Ajker Patrika

স্প্যাম–ভুয়া অ্যাকাউন্টের তথ্য না দিলে টুইটার কেনা বাতিল, মাস্কের হুমকি

স্প্যাম–ভুয়া অ্যাকাউন্টের তথ্য না দিলে টুইটার কেনা বাতিল, মাস্কের হুমকি

টুইটার কর্তৃপক্ষকে অবশ্যই স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে উপযুক্ত তথ্য দিতে হবে। তথ্য দিতে না পারলে টুইটার কেনার চুক্তি বাতিল করা হবে বলে হুমকি দিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। সোমবার টুইটারকে পাঠানো এক চিঠিতে তিনি বলেছেন, স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দিতে না পারলে তিনি টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার তাঁকে তথ্য না দিয়ে স্পষ্টত চুক্তির বাধ্যবাধকতার স্পষ্ট লঙ্ঘন করেছে। এবং মাস্ক যে কোনো সময় এই চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন। ইলন মাস্কের আইনজীবী মাস্কের হয়ে ওই চিঠি পাঠিয়েছেন। 

এর আগে, চলতি বছরের মার্চেই ইলন মাস্ক বলেছিলেন তিনি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন। সেসময় তিনি বলেছিলেন, তিনি আশা করেন—টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্টের বিষয়ে পর্যাপ্ত তথ্য দেবে। 

ইলন মাস্কের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘মাস্ক বিশ্বাস করেন, টুইটার স্পষ্টভাবে টুইটার একীভূতকরণ চুক্তির বাধ্যবাধকতা মেনে চলা প্রত্যাখ্যান করেছে। যার ফলে এই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে—প্রতিষ্ঠানটি (টুইটার) মাস্কের অনুরোধকৃত তথ্য আটকে দিয়েছে।’ 

মাস্কের হয়ে পাঠানো চিঠিতে বলা হয়, ‘মাস্ক আরও বিশ্বাস করেন যে—প্রতিষ্ঠানটি তাঁর তথ্য প্রাপ্তির অধিকারকে ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত