Ajker Patrika

নির্ধারিত হলো টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৬: ১৪
নির্ধারিত হলো টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি 

টুইটার অ্যাপল ডিভাইসের জন্য এনেছে নতুন আপডেট। আপডেটটিতে বলা আছে, ব্লু টিক সাবস্ক্রাইবারদের মাসে গুনতে হবে ৭ দশমিক ৯৯ ডলার। যুক্তরাষ্ট্রে আগে ব্লু টিকের সাবস্ক্রিপশন ফি ছিল ৪ ডলার ৯৯ সেন্ট।

ব্লু টিক সাবস্ক্রিপশন ফি অঞ্চলভেদে আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। অঞ্চলভেদে গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই ভবিষ্যতে এই ফি নির্ধারণ করা হবে। নতুন আপডেট অনুযায়ী, শুরুতেই সব অঞ্চলের ব্যবহারকারী টুইটারের নতুন ব্লু সাবস্ক্রিপশন সেবাটি পাবেন না। শুরুতে শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকেরা এই সেবা পাবেন।

টুইটারের ব্লু সাবস্ক্রাইবারেরা তাঁদের প্রোফাইলে পাবেন ব্লু টিক আইকন, যা আগে শুধু বড় করপোরেট অফিশিয়াল, তারকা ও বিখ্যাত ব্যক্তিরাই পাওয়ার যোগ্যতা রাখতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কেউ মাসিক ভিত্তিতে কিছু ডলার খরচ করেই তাঁদের টুইটার প্রোফাইলে পাবেন ব্লু টিক আর উপভোগ করতে পারবেন এর সুবিধাসমূহ।

শুধু অর্থের বিনিময়ে ব্লু টিক পাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করছেন নেটিজেনরা। তারা বলছেন, এর ফলে টুইটারে বাড়বে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা। একসময় ব্লু টিক পেতে টুইটার ব্যবহারকারীদের নিজেদের সম্বন্ধে সঠিক তথ্য প্রদান করতে হতো, যার এখন আর কোনো প্রয়োজন হবে না।

ফলে ভবিষ্যতে টুইটার প্রোফাইলে ব্লু টিকের আবেদনও কমে যাওয়ার ভবিষ্যদ্বাণী করছেন কেউ কেউ। তবে নানান সমালোচনার মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক।

তবে ব্লু টিক সাবস্ক্রাইবারদের বেশ কিছু সুবিধা, যার অন্যতম হচ্ছে ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটার ব্যবহারের সময় সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে অর্ধেক বিজ্ঞাপন দেখতে পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত