Ajker Patrika

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

প্রযুক্তি ডেস্ক
এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ব্রিটিশ ট্যাবলয়েড ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালফাবেটের নতুন ‘পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকদের নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন কর্মীদের চিহ্নিত করে তাঁদের ছাঁটাই করতে সাহায্য করবে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শুরু থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে। গুগলের নতুন ব্যবস্থা এরই মধ্যে ৬ শতাংশ কর্মীকে নিম্ন কর্মদক্ষতাসম্পন্ন বলে চিহ্নিত করেছে। এই সিস্টেমের ফলে গুগলের পক্ষ থেকে কর্মীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা কমে যেতে পারে। কমে যেতে পারে কর্মদক্ষতার পুরস্কার হিসেবে স্টক দেওয়ার হারও। 

গত জুলাইয়ে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছিলেন, ‘এটি স্পষ্ট যে আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছি। সামনে আরও অনিশ্চয়তা অপেক্ষা করছে আমাদের জন্য।’ বিগত কয়েক মাস ধরেই সুন্দর পিচাই তাঁর কর্মীদের কাজে আরও উন্নতির লক্ষ্যে অনুরোধ জানিয়ে আসছিলেন। কর্মীদের সঙ্গে এক মিটিং এ তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা সবাই সবকিছুর খবর রাখছেন। আপনারা জানেন, আমরা বিগত দশকের শেষ থেকেই কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমরা একটু বেশি দায়িত্বশীল হয়েছি। আমি মনে করি, কোম্পানির স্বার্থে আমাদের সবার এক হয়ে এই কঠিন সময় পার হওয়া অনেক গুরুত্বপূর্ণ।’ 

উল্লেখ্য, করোনা মহামারি ও মূল্যস্ফীতির কারণে এই বছর গুগলের মাতৃ প্রতিষ্ঠান অ্যালফাবেট নানা সমস্যার মুখোমুখি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা প্রায় ২৭ শতাংশ কমে যায়। এর আগে, চলতি মাসের শুরুতে মেটা তাঁদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। তারও আগে, আরেক জনপ্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারও তাঁদের সাড়ে ৩ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত