অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা হয়। এটি শুধু ব্যবসার ডিজিটাল উপস্থিতিই নিশ্চিত করে না, বরং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন, পণ্যের প্রচার, রিভিউ সংগ্রহ ও বিজ্ঞাপন প্রচারের সুযোগও করে দেয়। সঠিকভাবে গঠিত একটি ফেসবুক বিজনেস পেজ ব্র্যান্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এবার ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৬. পেজ নেমের জায়গায় পছন্দমতো পেজের নাম টাইপ করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. এখন ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন। এ জন্য সার্চ ফর ক্যাটাগরি অপশনে টাইপ করে কাঙ্ক্ষিত ক্যাটাগরি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এ ক্ষেত্রে পেজের সঙ্গে একাধিক ক্যাটাগরি নির্বাচন করা যাবে।
৮. ক্যাটাগরি নির্বাচন হলে নিচের ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার পেজের লক্ষ্য কী নির্বাচন করুন। ব্যবসায়িক কাজে পেজ খুললে ‘প্রমোট ইউওর প্রোডাক্টস অর সার্ভিসেস’ অপশনে ট্যাপ করুন।
আর কনটেন্ট প্রচারের জন্য পেজ তৈরি করলে ‘ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করুন।
১০. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১১. এর পরের পেজে ব্যবসার বায়ো (বিস্তারিত), ওয়েবসাইট, ঠিকানা, ই–মেইল, ফোন নম্বর ইত্যাদি যুক্ত করুন। তবে এসব তথ্য চাইলে পেজ তৈরির পরেও যুক্ত করা যায়। তথ্যগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করুন।
১২. এখন কাস্টমাইজ ইউওর পেজ নামের একটি পেজ দেখা যাবে। এখানে ক্যামেরা বাটনের ওপর ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে বা নতুন ছবি তুলে পেজের প্রোফাইল ছবি বা কভার ছবি যুক্ত করতে পারবেন।
১৩. এবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৪. এখন বন্ধুদের পেজে আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের নামের পাশে ট্যাপ করে নির্বাচন করুন। ‘ইনভাইট’ বাটনে ট্যাপ করুন।
১৫. এখন নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৬. এবার ‘গেট মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ই–মেইলস’ ও ‘গেট নোটিফিকেশন অন ইউওর প্রোফাইল’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
এসব অপশনের মাধ্যমে পেজ সম্পর্কিত তথ্য আপনার ই–মেইল পৌঁছাবে ও প্রোফাইলে নোটিফিকেশন পাওয়া যাবে।
১৭. এবার ডান বাটনে ট্যাপ করলেই নতুন পেজটি চালু হয়ে যাবে।
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা হয়। এটি শুধু ব্যবসার ডিজিটাল উপস্থিতিই নিশ্চিত করে না, বরং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন, পণ্যের প্রচার, রিভিউ সংগ্রহ ও বিজ্ঞাপন প্রচারের সুযোগও করে দেয়। সঠিকভাবে গঠিত একটি ফেসবুক বিজনেস পেজ ব্র্যান্ডকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
ফেসবুক পেজ তৈরি করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এবার ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘গেট স্টার্টটেড’ অপশনে ট্যাপ করুন।
৬. পেজ নেমের জায়গায় পছন্দমতো পেজের নাম টাইপ করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. এখন ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন। এ জন্য সার্চ ফর ক্যাটাগরি অপশনে টাইপ করে কাঙ্ক্ষিত ক্যাটাগরি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এ ক্ষেত্রে পেজের সঙ্গে একাধিক ক্যাটাগরি নির্বাচন করা যাবে।
৮. ক্যাটাগরি নির্বাচন হলে নিচের ‘ক্রিয়েট’ অপশনে ট্যাপ করুন।
৯. এবার পেজের লক্ষ্য কী নির্বাচন করুন। ব্যবসায়িক কাজে পেজ খুললে ‘প্রমোট ইউওর প্রোডাক্টস অর সার্ভিসেস’ অপশনে ট্যাপ করুন।
আর কনটেন্ট প্রচারের জন্য পেজ তৈরি করলে ‘ক্রিয়েট কনটেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস’ অপশন নির্বাচন করুন।
১০. এখন ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
১১. এর পরের পেজে ব্যবসার বায়ো (বিস্তারিত), ওয়েবসাইট, ঠিকানা, ই–মেইল, ফোন নম্বর ইত্যাদি যুক্ত করুন। তবে এসব তথ্য চাইলে পেজ তৈরির পরেও যুক্ত করা যায়। তথ্যগুলো দেওয়ার পর নেক্সট বাটনে ট্যাপ করুন।
১২. এখন কাস্টমাইজ ইউওর পেজ নামের একটি পেজ দেখা যাবে। এখানে ক্যামেরা বাটনের ওপর ট্যাপ করে ফোনের গ্যালারি থেকে বা নতুন ছবি তুলে পেজের প্রোফাইল ছবি বা কভার ছবি যুক্ত করতে পারবেন।
১৩. এবার নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৪. এখন বন্ধুদের পেজে আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের নামের পাশে ট্যাপ করে নির্বাচন করুন। ‘ইনভাইট’ বাটনে ট্যাপ করুন।
১৫. এখন নেক্সট বাটনে ট্যাপ করুন।
১৬. এবার ‘গেট মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ই–মেইলস’ ও ‘গেট নোটিফিকেশন অন ইউওর প্রোফাইল’ অপশনের পাশে টগল বাটনে ট্যাপ করুন।
এসব অপশনের মাধ্যমে পেজ সম্পর্কিত তথ্য আপনার ই–মেইল পৌঁছাবে ও প্রোফাইলে নোটিফিকেশন পাওয়া যাবে।
১৭. এবার ডান বাটনে ট্যাপ করলেই নতুন পেজটি চালু হয়ে যাবে।
ফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪৩ মিনিট আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৯ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৯ ঘণ্টা আগে