অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সবচেয়ে শক্তিশালী এআই কোডিং এজেন্ট ‘কোডেক্স’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত শুক্রবার এ ঘোষণা দেয় কোম্পানিটি।
এই এজেন্ট কোডেক্স-১ নামে মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এটি কোম্পানির ‘ও৩’ এআই মডেলের একটি সংস্করণ, যা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ওপেনএআই বলছে, ‘ও৩’-এর তুলনায় কোডেক্স-১ ‘শুদ্ধ’ কোড তৈরি করে, নির্দেশাবলির প্রতি আরও সঠিকভাবে সাড়া দেয় এবং তার তৈরি কোডগুলোর পরীক্ষা চালিয়ে যেতে থাকে যতক্ষণ না সঠিক ফলাফল পাওয়া যায়।
কোডেক্স এজেন্টটি একটি ভার্চুয়াল কম্পিউটারে ক্লাউডে চলে। গিটহাবের সঙ্গে সংযুক্ত হয়ে কোডেক্সের পরিবেশ কোডের স্টোরেজ প্রি-লোড করা যেতে পারে। ওপেনএআই জানিয়েছে যে, কোডেক্স সাধারণ বৈশিষ্ট্য তৈরি করা, বাগ বা ত্রুটি ঠিক করা, কোডবেস সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া এবং পরীক্ষা চালানোর মতো কাজ সম্পাদন করতে পারে। প্রতিটি কাজের জন্য এজেন্টটি ১ থেকে ৩০ মিনিট সময় নেয়।
কোডেক্সের উদ্বোধনের আগে ওপেনএআইয়ের এজেন্ট রিসার্চ লিড, জোশ টোবিন জানায়, কে কোম্পানি ভবিষ্যতে তাদের এআই কোডিং এজেন্টগুলোকে ‘ভার্চুয়াল টিমমেট’ হিসেবে কাজ করার লক্ষ্য রাখছে। যেসব কাজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করতে ঘণ্টা বা দিন লেগে যেত, সেই কাজগুলো কোডেক্স একাই (স্বতন্ত্রভাবে) অল্প সময়ে শেষ করতে পারবে।
ওপেনএআই জানায়, কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ একসঙ্গে করতে পারে এবং এই কাজের সময় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার ও ব্রাউজারে অন্য কাজ করতে পারবেন।
কোডেক্স আপাতত প্রিভিউ সংস্করণ হিসেবে চালু হলেও এটি চ্যাটজিপিটি প্রো, এন্টারপ্রাইজ এবং টিম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টুলটির উন্মোচন উপলক্ষে প্রকাশিত একটি ব্লগ পোস্টে ওপেনেএআই জানিয়েছে, প্লাস এবং ইডু সংস্করণেও শিগগিরই কোডেক্স সমর্থনযুক্ত হবে।
এদিকে ওপেনএআই মার্কিন এআই কোডিং স্টার্টআপ উইন্ডসার্ফ অধিগ্রহণ করবে বলে গুঞ্জন চলছে। এসব বিষয় স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, ওপেনএআই এআই নির্ভর প্রোগ্রামিং টুলস নিয়ে তাদের পরিকল্পনা আরও বিস্তৃত করছে।
গত ১৮ মাসে একাধিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত এআই টুলস সম্প্রসারণে জোর দিয়েছে। ২০২২ সালের শেষ দিকে জেনারেটিভ এআইয়ের উত্থানের পর কোডিং এখন এই প্রযুক্তির অন্যতম প্রধান ব্যবহারের ক্ষেত্র হয়ে উঠেছে।
আমাজন, মাইক্রোসফট, গিটহাব ও গুগল তাদের নিজ নিজ পণ্যের ভিত্তিতে এআই কোডিং সুবিধা যুক্ত ও সম্প্রসারণ করেছে।
এই খাতে ওপেনএআই-ও সমানভাবে সক্রিয়, সম্প্রতি তারা ‘কোডিংয়ের ওপর কেন্দ্র করে তৈরি করা মডেল’ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের জিপিটি ৪.১ মডেলকে সফটওয়্যার ডেভেলপারদের প্রধান টুল হিসেবে তুলে ধরতে চাইছে। যদিও সাম্প্রতিক কিছু বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে, এটি অন্যান্য শীর্ষস্থানীয় মডেলের তুলনায় কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও আইটি প্রো
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের সবচেয়ে শক্তিশালী এআই কোডিং এজেন্ট ‘কোডেক্স’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত শুক্রবার এ ঘোষণা দেয় কোম্পানিটি।
এই এজেন্ট কোডেক্স-১ নামে মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এটি কোম্পানির ‘ও৩’ এআই মডেলের একটি সংস্করণ, যা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ওপেনএআই বলছে, ‘ও৩’-এর তুলনায় কোডেক্স-১ ‘শুদ্ধ’ কোড তৈরি করে, নির্দেশাবলির প্রতি আরও সঠিকভাবে সাড়া দেয় এবং তার তৈরি কোডগুলোর পরীক্ষা চালিয়ে যেতে থাকে যতক্ষণ না সঠিক ফলাফল পাওয়া যায়।
কোডেক্স এজেন্টটি একটি ভার্চুয়াল কম্পিউটারে ক্লাউডে চলে। গিটহাবের সঙ্গে সংযুক্ত হয়ে কোডেক্সের পরিবেশ কোডের স্টোরেজ প্রি-লোড করা যেতে পারে। ওপেনএআই জানিয়েছে যে, কোডেক্স সাধারণ বৈশিষ্ট্য তৈরি করা, বাগ বা ত্রুটি ঠিক করা, কোডবেস সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া এবং পরীক্ষা চালানোর মতো কাজ সম্পাদন করতে পারে। প্রতিটি কাজের জন্য এজেন্টটি ১ থেকে ৩০ মিনিট সময় নেয়।
কোডেক্সের উদ্বোধনের আগে ওপেনএআইয়ের এজেন্ট রিসার্চ লিড, জোশ টোবিন জানায়, কে কোম্পানি ভবিষ্যতে তাদের এআই কোডিং এজেন্টগুলোকে ‘ভার্চুয়াল টিমমেট’ হিসেবে কাজ করার লক্ষ্য রাখছে। যেসব কাজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করতে ঘণ্টা বা দিন লেগে যেত, সেই কাজগুলো কোডেক্স একাই (স্বতন্ত্রভাবে) অল্প সময়ে শেষ করতে পারবে।
ওপেনএআই জানায়, কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ একসঙ্গে করতে পারে এবং এই কাজের সময় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার ও ব্রাউজারে অন্য কাজ করতে পারবেন।
কোডেক্স আপাতত প্রিভিউ সংস্করণ হিসেবে চালু হলেও এটি চ্যাটজিপিটি প্রো, এন্টারপ্রাইজ এবং টিম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টুলটির উন্মোচন উপলক্ষে প্রকাশিত একটি ব্লগ পোস্টে ওপেনেএআই জানিয়েছে, প্লাস এবং ইডু সংস্করণেও শিগগিরই কোডেক্স সমর্থনযুক্ত হবে।
এদিকে ওপেনএআই মার্কিন এআই কোডিং স্টার্টআপ উইন্ডসার্ফ অধিগ্রহণ করবে বলে গুঞ্জন চলছে। এসব বিষয় স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, ওপেনএআই এআই নির্ভর প্রোগ্রামিং টুলস নিয়ে তাদের পরিকল্পনা আরও বিস্তৃত করছে।
গত ১৮ মাসে একাধিক বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত এআই টুলস সম্প্রসারণে জোর দিয়েছে। ২০২২ সালের শেষ দিকে জেনারেটিভ এআইয়ের উত্থানের পর কোডিং এখন এই প্রযুক্তির অন্যতম প্রধান ব্যবহারের ক্ষেত্র হয়ে উঠেছে।
আমাজন, মাইক্রোসফট, গিটহাব ও গুগল তাদের নিজ নিজ পণ্যের ভিত্তিতে এআই কোডিং সুবিধা যুক্ত ও সম্প্রসারণ করেছে।
এই খাতে ওপেনএআই-ও সমানভাবে সক্রিয়, সম্প্রতি তারা ‘কোডিংয়ের ওপর কেন্দ্র করে তৈরি করা মডেল’ প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের জিপিটি ৪.১ মডেলকে সফটওয়্যার ডেভেলপারদের প্রধান টুল হিসেবে তুলে ধরতে চাইছে। যদিও সাম্প্রতিক কিছু বেঞ্চমার্ক টেস্টে দেখা গেছে, এটি অন্যান্য শীর্ষস্থানীয় মডেলের তুলনায় কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও আইটি প্রো
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক আবারও বিতর্কের জন্ম দিয়েছে। গত সপ্তাহে ব্যবহারকারীর প্রশ্নের জবাবে অপ্রাসঙ্গিকভাবে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ জনগণের ওপর কথিত নিপীড়ন নিয়ে ডানপন্থী প্রচারণামূলক বক্তব্য দিতে শুরু করে চ্যাটবটটি। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে এক্সএআই জানায়—একটি...
৭ ঘণ্টা আগেযাঁদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই, তাঁদের জন্য ইউটিউব ব্যবহার মানেই মাঝেমধ্যে বিরক্তিকর বিজ্ঞাপনের মুখোমুখি হওয়া। তবে সামনের দিনগুলোতে বিজ্ঞাপন দেখার এই অভিজ্ঞতা আরও বিরক্তিকর হতে পারে।
১০ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে শত শত ভুয়া পডকাস্ট, যেগুলোর মূল উদ্দেশ্য হল—মাদক বিক্রি। যুক্তরাষ্ট্রে কড়া নজরদারির মধ্যে এ ঘটনাটি প্রযুক্তি জগতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
১১ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও গেম ‘ফোর্টনাইট’ এখন আর আইফোন বা আইপ্যাডে খেলা যাচ্ছে না। বিশ্বের সব দেশের আইওএস ব্যবহারকারীদের জন্য গেমটি বল্ক হয়ে গেছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইপিক গেমস গতকাল শুক্রবার এক পোস্টে এ কথা জানিয়েছে।
১২ ঘণ্টা আগে