প্রযুক্তি ডেস্ক
প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্রিটিশ ট্যাবলয়েড ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের নতুন ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন কর্মীদের চিহ্নিত করে তাঁদের ছাঁটাই করতে সাহায্য করবে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শুরু থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। গুগলের নতুন ব্যবস্থা এরই মধ্যে ৬ শতাংশ কর্মীকে নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন বলে চিহ্নিত করেছে। এই সিস্টেমের ফলে গুগলের পক্ষ থেকে কর্মীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা কমে যেতে পারে। কমে যেতে পারে কর্মদক্ষতার পুরস্কার হিসেবে স্টক দেওয়ার হারও।
গত জুলাইয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। সামনে আরও অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য।’ বিগত কয়েক মাস ধরেই সুন্দর পিচাই তাঁর কর্মীদের কাজে আরও উন্নতির লক্ষ্যে অনুরোধ জানিয়ে আসছিলেন। কর্মীদের সঙ্গে এক মিটিং এ তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই সবকিছুর খবর রাখছেন। আপনারা জানেন, আমরা বিগত দশকের শেষ থেকেই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়েছি। আমি মনে করি, কোম্পানির স্বার্থে আমাদের সবার এক হয়ে এই কঠিন সময় পার হওয়া অনেক গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে এই বছর গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট নানা সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ২৭ শতাংশ কমে যায়। এর আগে, চলতি মাসের শুরুতে মেটা তাঁদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারও আগে, আরেক জনপ্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও তাঁদের সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করে।
প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্রিটিশ ট্যাবলয়েড ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের নতুন ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন কর্মীদের চিহ্নিত করে তাঁদের ছাঁটাই করতে সাহায্য করবে।
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শুরু থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। গুগলের নতুন ব্যবস্থা এরই মধ্যে ৬ শতাংশ কর্মীকে নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন বলে চিহ্নিত করেছে। এই সিস্টেমের ফলে গুগলের পক্ষ থেকে কর্মীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা কমে যেতে পারে। কমে যেতে পারে কর্মদক্ষতার পুরস্কার হিসেবে স্টক দেওয়ার হারও।
গত জুলাইয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। সামনে আরও অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য।’ বিগত কয়েক মাস ধরেই সুন্দর পিচাই তাঁর কর্মীদের কাজে আরও উন্নতির লক্ষ্যে অনুরোধ জানিয়ে আসছিলেন। কর্মীদের সঙ্গে এক মিটিং এ তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই সবকিছুর খবর রাখছেন। আপনারা জানেন, আমরা বিগত দশকের শেষ থেকেই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়েছি। আমি মনে করি, কোম্পানির স্বার্থে আমাদের সবার এক হয়ে এই কঠিন সময় পার হওয়া অনেক গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে এই বছর গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট নানা সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ২৭ শতাংশ কমে যায়। এর আগে, চলতি মাসের শুরুতে মেটা তাঁদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারও আগে, আরেক জনপ্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও তাঁদের সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
৩৩ মিনিট আগেচীনের কনটেম্পরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোং লিমিটেড (সিএটিএল) বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি নির্মাতাপ্রতিষ্ঠান। এই কোম্পানি নতুন একটি সুপারচার্জিং ব্যাটারি উন্মোচন করেছে। এই ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেই ৩২০ মাইল বা ৫৬৩ কিলোমিটার পথ চলতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেন মানুষের কণ্ঠ ও চেহারা অন্যায়ভাবে ব্যবহার না করে, তা নিয়ে ২০২৪ সালে বিক্ষোভ করে হলিউডের শক্তিশালী শ্রমিক ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। তাই গত বছরের শেষ দিকে এক চুক্তির মাধ্যমে শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হয়। তবে বোঝাই যাচ্ছিল, সিনেমাশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার
১৬ ঘণ্টা আগেআশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল স্কাইনেট নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে সচেতন হয়ে উঠে এবং মানবজাতিকে ধ্বংস করতে উদ্যোগী হয়। তখন সেটি ছিল নিছক বিজ্ঞান কল্পকাহিনি। তবে সময় বদলেছে। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কেবল কল্পকাহিনির বিষয় নয়, তা বাস্তব হয়ে উঠছে।
১৮ ঘণ্টা আগে