Ajker Patrika

চ্যাটজিপিটি নিয়ে শঙ্কিত খোদ এর নির্মাতা 

প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি নিয়ে শঙ্কিত খোদ এর নির্মাতা 

চ্যাটজিপিটি নিয়ে সাধারণ মানুষের শঙ্কার কথা কারও অজানা নয়। তবে এবার জানা গেল এই চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও কিছুটা শঙ্কিত। সংবাদমাধ্যম এবিসি নিউজকে এ কথা জানিয়েছেন অল্টম্যান।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘এআই চ্যাটবটটি অনেক ধরনের চাকরি বিলুপ্ত করবে। এটি যে সব কাজ করতে পারে তার জন্য আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ প্রমাণ করেছে, তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে কিছু পরিবর্তন ১০ বছরেরও কম সময়ে ঘটবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের সৃষ্টিশীলতা সীমাহীন। মানুষ কোনো না কোনোভাবে নতুন কাজ খুঁজে নেয়।’

চ্যাটজিপিটির অপব্যবহার নিয়েও শঙ্কা প্রকাশ করে অল্টম্যান বলেন, ‘এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো বৃহৎ পরিসরে ভুয়া তথ্য ছড়ানোর কাজে ব্যবহার করা হতে পারে।’ সাইবার হামলা বাড়ার আশঙ্কার কথাও জানান অল্টম্যান। কারণ, ধীরে ধীরে কোডিংয়েও পারদর্শী হয়ে উঠছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল হলেও তা মানুষই নিয়ন্ত্রণ করে। তাই কোন ধরনের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে সেটাও ভাবার বিষয়।

অল্টম্যান গত মাসে একাধিক টুইট বার্তার মাধ্যমে সতর্কবার্তা জানান। এক টুইটে তিনি লেখেন, পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ংকর প্রভাব থেকে বেশি দূরে নয়। আরেক টুইটে এআইকে নিয়ন্ত্রণের কথাও বলেন অল্টম্যান।

চলতি সপ্তাহে ওপেনএআই জিপিটি-৪ উন্মোচন করে। অল্টম্যান এই সংস্করণকে আগের সংস্করণের তুলনায় ‘কম পক্ষপাতদুষ্ট’ ও ‘আরও সৃজনশীল’ হিসেবে আখ্যা দিয়েছেন। জিপিটি-৪ ব্যবহার করতে হলে চ্যাটজিপিটির প্লাস সাবস্ক্রিপশন সেবা নিতে হবে। নতুন এই সংস্করণ আগের সংস্করণের তুলনায় আরও নির্ভুল হওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সঙ্গে এটি আগের চেয়ে বেশি সময় ধরে সংলাপ করতে সক্ষম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত