আজকের পত্রিকা ডেস্ক
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে