Ajker Patrika

‘টিকটকের মতো’ শপিং ফিড আনল আমাজন 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ মে ২০২৩, ১৫: ৪১
‘টিকটকের মতো’ শপিং ফিড আনল আমাজন 

বিশ্ববিখ্যাত ই-কমার্স জায়ান্ট আমাজন টিকটকের মতো দেখতে ‘শপিং ফিড’ চালু করেছে। নতুন ফিডে শর্ট ভিডিও ও ছবি দুটিই থাকায় ক্রেতারা আরও ভালোভাবে পণ্য দেখতে পারবেন। এ ছাড়া, পণ্যের সঙ্গে সংযুক্ত ইনফ্লুয়েন্সার ভিডিও, ক্রেতাদের রিভিউ ও অন্যান্য বিস্তারিত পাওয়া যাবে। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।  

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে টিকটকের মতো একটি শপিং ফিড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল আমাজন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এবার ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা নিয়ে এল ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

নতুন গ্রাহকদের অ্যাপের মাধ্যমে সাইন আপ করতে হবে। পরবর্তীতে অ্যাপের ‘লাইট বাল্ব’ অপশনে ক্লিক করলে ২০ টি ক্যাটাগরির সাজেশন পাবেন ব্যবহারকারী। ক্যাটাগরিগুলো থেকে পছন্দের  পণ্যগুলোর ক্যাটাগরি বাছাই করবেন ব্যবহারকারী। 
 
এদিকে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) ৩২০ কোটি ডলার মুনাফা করেছে আমাজন। আগের বছরের একই সময়ে উল্টো ৩৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠানটির।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে দুই দফা কর্মী ছাঁটাইসহ খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়ায় বড় মুনাফা হয়েছে আমাজনের। প্রথম ত্রৈমাসিকে যতটা মুনাফা হবে বলে বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, সেটাকেও ছাড়িয়ে গেছে।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে আমাজনের রাজস্ব আগের বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, দ্বিতীয় ত্রৈমাসিকে আগের বছরের একই সময়ের থেকে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ বিক্রি বাড়বে। ডলারের হিসেবে বাড়বে ১২৭ কোটি থেকে ১৩৩ কোটির বিক্রয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত