কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই–তে বিনিয়োগ করছে।
এএমডি মূলত আয় বাড়াতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তিতে আরও গুরুত্ব দিচ্ছে। কোম্পানিটির মূল প্রতিদ্বন্দ্বী কোম্পানি এনভিডিয়া এআই চিপ বাজারে আধিপত্য বিস্তার করেছে। এনভিডিয়ার এসব চিপ বেশ দামি ও এগুলো চাহিদাও অনেক বেশি। বিশেষ করে এআই সিস্টেমের জন্য বড় বড় ডেটা সেন্টার পরিচালনায় এসব চিপের চাহিদা বেশি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এএমডির এআই চিপ চালিত ডেটা সেন্টার ব্যবসা বেশ ভালোই চলছে। সাম্প্রতিক মাসগুলোতে আয় দ্বিগুণ হয়েছে কোম্পানিটির। তবে এএমডি তার অন্যান্য ব্যবসা থেকে বেশি লাভবান হতে পারছে না। কম্পিউটারের জন্য চিপ বিক্রির হার ২৯ শতাংশ বাড়লেও গেমিং চিপ বিক্রির হার ৬৯ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে এএমডির ডেটা সেন্টারের ব্যবসা ৯৮ শতাংশ বৃদ্ধি পাবে, যা কোম্পানির মোট প্রত্যাশিত বৃদ্ধির ১৩ শতাংশের চেয়ে অনেক বেশি। তাই এএমডি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উন্নয়নের জন্য আরও বেশি সম্পদ বিনিয়োগ করতে চায়।
তবে এআই চিপ তৈরি ও উন্নয়ন সস্তা নয়। চিপ তৈরির জন্য এএমডির গবেষণা ব্যয় ৯ শতাংশ বেড়েছে এবং উৎপাদন ব্যয় ১১ শতাংশ বেড়েছে। এই উন্নত চিপগুলো তৈরি করা ব্যয়সাপেক্ষ, কারণ এগুলো তৈরি করার জন্য পর্যাপ্ত সুবিধা এখনো নেই এবং প্রযুক্তিটি বেশ জটিল।
এই বছর শেষের দিকে নতুন এআই চিপ ‘এমআই ৩২৫ এক্স; তৈরি শুরু করার পরিকল্পনা করছে এএমডি। মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ডেটা সেন্টারের জন্য এই ধরনের চিপ কিনতে আগ্রহী।
এসব পরিকল্পনা সত্ত্বেও চলতি বছর এএমডির শেয়ার মূল্য ৩ শতাংশের বেশি কমেছে। গত বছর এআই প্রযুক্তি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিল বিনিয়োগকারীরা এবং তাদের শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছিল।
প্রযুক্তি শিল্পের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে এমএমডি। এ জন্য কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিটি। এআই তে আরও বিনিয়োগ করার নেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। এটি একটি স্পষ্ট সংকেত যে, কম্পিউটার চিপ শিল্পে পরিবর্তন আসছে, যেখানে প্রচলিত কম্পিউটিং চাহিদার তুলনায় এআই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই–তে বিনিয়োগ করছে।
এএমডি মূলত আয় বাড়াতে ও প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তিতে আরও গুরুত্ব দিচ্ছে। কোম্পানিটির মূল প্রতিদ্বন্দ্বী কোম্পানি এনভিডিয়া এআই চিপ বাজারে আধিপত্য বিস্তার করেছে। এনভিডিয়ার এসব চিপ বেশ দামি ও এগুলো চাহিদাও অনেক বেশি। বিশেষ করে এআই সিস্টেমের জন্য বড় বড় ডেটা সেন্টার পরিচালনায় এসব চিপের চাহিদা বেশি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এএমডির এআই চিপ চালিত ডেটা সেন্টার ব্যবসা বেশ ভালোই চলছে। সাম্প্রতিক মাসগুলোতে আয় দ্বিগুণ হয়েছে কোম্পানিটির। তবে এএমডি তার অন্যান্য ব্যবসা থেকে বেশি লাভবান হতে পারছে না। কম্পিউটারের জন্য চিপ বিক্রির হার ২৯ শতাংশ বাড়লেও গেমিং চিপ বিক্রির হার ৬৯ শতাংশ কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে এএমডির ডেটা সেন্টারের ব্যবসা ৯৮ শতাংশ বৃদ্ধি পাবে, যা কোম্পানির মোট প্রত্যাশিত বৃদ্ধির ১৩ শতাংশের চেয়ে অনেক বেশি। তাই এএমডি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উন্নয়নের জন্য আরও বেশি সম্পদ বিনিয়োগ করতে চায়।
তবে এআই চিপ তৈরি ও উন্নয়ন সস্তা নয়। চিপ তৈরির জন্য এএমডির গবেষণা ব্যয় ৯ শতাংশ বেড়েছে এবং উৎপাদন ব্যয় ১১ শতাংশ বেড়েছে। এই উন্নত চিপগুলো তৈরি করা ব্যয়সাপেক্ষ, কারণ এগুলো তৈরি করার জন্য পর্যাপ্ত সুবিধা এখনো নেই এবং প্রযুক্তিটি বেশ জটিল।
এই বছর শেষের দিকে নতুন এআই চিপ ‘এমআই ৩২৫ এক্স; তৈরি শুরু করার পরিকল্পনা করছে এএমডি। মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ডেটা সেন্টারের জন্য এই ধরনের চিপ কিনতে আগ্রহী।
এসব পরিকল্পনা সত্ত্বেও চলতি বছর এএমডির শেয়ার মূল্য ৩ শতাংশের বেশি কমেছে। গত বছর এআই প্রযুক্তি নিয়ে অত্যন্ত আগ্রহী ছিল বিনিয়োগকারীরা এবং তাদের শেয়ার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছিল।
প্রযুক্তি শিল্পের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে এমএমডি। এ জন্য কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে কোম্পানিটি। এআই তে আরও বিনিয়োগ করার নেওয়ার পরিকল্পনা করছে কোম্পানিটি। এটি একটি স্পষ্ট সংকেত যে, কম্পিউটার চিপ শিল্পে পরিবর্তন আসছে, যেখানে প্রচলিত কম্পিউটিং চাহিদার তুলনায় এআই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
৭ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১২ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
২০ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১ দিন আগে