অনলাইন ডেস্ক
ফেসবুকে কোনো বিষয়ে বন্ধু ও ফলোয়ারদের মতামত জানার একটি সহজ উপায় হলো প্ল্যাটফরমটিতে ‘পোল’ তৈরি করা। এর মাধ্যমে ফেসবুকের ফলোয়াররা সক্রিয় হন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফিচারটি বেশ সহায়ক। এ ছাড়া তাৎক্ষণিক অভিমত পেতেও এটি খুবই কার্যকর।
পোল কী
ফেসবুকের পোল অনেকটা ভোটের মতো। এখানে যেকোনো বিষয় নিয়ে ফলোয়ার বা বন্ধুদের প্রশ্ন করতে পারেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে প্রস্তাবিত দুটি উত্তর অপশন হিসেবে জুড়ে দেওয়া হয়। অপশনগুলো থেকে পছন্দের বিষয়টি বাছাই করবেন ফলোয়াররা। নির্দিষ্ট সময় শেষে কোন অপশনটি ফলোয়াররা বেশি নির্বাচন করছেন, তা জানা যাবে।
ফেসবুক স্টোরি, গ্রুপ ও পেজে এই পোল তৈরি করে শেয়ার করা যায়। তবে নিজের প্রোফাইলে সাধারণ পোস্ট হিসেবে এটি তৈরি করা যায় না। অর্থাৎ আপনার টাইমলাইন বা নিউজ ফিডের মাধ্যমে এটি করতে পারবেন না।
ফেসবুক স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে
ফলোয়ার বা বন্ধুদের খুব দ্রুত দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুক স্টোরির মাধ্যমে পোল তৈরি করা যায়। সাধারণ স্টোরির মতো এটি ২৪ ঘণ্টা থাকবে।
ফেসবুক স্টোরিতে পোল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ওপরের ডান দিকে থাকা প্লাস আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
২. মেনু থেকে স্টোরি অপশনে ট্যাপ করুন।
৩. যে ভিডিও ও ছবি স্টোরিতে দিতে চান তা নির্বাচন করুন।
৪. এরপর ওপরের ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এরপর পোল অপশনে ট্যাপ করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. শেয়ার বাটনে ট্যাপ করুন। এভাবে স্টোরিতেই পোল তৈরি হবে।
ফেসবুক গ্রুপে পোল তৈরি করবেন যেভাবে
কোনো গ্রুপের সদস্যদের মনোভাব জানার জন্য ফেসবুক গ্রুপে পোল তৈরি করতে পারেন। ডেস্কটপ ও স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক গ্রুপে পোল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
ডেস্কটপের মাধ্যমে
১. যে গ্রুপে পোলটি পোস্ট করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন।
২. ‘Write something’ টেক্সট বক্সে ট্যাপ করুন।
৩. এরপর ডান দিকের নিচের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পোল’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. শেয়ার বাটনে ট্যাপ করুন।
স্মার্টফোনের মাধ্যমে
১. যে গ্রুপে পোলটি পোস্ট করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন।
২. ‘Write something’ টেক্সট বক্সে ট্যাপ করুন।
৩. এরপর নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। এখানে কতগুলো অপশন দেখা যাবে।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পোল’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে পোলটি ফেসবুক গ্রুপে শেয়ার হবে।
ফেসবুক পেজে পোল তৈরি করবেন যেভাবে
১. নিজের ফেসবুক পেজে যান ও ‘ক্রিয়েট পোস্ট’ সেকশনে যান।
২. তিন ডটে ট্যাপ করুন ও মেনু থেকে ‘পোল’ অপশন নির্বাচন করুন।
৩ এরপর নিজের পছন্দমতো প্রশ্ন টাইপ করুন।
৪. পোলের দুটি অপশনও টাইপ করুন।
৫. এবার ফেসবুক পোস্টে পোলটি পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে কোনো বিষয়ে বন্ধু ও ফলোয়ারদের মতামত জানার একটি সহজ উপায় হলো প্ল্যাটফরমটিতে ‘পোল’ তৈরি করা। এর মাধ্যমে ফেসবুকের ফলোয়াররা সক্রিয় হন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফিচারটি বেশ সহায়ক। এ ছাড়া তাৎক্ষণিক অভিমত পেতেও এটি খুবই কার্যকর।
পোল কী
ফেসবুকের পোল অনেকটা ভোটের মতো। এখানে যেকোনো বিষয় নিয়ে ফলোয়ার বা বন্ধুদের প্রশ্ন করতে পারেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে প্রস্তাবিত দুটি উত্তর অপশন হিসেবে জুড়ে দেওয়া হয়। অপশনগুলো থেকে পছন্দের বিষয়টি বাছাই করবেন ফলোয়াররা। নির্দিষ্ট সময় শেষে কোন অপশনটি ফলোয়াররা বেশি নির্বাচন করছেন, তা জানা যাবে।
ফেসবুক স্টোরি, গ্রুপ ও পেজে এই পোল তৈরি করে শেয়ার করা যায়। তবে নিজের প্রোফাইলে সাধারণ পোস্ট হিসেবে এটি তৈরি করা যায় না। অর্থাৎ আপনার টাইমলাইন বা নিউজ ফিডের মাধ্যমে এটি করতে পারবেন না।
ফেসবুক স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে
ফলোয়ার বা বন্ধুদের খুব দ্রুত দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুক স্টোরির মাধ্যমে পোল তৈরি করা যায়। সাধারণ স্টোরির মতো এটি ২৪ ঘণ্টা থাকবে।
ফেসবুক স্টোরিতে পোল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ওপরের ডান দিকে থাকা প্লাস আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
২. মেনু থেকে স্টোরি অপশনে ট্যাপ করুন।
৩. যে ভিডিও ও ছবি স্টোরিতে দিতে চান তা নির্বাচন করুন।
৪. এরপর ওপরের ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এরপর পোল অপশনে ট্যাপ করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. শেয়ার বাটনে ট্যাপ করুন। এভাবে স্টোরিতেই পোল তৈরি হবে।
ফেসবুক গ্রুপে পোল তৈরি করবেন যেভাবে
কোনো গ্রুপের সদস্যদের মনোভাব জানার জন্য ফেসবুক গ্রুপে পোল তৈরি করতে পারেন। ডেস্কটপ ও স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক গ্রুপে পোল তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
ডেস্কটপের মাধ্যমে
১. যে গ্রুপে পোলটি পোস্ট করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন।
২. ‘Write something’ টেক্সট বক্সে ট্যাপ করুন।
৩. এরপর ডান দিকের নিচের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পোল’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. শেয়ার বাটনে ট্যাপ করুন।
স্মার্টফোনের মাধ্যমে
১. যে গ্রুপে পোলটি পোস্ট করতে চান সেই গ্রুপে প্রবেশ করুন।
২. ‘Write something’ টেক্সট বক্সে ট্যাপ করুন।
৩. এরপর নিচের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। এখানে কতগুলো অপশন দেখা যাবে।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘পোল’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে পোলটি ফেসবুক গ্রুপে শেয়ার হবে।
ফেসবুক পেজে পোল তৈরি করবেন যেভাবে
১. নিজের ফেসবুক পেজে যান ও ‘ক্রিয়েট পোস্ট’ সেকশনে যান।
২. তিন ডটে ট্যাপ করুন ও মেনু থেকে ‘পোল’ অপশন নির্বাচন করুন।
৩ এরপর নিজের পছন্দমতো প্রশ্ন টাইপ করুন।
৪. পোলের দুটি অপশনও টাইপ করুন।
৫. এবার ফেসবুক পোস্টে পোলটি পোস্ট করার জন্য ‘শেয়ার নাও’ অপশনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে