প্রযুক্তি প্রতিবেদক
দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব।
ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়।
গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা।
সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড।
একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—
প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।
রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।
জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।
মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।
পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।
কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।
ডিজাইনার: টাইমন স্মিকতালা।
প্রোগ্রামার: বার্তোজ কুলোন।
রাইটার: জেরোল্ড ব্রাউন।
ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।
দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব।
ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়।
গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা।
সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড।
একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—
প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।
রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।
জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।
মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।
পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।
কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।
ডিজাইনার: টাইমন স্মিকতালা।
প্রোগ্রামার: বার্তোজ কুলোন।
রাইটার: জেরোল্ড ব্রাউন।
ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৩ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৮ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২০ ঘণ্টা আগে