ইন্টারনেটে কোনো কিছু একবার ছড়িয়ে গেলে তা চিরকালের জন্য রয়ে যায় বলে প্রচলিত ধারণা আছে। তবে নতুন এক গবেষণায় বিপরীত তথ্য উঠে এসেছে— ইন্টারনেট ভান্ডারের বিশাল অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত এক দশকে ৩৮ শতাংশ ওয়েবপেজ এখন আর পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এতথ্য উঠে এসেছে।
গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের সক্রিয় ওয়েবপেজগুলোর মধ্যে ৩৮ শতাংশ ইন্টারনেটে আর পাওয়া যায় না। এমনকি নতুন ওয়েবপেজগুলোও হারিয়ে যাচ্ছে। ২০২৩ সালে যেসব ওয়েবপেজ সক্রিয় ছিল, তার ৮ শতাংশ এখন আর নেই।
পিউ রিসার্চ সেন্টার বলছে, ওয়েবপেজগুলো মুছে ফেললে সেগুলোর কনটেন্ট অদৃশ্য হয়ে যায়। তবে পুরো ওয়েবসাইটগুলো ডিলিট বা মুছে ফেলা হচ্ছে না। ফলে বিশালসংখ্যক খবর ও গুরুত্বপূর্ণ রেফারেন্স হারিয়ে যাচ্ছে। ২৩ শতাংশ খবরের পেজে ও ২১ শতাংশ সরকারি ওয়েবসাইটের মধ্যে অন্তত একটি ব্রোকেন লিংক বা অকার্যকর লিংক পাওয়া যায়। ৫৪ শতাংশ উইকিপিডিয়ার পেজগুলোর মধ্যে অন্তত একটি রেফারেন্স লিংক আর পাওয়া যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ঘটনা ঘটছে। এক্স প্ল্যাটফরমের পাঁচটি টুইটের মধ্যে একটি টুইট পোস্টের কয়েক মাসের মধ্যে মুছে যাচ্ছে।
গবেষণাটি পরিচালনা করার জন্য এলোমেলোভাবে প্রায় ১০ লাখ ওয়েবপেজের ডেটা সংগ্রহ করে পিউ রিসার্চ। নমুনা সংগ্রহের জন্য ‘কমন ক্রল’ ওয়েবসাইট ব্যবহার করা, যা ইন্টারনেটের কিছু অংশ আর্কাইভ করে রাখে। এরপর ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে সেই পেজগুলো বিদ্যমান ছিল কি না, তা তুলনা করে দেখে।
গবেষণায় দেখা যায়, ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে তৈরি করা ওয়েবপেজগুলোর ২৩ শতাংশ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ১৬ শতাংশ ওয়েব পেজ এমন ওয়েবসাইটে রয়েছিল, যা এখনো সক্রিয়। আর ৯ শতাংশ ওয়েবপেজগুলোর এমন ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলোর অস্তিত্ব এখন একেবারেই নেই।
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে ‘হোয়েন অনলাইন কনটেন্ট ডিজঅ্যাপিয়ার্স’ শীর্ষক শিরোনামে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
ইন্টারনেটে কোনো কিছু একবার ছড়িয়ে গেলে তা চিরকালের জন্য রয়ে যায় বলে প্রচলিত ধারণা আছে। তবে নতুন এক গবেষণায় বিপরীত তথ্য উঠে এসেছে— ইন্টারনেট ভান্ডারের বিশাল অংশ প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত এক দশকে ৩৮ শতাংশ ওয়েবপেজ এখন আর পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এতথ্য উঠে এসেছে।
গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের সক্রিয় ওয়েবপেজগুলোর মধ্যে ৩৮ শতাংশ ইন্টারনেটে আর পাওয়া যায় না। এমনকি নতুন ওয়েবপেজগুলোও হারিয়ে যাচ্ছে। ২০২৩ সালে যেসব ওয়েবপেজ সক্রিয় ছিল, তার ৮ শতাংশ এখন আর নেই।
পিউ রিসার্চ সেন্টার বলছে, ওয়েবপেজগুলো মুছে ফেললে সেগুলোর কনটেন্ট অদৃশ্য হয়ে যায়। তবে পুরো ওয়েবসাইটগুলো ডিলিট বা মুছে ফেলা হচ্ছে না। ফলে বিশালসংখ্যক খবর ও গুরুত্বপূর্ণ রেফারেন্স হারিয়ে যাচ্ছে। ২৩ শতাংশ খবরের পেজে ও ২১ শতাংশ সরকারি ওয়েবসাইটের মধ্যে অন্তত একটি ব্রোকেন লিংক বা অকার্যকর লিংক পাওয়া যায়। ৫৪ শতাংশ উইকিপিডিয়ার পেজগুলোর মধ্যে অন্তত একটি রেফারেন্স লিংক আর পাওয়া যায় না।
সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ঘটনা ঘটছে। এক্স প্ল্যাটফরমের পাঁচটি টুইটের মধ্যে একটি টুইট পোস্টের কয়েক মাসের মধ্যে মুছে যাচ্ছে।
গবেষণাটি পরিচালনা করার জন্য এলোমেলোভাবে প্রায় ১০ লাখ ওয়েবপেজের ডেটা সংগ্রহ করে পিউ রিসার্চ। নমুনা সংগ্রহের জন্য ‘কমন ক্রল’ ওয়েবসাইট ব্যবহার করা, যা ইন্টারনেটের কিছু অংশ আর্কাইভ করে রাখে। এরপর ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে সেই পেজগুলো বিদ্যমান ছিল কি না, তা তুলনা করে দেখে।
গবেষণায় দেখা যায়, ২০১৩ ও ২০২৩ সালের মধ্যে তৈরি করা ওয়েবপেজগুলোর ২৩ শতাংশ বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ১৬ শতাংশ ওয়েব পেজ এমন ওয়েবসাইটে রয়েছিল, যা এখনো সক্রিয়। আর ৯ শতাংশ ওয়েবপেজগুলোর এমন ওয়েবসাইট শনাক্ত হয়েছে, যেগুলোর অস্তিত্ব এখন একেবারেই নেই।
পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে ‘হোয়েন অনলাইন কনটেন্ট ডিজঅ্যাপিয়ার্স’ শীর্ষক শিরোনামে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে