Ajker Patrika

প্রজাপতি উড়ল ৪ হাজার কিমি

ফিচার ডেস্ক
প্রজাপতি উড়ল ৪ হাজার কিমি

পেইন্টেড লেডি প্রজাতির প্রজাপতির ৪ হাজার ২০০ কিলোমিটার বা ২ হাজার ৬০০ মাইল পথ পাড়ি দেওয়ার ঘটনা নথিভুক্ত করেছেন গবেষকেরা। একটি পতঙ্গের জন্য এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া নতুন রেকর্ড।

গবেষকেরা ধারণা করছেন, বৈশ্বিক উষ্ণায়ন এবং পরিবর্তনশীল জলবায়ু কীটপতঙ্গের এই স্থানান্তরে প্রভাব রাখছে। ছোট ছোট এই ঘটনা বৃহত্তর পরিবর্তনের লক্ষণ। এসব ঘটনা বিশ্বব্যাপী জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ গবেষণার অন্যতম বিজ্ঞানী জেরার্ড তালাভেরা বলেন, ‘পোকামাকড় ছড়িয়ে যাওয়ার পদ্ধতিগত পর্যবেক্ষণ অপরিহার্য। এগুলো বৈশ্বিক পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যের সম্ভাব্য ঝুঁকির ভবিষ্যদ্বাণী করতে এবং ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।’

‘নেচার’ কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এই গবেষণার সঙ্গে জড়িত ছিলেন বোটানিক্যাল ইনস্টিটিউট অব বার্সেলোনা (আইবিবি), সিএসআইসি, বার্সেলোনার প্রাকৃতিক বিজ্ঞান জাদুঘরের যৌথ কেন্দ্র এবং পোল্যান্ডের ডব্লিউ সাফার বোটানিক্যাল ইনস্টিটিউটের গবেষকেরা। নেতৃত্বে ছিল স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল বা সিএসআইসি। এই গবেষণার সঙ্গে আরও যুক্ত ছিল কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়, বিবর্তনীয় জীববিজ্ঞান ইনস্টিটিউট এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

২০১৩ সালের অক্টোবর মাসে বার্সেলোনার বোটানিক্যাল ইনস্টিটিউটের সিএসআইসি গবেষক জেরার্ড তালাভেরা ফ্রেঞ্চ গায়ানার আটলান্টিক সৈকতে বেশ কয়েকটি পেইন্টেড লেডি প্রজাপতি শনাক্ত করেছিলেন। প্রজাপতির এ প্রজাতি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় না বলে বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। বাতাসের গতিপথ, বিভিন্ন মহাদেশের পরাগের ডিএনএ বিশ্লেষণ, হাইড্রোজেন ও স্ট্রন্টিয়ামের স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ করে গবেষকেরা পেইন্টেড লেডি প্রজাপতির পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক অতিক্রম করার রহস্য উন্মোচন করেন।

সূত্র: এসসিআইটেক ডেইলি ডট কম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত