Ajker Patrika

চীনে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট

আজকের পত্রিকা ডেস্ক­
হাফ ম্যারাথনে অংশ নেওয়া একটি রোবট। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এ ম্যারাথনের আয়োজন করা হয়। ছবি: এএফপি
হাফ ম্যারাথনে অংশ নেওয়া একটি রোবট। গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে এ ম্যারাথনের আয়োজন করা হয়। ছবি: এএফপি

বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।

সিএনএনের খবরে বলা হয়েছে, চীনের রোবট প্রযুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। দেশটির তৈরি রোবটের ভিডিও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওতে এমনও দেখা গেছে, রোবট মোটরবাইক চালাচ্ছে, কুস্তি লড়াইয়ে প্রতিপক্ষকে লাথি দিচ্ছে। এবার জনসমক্ষে দৌড়াতে দেখা গেল রোবটগুলোকে।

গত শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে ম্যারাথনের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁদের রোবট নিয়ে। এই প্রতিযোগিতায় রোবট জিততে পারেনি। তবে এর মধ্য দিয়ে মূলত নিজেদের প্রযুক্তির উৎকর্ষের আওয়াজ দিয়েছে চীনের প্রতিষ্ঠানগুলো।

চীন বেশ কিছুদিন ধরে রোবট প্রযুক্তি নিয়ে কাজ করছে। ২০২৩ সালের চীনের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুসারে, তারা ২০২৫ সালের মানুষ আকৃতির এমন রোবটের বড় উৎপাদনে যেতে চায়। আর এখানেই শঙ্কা দেখা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এই প্রযুক্তির কারণে সাইবার জগতের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং মানুষের কর্মক্ষেত্রে প্রতিযোগী হয়ে উঠতে পারে এআই। এর সঙ্গে যুক্ত হয়েছে রোবট। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মানুষকে পেছনে ফেলতে পারে।

তবে শনিবারের ঘটনাটি খানিকটা হলেও মানুষের আশা জাগিয়ে রাখতে পারে। ১২ হাজার মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলো হেরে গেছে। এমনকি দৌড়ানোর সময় রোবটগুলোকে পড়ে যেতেও দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত