Ajker Patrika

পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি এখনো সচল

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

পৃথিবীর প্রথম ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রকাশ করা হয় আজ থেকে ৩০ বছর আগে। এতে কোনো ছবি বা ভিডিও নেই। ওয়েবসাইটজুড়ে রয়েছে শুধু লেখা এবং কিছু হাইপারলিংক।  ওয়েবসাইটটিকে ‘দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্ট’ বলা হতো।

মজার ব্যাপার হলো— ওয়েবসাইটটি এখনো সচল। তিন দশক আগের অবস্থাতেই সেটি রয়েছে।

সুইজারল্যান্ডের ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্ন গবেষণাগারে তৈরি হয়েছিল ওয়েবসাইটটি। এটি ‘নেক্সট’ কোম্পানির কম্পিউটারে লেখা এবং অনলাইন করা হয়েছিল। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নেক্সট’–এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। 
 
দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল ওয়েবসাইটটি প্রকাশ করা। ওয়েবসাইটটি তৈরি করেছিলেন স্যার টিম বার্নার্স-লি। তিনি তখন সার্নের গবেষক। ১৯৯১ সালের ৬ আগস্ট সর্বপ্রথম ওয়েবসাইটটি উন্মোচন করা হয়। 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে সমাদৃত বার্নার্স লির বয়স এখন ৬৭ বছর। ১৯৮৯ সালের প্রথম দিকে তিনি ওয়েবের মূল ব্যবস্থাপনার প্রস্তাব করেন, যা পরবর্তীতে ইন্টারনেটে বিপ্লব ঘটিয়ে দেয়।

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে প্রকল্পের ইতিহাস এবং জড়িত ব্যক্তিদের তালিকা দেখা যায়। ওয়েবে মানুষের আনাগোনা বাড়াতে সাহায্য করার জন্য একটি অনুরোধও রয়েছে পেজটিতে। 

বর্তমানে বিশ্বে এখন আনুমানিক ১২০ কোটি থেকে ১৭০ কোটি ওয়েবসাইট রয়েছে। এ ছাড়া, ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে প্রায় ৫০০ কোটি । 

ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন এখানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত