সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
গত জানুয়ারিতে আর১ রিজনিং মডেলটি বিশ্বব্যাপী চালু করে ডিপসিক। বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এই মডেল ব্যবহারে আগ্রহী হয়েছে অনেকেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিপসিকের এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই তড়িঘড়ি করে তাদের নিজস্ব রিজনিং মডেল ও৩-মিনি ফ্রি করে দিয়েছে।
ওপেনএআই দাবি করছে, তাদের ও৩ মিনি মডেলটি গণনা, কোডিং এবং বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক কাজের জন্য দক্ষ। ও১ মিনির তুলনায় আরও স্পষ্ট ও সঠিক উত্তর দেয় এই মডেল।
তা ছাড়া, ও৩ মিনি এখন চ্যাটজিপিটির ওয়েব সার্চ সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড। এর ফলে ব্যবহারকারীরা আপডেটেড উত্তর পাবেন এবং প্রাসঙ্গিক ওয়েব সোর্সের লিংকও দেখতে পারবেন। তবে, ও৩ মিনিতে ভিশন ফিচার নেই, অর্থাৎ ব্যবহারকারীরা ছবি শেয়ার করে মডেলের কাছ থেকে উত্তর আশা করতে পারবেন না।
রিজনিং মডেল কী
রিজনিং মডেলগুলো হলো বড় ভাষার মডেল। মডেলটিকে জটিল কাজ সম্পাদনের প্রশিক্ষণের জন্য রিইনফোর্সমেন্ট লার্নিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। জিপিটি–৪-এর মতো সাধারণ মডেলগুলো দ্রুত উত্তর দেয়। তবে রিজনিং মডেলগুলো চিন্তা করার জন্য কিছুটা সময় নেয়। এই প্রক্রিয়া তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, কোডিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বহুমাত্রিক পরিকল্পনায় দক্ষ করে তোলে।
ওপেনএআইয়ের ও৩ মডেলটির ডিপসিকের আর১ মডেলের সমান কার্যক্ষমতা রয়েছে। তবে প্রতি ১ মিলিয়ন ইনপুট টোকেনের জন্য এর মূল্য ছিল ১ দশমিক ১০ ডলার, যা ডিপসিক মডেলের দ্বিগুণ।
ডিপসিক তাদের ভি৩ এবং আর১ মডেল প্রকাশ করার পর থেকে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কারণ ডিপসিক দাবি করেছে, তারা তাদের ভি৩ মডেল তৈরি করতে মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করেছে এবং পুরোনো এনভিডিয়া এইচ ৮০০ জিপিইউ ব্যবহার করেছে। যেখানে ওপেনএআই ও অন্যান্য প্রতিষ্ঠান একই ধরনের মডেল তৈরিতে শতকোটি ডলার খরচ করেছে।
ও৩ মিনি ব্যবহার করবেন যেভাবে
ও৩ মিনি ব্যবহারের জন্য অফিশিয়াল চ্যাটজিপিটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে নতুন ‘রিজন’ অপশনটি নির্বাচন করে মডেলটি অ্যাকসেস করতে পারবেন।
ওপেনএআই তাদের ব্লগ পোস্টে স্পষ্টভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারের সীমা উল্লেখ না করলেও, ধারণা করা হচ্ছে যে এটি জিপিটি-৪ও মডেলের মতোই হবে। তবে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য দৈনিক ৫০ থেকে ১৫০টি মেসেজ পাঠানোর সীমা বাড়ানো হয়েছে।
ও৩ মিনি মডেলটি তিনটি পারফরম্যান্স লেভেলে ব্যবহার করা যাবে—লো, মিডিয়াম এবং হাই। ডেভেলপাররা তাদের পছন্দের লেভেলটি বেছে নিতে পারবেন। তবে, শুধু চ্যাটজিপিটি প্রো সংস্করণের ব্যবহারকারীরা ও৩ মিনি এবং ও৩ মিনি হাই-এর ‘সীমাহীন অ্যাকসেস’ পাবেন।
তথ্যসূত্র: মিন্ট
সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
গত জানুয়ারিতে আর১ রিজনিং মডেলটি বিশ্বব্যাপী চালু করে ডিপসিক। বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এই মডেল ব্যবহারে আগ্রহী হয়েছে অনেকেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিপসিকের এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই তড়িঘড়ি করে তাদের নিজস্ব রিজনিং মডেল ও৩-মিনি ফ্রি করে দিয়েছে।
ওপেনএআই দাবি করছে, তাদের ও৩ মিনি মডেলটি গণনা, কোডিং এবং বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক কাজের জন্য দক্ষ। ও১ মিনির তুলনায় আরও স্পষ্ট ও সঠিক উত্তর দেয় এই মডেল।
তা ছাড়া, ও৩ মিনি এখন চ্যাটজিপিটির ওয়েব সার্চ সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড। এর ফলে ব্যবহারকারীরা আপডেটেড উত্তর পাবেন এবং প্রাসঙ্গিক ওয়েব সোর্সের লিংকও দেখতে পারবেন। তবে, ও৩ মিনিতে ভিশন ফিচার নেই, অর্থাৎ ব্যবহারকারীরা ছবি শেয়ার করে মডেলের কাছ থেকে উত্তর আশা করতে পারবেন না।
রিজনিং মডেল কী
রিজনিং মডেলগুলো হলো বড় ভাষার মডেল। মডেলটিকে জটিল কাজ সম্পাদনের প্রশিক্ষণের জন্য রিইনফোর্সমেন্ট লার্নিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। জিপিটি–৪-এর মতো সাধারণ মডেলগুলো দ্রুত উত্তর দেয়। তবে রিজনিং মডেলগুলো চিন্তা করার জন্য কিছুটা সময় নেয়। এই প্রক্রিয়া তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, কোডিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বহুমাত্রিক পরিকল্পনায় দক্ষ করে তোলে।
ওপেনএআইয়ের ও৩ মডেলটির ডিপসিকের আর১ মডেলের সমান কার্যক্ষমতা রয়েছে। তবে প্রতি ১ মিলিয়ন ইনপুট টোকেনের জন্য এর মূল্য ছিল ১ দশমিক ১০ ডলার, যা ডিপসিক মডেলের দ্বিগুণ।
ডিপসিক তাদের ভি৩ এবং আর১ মডেল প্রকাশ করার পর থেকে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কারণ ডিপসিক দাবি করেছে, তারা তাদের ভি৩ মডেল তৈরি করতে মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করেছে এবং পুরোনো এনভিডিয়া এইচ ৮০০ জিপিইউ ব্যবহার করেছে। যেখানে ওপেনএআই ও অন্যান্য প্রতিষ্ঠান একই ধরনের মডেল তৈরিতে শতকোটি ডলার খরচ করেছে।
ও৩ মিনি ব্যবহার করবেন যেভাবে
ও৩ মিনি ব্যবহারের জন্য অফিশিয়াল চ্যাটজিপিটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে নতুন ‘রিজন’ অপশনটি নির্বাচন করে মডেলটি অ্যাকসেস করতে পারবেন।
ওপেনএআই তাদের ব্লগ পোস্টে স্পষ্টভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারের সীমা উল্লেখ না করলেও, ধারণা করা হচ্ছে যে এটি জিপিটি-৪ও মডেলের মতোই হবে। তবে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য দৈনিক ৫০ থেকে ১৫০টি মেসেজ পাঠানোর সীমা বাড়ানো হয়েছে।
ও৩ মিনি মডেলটি তিনটি পারফরম্যান্স লেভেলে ব্যবহার করা যাবে—লো, মিডিয়াম এবং হাই। ডেভেলপাররা তাদের পছন্দের লেভেলটি বেছে নিতে পারবেন। তবে, শুধু চ্যাটজিপিটি প্রো সংস্করণের ব্যবহারকারীরা ও৩ মিনি এবং ও৩ মিনি হাই-এর ‘সীমাহীন অ্যাকসেস’ পাবেন।
তথ্যসূত্র: মিন্ট
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১১ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
২ দিন আগে