সারা দুনিয়ায় এখন এ ই-কমার্সের জয়জয়কার। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে এর বড় এক মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছার জন্য কোনো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে সোশ্যাল মিডিয়াই এখন সবচেয়ে বড় হাতিয়ার। আর এই বিজ্ঞাপনের মাধ্যমেই সোশ্যাল মিডিয়াগুলো আয় করছে কোটি কোটি ডলার। এ দৌড়ে পিছিয়ে থাকতে চায় না টুইটার।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে টুইটার জানায়, অ্যালগরিদমে পরিবর্তন করে নতুন এক অ্যাড ফিচার আনতে যাচ্ছে টুইটার। তা ছাড়া খুব দ্রুতই ই-কমার্স ফিচারও চালু করবে বলে তারা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এই বিজ্ঞাপনী ব্যবসার মাধ্যমে ২০২৩ সালের মধ্যেই টুইটারের বার্ষিক আয় দ্বিগুণ হবে। সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন প্রচার করবে। এ বিষয়ে টুইটারের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার কামারা বেঞ্জামিন এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, পরিবর্তিত এই অ্যালগরিদম ও চালু হতে যাওয়া নতুন ফিচার টুইটারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে। কারণ, এর মাধ্যমে মানুষ খুব সহজেই তার কাঙ্ক্ষিত পণ্য খুঁজে পাবে।
মঙ্গলবার এক ব্লগপোস্টের মাধ্যমে টুইটার জানায়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোয় হরহামেশাই বিভিন্ন মোবাইল গেম ও অ্যাপসের বিজ্ঞাপন দেখা যায়। টুইটার ব্যবহারকারীরা এখন অ্যাপ থেকে না বের হয়ে সরাসরি পছন্দসই সেসব গেম ও অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তবে আগে এই সুযোগ ছিল না। কারণ, অ্যাপ থেকে বের হয়ে গেম ও অ্যাপস ডাউনলোড করতে হতো। তারা আরও জানায়, কোম্পানিটি সামনে আরও কিছু পরিবর্তন আনার কথা ভাবছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজেই তাঁর পছন্দের অ্যাপ কিনতে পারবেন।
স্লাইড-শো বিজ্ঞাপনের মাধ্যমে একজন ব্যবহারকারী বিভিন্ন পণ্য দেখতে পারে। এখন এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারে। তাই আগের তুলনায় এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক ২৫ শতাংশ বেড়েছে। ফলে ওই ওয়েবসাইটগুলোর পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে, জানিয়েছে টুইটার। বেঞ্জামিন বলেন, আমাদের এই নতুন পরিবর্তনগুলোর মাধ্যমে টুইটার মানুষের আরও কাছে পৌঁছে যাবে। অনেক মানুষকে টুইটার ব্যবহারে আগ্রহী করে তুলবে। অন্যদিকে অ্যালগরিদমের এই পরিবর্তনগুলোর কারণে টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ ৩৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে টুইটার।
সারা দুনিয়ায় এখন এ ই-কমার্সের জয়জয়কার। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো হয়ে উঠেছে এর বড় এক মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছার জন্য কোনো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছে সোশ্যাল মিডিয়াই এখন সবচেয়ে বড় হাতিয়ার। আর এই বিজ্ঞাপনের মাধ্যমেই সোশ্যাল মিডিয়াগুলো আয় করছে কোটি কোটি ডলার। এ দৌড়ে পিছিয়ে থাকতে চায় না টুইটার।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে টুইটার জানায়, অ্যালগরিদমে পরিবর্তন করে নতুন এক অ্যাড ফিচার আনতে যাচ্ছে টুইটার। তা ছাড়া খুব দ্রুতই ই-কমার্স ফিচারও চালু করবে বলে তারা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এই বিজ্ঞাপনী ব্যবসার মাধ্যমে ২০২৩ সালের মধ্যেই টুইটারের বার্ষিক আয় দ্বিগুণ হবে। সান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন প্রচার করবে। এ বিষয়ে টুইটারের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার কামারা বেঞ্জামিন এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন, পরিবর্তিত এই অ্যালগরিদম ও চালু হতে যাওয়া নতুন ফিচার টুইটারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে। কারণ, এর মাধ্যমে মানুষ খুব সহজেই তার কাঙ্ক্ষিত পণ্য খুঁজে পাবে।
মঙ্গলবার এক ব্লগপোস্টের মাধ্যমে টুইটার জানায়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোয় হরহামেশাই বিভিন্ন মোবাইল গেম ও অ্যাপসের বিজ্ঞাপন দেখা যায়। টুইটার ব্যবহারকারীরা এখন অ্যাপ থেকে না বের হয়ে সরাসরি পছন্দসই সেসব গেম ও অ্যাপস ডাউনলোড করতে পারবেন। তবে আগে এই সুযোগ ছিল না। কারণ, অ্যাপ থেকে বের হয়ে গেম ও অ্যাপস ডাউনলোড করতে হতো। তারা আরও জানায়, কোম্পানিটি সামনে আরও কিছু পরিবর্তন আনার কথা ভাবছে, যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজেই তাঁর পছন্দের অ্যাপ কিনতে পারবেন।
স্লাইড-শো বিজ্ঞাপনের মাধ্যমে একজন ব্যবহারকারী বিভিন্ন পণ্য দেখতে পারে। এখন এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারে। তাই আগের তুলনায় এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক ২৫ শতাংশ বেড়েছে। ফলে ওই ওয়েবসাইটগুলোর পণ্য বিক্রির পরিমাণ বেড়েছে, জানিয়েছে টুইটার। বেঞ্জামিন বলেন, আমাদের এই নতুন পরিবর্তনগুলোর মাধ্যমে টুইটার মানুষের আরও কাছে পৌঁছে যাবে। অনেক মানুষকে টুইটার ব্যবহারে আগ্রহী করে তুলবে। অন্যদিকে অ্যালগরিদমের এই পরিবর্তনগুলোর কারণে টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ ৩৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে টুইটার।
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা
১২ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য নতুন গোপনীয়তা সুরক্ষা ফিচার চালু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে ফিচারটি চ্যাট ও ছবির নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
১২ ঘণ্টা আগেটিকটকের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেআধুনিক যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই মাধ্যমগুলোর সম্ভাব্য ক্ষতির দিক নিয়ে উদ্বেগ থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বহুমাত্রিক প্রভাবকে সামনে এনেছে গবেষণা প্রতিষ্ঠান...
১৬ ঘণ্টা আগে