বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানিয়েছে, এ সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি মাস্ক। গত মাসে মাস্ক বলেছিলেন, তিনি টেসলার ৩৯৫ কোটি ডলার শেয়ার বিক্রি করেছেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার একদিন পরেই তিনি এ কথা বলেছিলেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।
গতকাল বুধবারে নাসডাক তালিকাভুক্ত টেসলার শেয়ারমূল্য ৫০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। ২০২০ সালের পরে টেসলার এতটা দরপতন আর কখনো হয়নি। গত বছরের শেষে কোম্পানিটির মূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি ছিল। কিন্তু গত কয়েক মাসে এর মূল্য ব্যাপকভাবে কমে গেছে।
গত অক্টোবরে টুইটার কিনেছেন মাস্ক। সে সময় টুইটার কেনার অর্থ জোগাড় করতে গিয়ে টেসলার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তারপর থেকে তাঁর ব্যবসায়িক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টুইটার। টেসলার শেয়ার পতনের এটি একটি বড় কারণ বলে মনে করছেন অনেকেই।
বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। কারণ দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর এ সপ্তাহে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে, এখন বিশ্বের শীর্ষ ধনী বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ১৯১ কোটি মার্কিন ডলার।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানিয়েছে, এ সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি মাস্ক। গত মাসে মাস্ক বলেছিলেন, তিনি টেসলার ৩৯৫ কোটি ডলার শেয়ার বিক্রি করেছেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার একদিন পরেই তিনি এ কথা বলেছিলেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।
গতকাল বুধবারে নাসডাক তালিকাভুক্ত টেসলার শেয়ারমূল্য ৫০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। ২০২০ সালের পরে টেসলার এতটা দরপতন আর কখনো হয়নি। গত বছরের শেষে কোম্পানিটির মূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি ছিল। কিন্তু গত কয়েক মাসে এর মূল্য ব্যাপকভাবে কমে গেছে।
গত অক্টোবরে টুইটার কিনেছেন মাস্ক। সে সময় টুইটার কেনার অর্থ জোগাড় করতে গিয়ে টেসলার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তারপর থেকে তাঁর ব্যবসায়িক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টুইটার। টেসলার শেয়ার পতনের এটি একটি বড় কারণ বলে মনে করছেন অনেকেই।
বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। কারণ দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর এ সপ্তাহে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে, এখন বিশ্বের শীর্ষ ধনী বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ১৯১ কোটি মার্কিন ডলার।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১০ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১২ ঘণ্টা আগে