Ajker Patrika

দারুণ গ্রাফিকস নিয়ে আসছে ‘ডায়িং লাইট’

প্রযুক্তি প্রতিবেদক
Thumbnail image

দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব। 

ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়। 

গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা। 

সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড। 

একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—

প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।

রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।

জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।

মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।

পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।

কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।

ডিজাইনার: টাইমন স্মিকতালা।

প্রোগ্রামার: বার্তোজ কুলোন।

রাইটার: জেরোল্ড ব্রাউন।

ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত