অনলাইন ডেস্ক
বিশ্বের অধিকাংশ কিশোর-কিশোরীর টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর-কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে পুরো স্ক্রিন জুড়ে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ তাদের শান্ত হতে, শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করতে এবং ঘুমানোর প্রস্তুতি নিতে উৎসাহিত করবে।
টিকটকের নতুন ‘উইন্ড ডাউন’ ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা তরুণদের বিরতি নিতে উৎসাহিত করবে। এটি পুরো স্ক্রিন জুড়ে মেসেজ দেখানোর মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে বলবে এবং ধীরলয়ের সংগীত চালু করবে। কিশোর–কিশোরীরা চাইলে নোটিফিকেশনটি উপেক্ষা করে স্ক্রোলিং চালিয়ে যেতে পারবে। তবে পরে তারা একটি দ্বিতীয় নোটিফিকেশন পাবে, যা আবার তাদের লগআউট করতে উৎসাহিত করবে। টিকটক জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই পপ-আপ মেসেজে মেডিটেশন বা ধ্যানের অনুশীলনও যুক্ত করবে।
এছাড়া অভিভাবকদের তাদের সন্তানের অ্যাকাউন্টের ওপরে আরও নিয়ন্ত্রণ দিতে সহায়তা করবে টিকটকের নতুন আপডেটটি। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানের প্রদর্শিত কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।
তারা কিশোর-কিশোরীর স্টেম ফিড পুনরায় চালু করতে পারবেন এবং প্রতিদিনের ভিডিও দেখার সময়সীমাও নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। এই ফিড চালু থাকলে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের মতো বিষয়ে শিক্ষামূলক ভিডিও টিকটকে বেশি দেখা যাবে। টিকটকের ডিফল্ট নিয়ম অনুসারে, ১৮ বছরের নিচে সব ব্যবহারকারীর জন্য প্রতিদিন স্ক্রিন টাইম এক ঘণ্টার সীমিত করা হবে।
এছাড়া, এই আপডেটে আরেক নতুন ফিচার রয়েছে, যা অভিভাবকদের তাদের সন্তানের অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করতে সাহায্য করবে। এদিকে ‘টাইম অ্যাওয়ে’ ফিচারটি অভিভাবকদের নির্দিষ্ট সময়ে (যেমন: স্কুলের সময় বা খাবারের সময়) টিকটকের অ্যাক্সেস বন্ধ করার সুযোগ দেবে।
তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপরে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে এ ধরনের প্যারেন্টাল কন্ট্রোলস। কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার অন্য কিছু গবেষণায় দেখা যায়, ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলোর ফলে মনোযোগের অভাবও দেখা দেয়।
টিকটকের কনটেন্ট অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ড. ভিকি হ্যারিসন বলেন, ‘টিকটক কিশোর-কিশোরী এবং তাদের পরিবারের কাছ থেকে পাওয়া প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে এমন কিছু টুল নিয়ে এসেছে, যা তাদের সুস্থভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সহায়তা করবে। ঘুমের গুরুত্ব, সুষম ব্যবহারের পাশাপাশি অভিভাবক-সন্তানের সম্পর্কের আরও উন্নয়ন—এসব সব ইতিবাচক পদক্ষেপ এগুলো আরও বৃদ্ধি পাবে।
এছাড়া, টিকটক জানিয়ে দিয়েছে যে, ১৩ বছরের নিচে কোনো ব্যবহারকারীকে তারা অ্যাকাউন্ট খুলতে অনুমতি দেয় না এই প্ল্যাটফর্ম এবং ১৬ বছরের নিচে সব ব্যবহারকারীর জন্য রাতের নোটিফিকেশন বন্ধ করে দেয়।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
বিশ্বের অধিকাংশ কিশোর-কিশোরীর টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর-কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে পুরো স্ক্রিন জুড়ে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ তাদের শান্ত হতে, শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করতে এবং ঘুমানোর প্রস্তুতি নিতে উৎসাহিত করবে।
টিকটকের নতুন ‘উইন্ড ডাউন’ ফিচারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা তরুণদের বিরতি নিতে উৎসাহিত করবে। এটি পুরো স্ক্রিন জুড়ে মেসেজ দেখানোর মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে বলবে এবং ধীরলয়ের সংগীত চালু করবে। কিশোর–কিশোরীরা চাইলে নোটিফিকেশনটি উপেক্ষা করে স্ক্রোলিং চালিয়ে যেতে পারবে। তবে পরে তারা একটি দ্বিতীয় নোটিফিকেশন পাবে, যা আবার তাদের লগআউট করতে উৎসাহিত করবে। টিকটক জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই পপ-আপ মেসেজে মেডিটেশন বা ধ্যানের অনুশীলনও যুক্ত করবে।
এছাড়া অভিভাবকদের তাদের সন্তানের অ্যাকাউন্টের ওপরে আরও নিয়ন্ত্রণ দিতে সহায়তা করবে টিকটকের নতুন আপডেটটি। প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানের প্রদর্শিত কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।
তারা কিশোর-কিশোরীর স্টেম ফিড পুনরায় চালু করতে পারবেন এবং প্রতিদিনের ভিডিও দেখার সময়সীমাও নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। এই ফিড চালু থাকলে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিতের মতো বিষয়ে শিক্ষামূলক ভিডিও টিকটকে বেশি দেখা যাবে। টিকটকের ডিফল্ট নিয়ম অনুসারে, ১৮ বছরের নিচে সব ব্যবহারকারীর জন্য প্রতিদিন স্ক্রিন টাইম এক ঘণ্টার সীমিত করা হবে।
এছাড়া, এই আপডেটে আরেক নতুন ফিচার রয়েছে, যা অভিভাবকদের তাদের সন্তানের অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করতে সাহায্য করবে। এদিকে ‘টাইম অ্যাওয়ে’ ফিচারটি অভিভাবকদের নির্দিষ্ট সময়ে (যেমন: স্কুলের সময় বা খাবারের সময়) টিকটকের অ্যাক্সেস বন্ধ করার সুযোগ দেবে।
তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপরে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে এ ধরনের প্যারেন্টাল কন্ট্রোলস। কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার অন্য কিছু গবেষণায় দেখা যায়, ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলোর ফলে মনোযোগের অভাবও দেখা দেয়।
টিকটকের কনটেন্ট অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ড. ভিকি হ্যারিসন বলেন, ‘টিকটক কিশোর-কিশোরী এবং তাদের পরিবারের কাছ থেকে পাওয়া প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে এমন কিছু টুল নিয়ে এসেছে, যা তাদের সুস্থভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সহায়তা করবে। ঘুমের গুরুত্ব, সুষম ব্যবহারের পাশাপাশি অভিভাবক-সন্তানের সম্পর্কের আরও উন্নয়ন—এসব সব ইতিবাচক পদক্ষেপ এগুলো আরও বৃদ্ধি পাবে।
এছাড়া, টিকটক জানিয়ে দিয়েছে যে, ১৩ বছরের নিচে কোনো ব্যবহারকারীকে তারা অ্যাকাউন্ট খুলতে অনুমতি দেয় না এই প্ল্যাটফর্ম এবং ১৬ বছরের নিচে সব ব্যবহারকারীর জন্য রাতের নোটিফিকেশন বন্ধ করে দেয়।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৭ ঘণ্টা আগে