অনলাইন ডেস্ক
সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
গত জানুয়ারিতে আর১ রিজনিং মডেলটি বিশ্বব্যাপী চালু করে ডিপসিক। বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এই মডেল ব্যবহারে আগ্রহী হয়েছে অনেকেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিপসিকের এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই তড়িঘড়ি করে তাদের নিজস্ব রিজনিং মডেল ও৩-মিনি ফ্রি করে দিয়েছে।
ওপেনএআই দাবি করছে, তাদের ও৩ মিনি মডেলটি গণনা, কোডিং এবং বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক কাজের জন্য দক্ষ। ও১ মিনির তুলনায় আরও স্পষ্ট ও সঠিক উত্তর দেয় এই মডেল।
তা ছাড়া, ও৩ মিনি এখন চ্যাটজিপিটির ওয়েব সার্চ সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড। এর ফলে ব্যবহারকারীরা আপডেটেড উত্তর পাবেন এবং প্রাসঙ্গিক ওয়েব সোর্সের লিংকও দেখতে পারবেন। তবে, ও৩ মিনিতে ভিশন ফিচার নেই, অর্থাৎ ব্যবহারকারীরা ছবি শেয়ার করে মডেলের কাছ থেকে উত্তর আশা করতে পারবেন না।
রিজনিং মডেল কী
রিজনিং মডেলগুলো হলো বড় ভাষার মডেল। মডেলটিকে জটিল কাজ সম্পাদনের প্রশিক্ষণের জন্য রিইনফোর্সমেন্ট লার্নিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। জিপিটি–৪-এর মতো সাধারণ মডেলগুলো দ্রুত উত্তর দেয়। তবে রিজনিং মডেলগুলো চিন্তা করার জন্য কিছুটা সময় নেয়। এই প্রক্রিয়া তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, কোডিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বহুমাত্রিক পরিকল্পনায় দক্ষ করে তোলে।
ওপেনএআইয়ের ও৩ মডেলটির ডিপসিকের আর১ মডেলের সমান কার্যক্ষমতা রয়েছে। তবে প্রতি ১ মিলিয়ন ইনপুট টোকেনের জন্য এর মূল্য ছিল ১ দশমিক ১০ ডলার, যা ডিপসিক মডেলের দ্বিগুণ।
ডিপসিক তাদের ভি৩ এবং আর১ মডেল প্রকাশ করার পর থেকে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কারণ ডিপসিক দাবি করেছে, তারা তাদের ভি৩ মডেল তৈরি করতে মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করেছে এবং পুরোনো এনভিডিয়া এইচ ৮০০ জিপিইউ ব্যবহার করেছে। যেখানে ওপেনএআই ও অন্যান্য প্রতিষ্ঠান একই ধরনের মডেল তৈরিতে শতকোটি ডলার খরচ করেছে।
ও৩ মিনি ব্যবহার করবেন যেভাবে
ও৩ মিনি ব্যবহারের জন্য অফিশিয়াল চ্যাটজিপিটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে নতুন ‘রিজন’ অপশনটি নির্বাচন করে মডেলটি অ্যাকসেস করতে পারবেন।
ওপেনএআই তাদের ব্লগ পোস্টে স্পষ্টভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারের সীমা উল্লেখ না করলেও, ধারণা করা হচ্ছে যে এটি জিপিটি-৪ও মডেলের মতোই হবে। তবে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য দৈনিক ৫০ থেকে ১৫০টি মেসেজ পাঠানোর সীমা বাড়ানো হয়েছে।
ও৩ মিনি মডেলটি তিনটি পারফরম্যান্স লেভেলে ব্যবহার করা যাবে—লো, মিডিয়াম এবং হাই। ডেভেলপাররা তাদের পছন্দের লেভেলটি বেছে নিতে পারবেন। তবে, শুধু চ্যাটজিপিটি প্রো সংস্করণের ব্যবহারকারীরা ও৩ মিনি এবং ও৩ মিনি হাই-এর ‘সীমাহীন অ্যাকসেস’ পাবেন।
তথ্যসূত্র: মিন্ট
সারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
গত জানুয়ারিতে আর১ রিজনিং মডেলটি বিশ্বব্যাপী চালু করে ডিপসিক। বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় এই মডেল ব্যবহারে আগ্রহী হয়েছে অনেকেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিপসিকের এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই তড়িঘড়ি করে তাদের নিজস্ব রিজনিং মডেল ও৩-মিনি ফ্রি করে দিয়েছে।
ওপেনএআই দাবি করছে, তাদের ও৩ মিনি মডেলটি গণনা, কোডিং এবং বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক কাজের জন্য দক্ষ। ও১ মিনির তুলনায় আরও স্পষ্ট ও সঠিক উত্তর দেয় এই মডেল।
তা ছাড়া, ও৩ মিনি এখন চ্যাটজিপিটির ওয়েব সার্চ সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেটেড। এর ফলে ব্যবহারকারীরা আপডেটেড উত্তর পাবেন এবং প্রাসঙ্গিক ওয়েব সোর্সের লিংকও দেখতে পারবেন। তবে, ও৩ মিনিতে ভিশন ফিচার নেই, অর্থাৎ ব্যবহারকারীরা ছবি শেয়ার করে মডেলের কাছ থেকে উত্তর আশা করতে পারবেন না।
রিজনিং মডেল কী
রিজনিং মডেলগুলো হলো বড় ভাষার মডেল। মডেলটিকে জটিল কাজ সম্পাদনের প্রশিক্ষণের জন্য রিইনফোর্সমেন্ট লার্নিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। জিপিটি–৪-এর মতো সাধারণ মডেলগুলো দ্রুত উত্তর দেয়। তবে রিজনিং মডেলগুলো চিন্তা করার জন্য কিছুটা সময় নেয়। এই প্রক্রিয়া তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, কোডিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বহুমাত্রিক পরিকল্পনায় দক্ষ করে তোলে।
ওপেনএআইয়ের ও৩ মডেলটির ডিপসিকের আর১ মডেলের সমান কার্যক্ষমতা রয়েছে। তবে প্রতি ১ মিলিয়ন ইনপুট টোকেনের জন্য এর মূল্য ছিল ১ দশমিক ১০ ডলার, যা ডিপসিক মডেলের দ্বিগুণ।
ডিপসিক তাদের ভি৩ এবং আর১ মডেল প্রকাশ করার পর থেকে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কারণ ডিপসিক দাবি করেছে, তারা তাদের ভি৩ মডেল তৈরি করতে মাত্র ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার খরচ করেছে এবং পুরোনো এনভিডিয়া এইচ ৮০০ জিপিইউ ব্যবহার করেছে। যেখানে ওপেনএআই ও অন্যান্য প্রতিষ্ঠান একই ধরনের মডেল তৈরিতে শতকোটি ডলার খরচ করেছে।
ও৩ মিনি ব্যবহার করবেন যেভাবে
ও৩ মিনি ব্যবহারের জন্য অফিশিয়াল চ্যাটজিপিটি ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে নতুন ‘রিজন’ অপশনটি নির্বাচন করে মডেলটি অ্যাকসেস করতে পারবেন।
ওপেনএআই তাদের ব্লগ পোস্টে স্পষ্টভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য নির্দিষ্ট ব্যবহারের সীমা উল্লেখ না করলেও, ধারণা করা হচ্ছে যে এটি জিপিটি-৪ও মডেলের মতোই হবে। তবে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য দৈনিক ৫০ থেকে ১৫০টি মেসেজ পাঠানোর সীমা বাড়ানো হয়েছে।
ও৩ মিনি মডেলটি তিনটি পারফরম্যান্স লেভেলে ব্যবহার করা যাবে—লো, মিডিয়াম এবং হাই। ডেভেলপাররা তাদের পছন্দের লেভেলটি বেছে নিতে পারবেন। তবে, শুধু চ্যাটজিপিটি প্রো সংস্করণের ব্যবহারকারীরা ও৩ মিনি এবং ও৩ মিনি হাই-এর ‘সীমাহীন অ্যাকসেস’ পাবেন।
তথ্যসূত্র: মিন্ট
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
৫ ঘণ্টা আগেটেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
৬ ঘণ্টা আগে