পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই ফিচারের সঙ্গে ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে।
ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে।
এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।
পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই ফিচারের সঙ্গে ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে।
ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে।
এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।
ফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
১১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
২০ ঘণ্টা আগে