোর পর্যায়ক্রমে উন্মোচন সত্ত্বেও আইফোন বিক্রিতে তেমন কোন বড় সাফল্য দেখা যায়নি, বরং ডিভাইসগুলোর বিক্রি সামান্য কমেছে।
এর প্রতিক্রিয়ায় কুক দাবি করেন, যেখানে অ্যাপল ইনটেলিজেন্স চালু হয়েছে, সেখানে ডিভাইসগুলোর বিক্রি বেড়েছে। আর যেখানে এটি চালু হয়নি, সেখানে তুলনামূলকভাবে কম বিক্রি হয়েছে।
অ্যাপলের এআই ফিচারগুলোর কিছু সমস্যা রয়েই গেছে। সম্প্রতি, তারা তাদের এআই দিয়ে তৈরি নিউজ আর্টিকেলের সারাংশ প্রদানের ফিচারটি সাময়িকভাবে স্থগিত করেছে, কারণ এটি ভুল তথ্য প্রদান করেছে। যেমন: অ্যাপল ইনটেলিজেন্স একটি ভুল শিরোনাম তৈরি করে। যেখানে বলা হয়েছিল যে, ইউটিএইচসি সিইও বায়ার্ন থমসনের হত্যার ঘটনায় অভিযুক্ত লুইগি মাঙ্গিওনে আত্মহত্যা করেছেন, যা ছিল মিথ্যা।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে