অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৪ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৬ ঘণ্টা আগে