Ajker Patrika

ডেভেলপারদের কাজ সহজ করতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ মে ২০২৫, ১৬: ০৮
কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ একসঙ্গে করতে পারে ছবি: সংগৃহীত
কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ একসঙ্গে করতে পারে ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সবচেয়ে শক্তিশালী এআই কোডিং এজেন্ট ‘কোডেক্স’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত শুক্রবার এ ঘোষণা দেয় কোম্পানিটি।

এই এজেন্ট কোডেক্স-১ নামে মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এটি কোম্পানির ‘ও৩’ এআই মডেলের একটি সংস্করণ, যা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ওপেনএআই বলছে, ‘ও৩’-এর তুলনায় কোডেক্স-১ ‘শুদ্ধ’ কোড তৈরি করে, নির্দেশাবলির প্রতি আরও সঠিকভাবে সাড়া দেয় এবং তার তৈরি কোডগুলোর পরীক্ষা চালিয়ে যেতে থাকে যতক্ষণ না সঠিক ফলাফল পাওয়া যায়।

কোডেক্স এজেন্টটি একটি ভার্চুয়াল কম্পিউটারে ক্লাউডে চলে। গিটহাবের সঙ্গে সংযুক্ত হয়ে কোডেক্সের পরিবেশ কোডের স্টোরেজ প্রি-লোড করা যেতে পারে। ওপেনএআই জানিয়েছে যে, কোডেক্স সাধারণ বৈশিষ্ট্য তৈরি করা, বাগ বা ত্রুটি ঠিক করা, কোডবেস সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া এবং পরীক্ষা চালানোর মতো কাজ সম্পাদন করতে পারে। প্রতিটি কাজের জন্য এজেন্টটি ১ থেকে ৩০ মিনিট সময় নেয়।

কোডেক্সের উদ্বোধনের আগে ওপেনএআইয়ের এজেন্ট রিসার্চ লিড, জোশ টোবিন জানায়, কে কোম্পানি ভবিষ্যতে তাদের এআই কোডিং এজেন্টগুলোকে ‘ভার্চুয়াল টিমমেট’ হিসেবে কাজ করার লক্ষ্য রাখছে। যেসব কাজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করতে ঘণ্টা বা দিন লেগে যেত, সেই কাজগুলো কোডেক্স একাই (স্বতন্ত্রভাবে) অল্প সময়ে শেষ করতে পারবে।

ওপেনএআই জানায়, কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ একসঙ্গে করতে পারে এবং এই কাজের সময় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার ও ব্রাউজারে অন্য কাজ করতে পারবেন।

কোডেক্স আপাতত প্রিভিউ সংস্করণ হিসেবে চালু হলেও এটি চ্যাটজিপিটি প্রো, এন্টারপ্রাইজ এবং টিম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

টুলটির উন্মোচন উপলক্ষে প্রকাশিত একটি ব্লগ পোস্টে ওপেনেএআই জানিয়েছে, প্লাস এবং ইডু সংস্করণেও শিগগিরই কোডেক্স সমর্থনযুক্ত হবে।

এদিকে ওপেনএআই মার্কিন এআই কোডিং স্টার্টআপ উইন্ডসার্ফ অধিগ্রহণ করবে বলে গুঞ্জন চলছে। এসব বিষয় স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, ওপেনএআই এআই নির্ভর প্রোগ্রামিং টুলস নিয়ে তাদের পরিকল্পনা আরও বিস্তৃত করছে।

গত ১৮ মাসে একাধিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত এআই টুলস সম্প্রসারণে জোর দিয়েছে। ২০২২ সালের শেষ দিকে জেনারেটিভ এআইয়ের উত্থানের পর কোডিং এখন এই প্রযুক্তির অন্যতম প্রধান ব্যবহারের ক্ষেত্র হয়ে উঠেছে।

আমাজন, মাইক্রোসফট, গিটহাব ও গুগল তাদের নিজ নিজ পণ্যের ভিত্তিতে এআই কোডিং সুবিধা যুক্ত ও সম্প্রসারণ করেছে।

এই খাতে ওপেনএআই-ও সমানভাবে সক্রিয়, সম্প্রতি তারা ‘কোডিংয়ের ওপর কেন্দ্র করে তৈরি করা মডেল’ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি তাদের জিপিটি ৪.১ মডেলকে সফটওয়্যার ডেভেলপারদের প্রধান টুল হিসেবে তুলে ধরতে চাইছে। যদিও সাম্প্রতিক কিছু বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে, এটি অন্যান্য শীর্ষস্থানীয় মডেলের তুলনায় কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও আইটি প্রো

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত