অনলাইন ডেস্ক
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
অ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল আনবক্সে থেরাপি–তে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন প্রযুক্তি ইউটিউবার লুইস হিলসেনটেগার। ভিডিওতে দেখা যায়, আইফোন ১৭ এয়ারের একটি ডামি ইউনিট মাত্র ৫ দশমিক ৬৫ এমএম পুরু। সাধারণ কাঠের পেন্সিলের পুরুত্ব প্রায় ৬ এমএম। তাই এই ফোনটি আরও পাতলা হওয়ায় প্রযুক্তি প্রেমীদের মাঝে আলোচনার ঝড় উঠেছে।
হিলসেনটেগার ভিডিওতে আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশে আইফোন ১৭ এয়ার ধরে দেখান। প্রো ম্যাক্স যেখানে প্রায় ৮ দশমিক ৭৫ মিমি পুরু, সেখানে এয়ার সংস্করণটি প্রায় অর্ধেক পুরু। তিনি বলেন, ‘এই ফোনটি হাতে ধরলেই এক ধরনের ভবিষ্যতের গ্যাজেট ধরার মতো অনুভূতি পাওয়া যায়।’
তবে এমন পাতলা ডিজাইনের কারণে আইফোনের কিছু ফিচার কম থাকতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী, আইফোন ১৭ এয়ারে পিছনে একটিমাত্র ক্যামেরা থাকবে এবং ব্যাটারির ধারণক্ষমতাও হবে কম। তবে ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি।
আইফোন ১৭ এয়ারকে অ্যাপল ‘প্লাস’ মডেলের স্থানে বাজারজাত করা হতে পারে। ফলে অ্যাপলের আইফোন লাইনআপে স্ট্যান্ডার্ড, প্রো, প্রো ম্যাক্স-এর পাশাপাশি একটি ‘হালকা পাতলা’ ডিজাইনের বিকল্প হিসেবে থাকবে এয়ার মডেলটি।
ল্য সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না এলেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টমস গাউড এর বরাতে জানা গেছে, আইফোন ১৭ এয়ারের দাম আইফোন ১৬ প্লাসের সমান হতে পারে, যা যুক্তরাষ্ট্রে ৮৯৯ ডলার এবং ভারতে প্রায় ৮৯ হাজার ৯০০ রুপি। তবে কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, এটি প্রো ম্যাক্সের চেয়েও বেশি দামে হতে পারে। যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৯৯ ডলার এবং ভারতে ১ লাখ ৪৪ হাজার ৯০০ রুপিতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম স্পেসিফিকেশনের ফোনের জন্য বেশি কাছে এই দাম বেশি বলে মনে হতে পারে।
এদিকে, সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে অ্যাপল চীনভিত্তিক উৎপাদন চালিয়ে গেলেও এখনই পণ্যের দাম বাড়ার তেমন আশঙ্কা নেই। তবে সামনের মার্কিন নির্বাচন এবং সংশ্লিষ্ট বাণিজ্যনীতির পরিবর্তনের ওপর অনেক কিছু নির্ভর করছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে আইফোন ১৭ এয়ার। এটির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এজ, যার পুরুত্ব হবে অনুমানিক ৬ দশমিক এমএম। সেক্ষেত্রে আইফোন ১৭ এয়ারের ৫ দশমিক ৬ এমএম ডিজাইন সত্যি হলে এটি হতে পারে বছরের সবচেয়ে পাতলা প্রিমিয়াম ফোন।
তবে এখনো যা কিছু দেখা যাচ্ছে, তা একটি ডামি মাত্র। অ্যাপল এই ডিজাইন নিয়ে এগোলে, এটি হতে পারে তাদের সবচেয়ে সাহসী এবং বিতর্কিত ফোন ডিজাইনের একটি।
ব্যবহারকারীদের জন্য নতুন গোপনীয়তা সুরক্ষা ফিচার চালু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে ফিচারটি চ্যাট ও ছবির নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগেটিকটকের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
৬ ঘণ্টা আগেআধুনিক যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিশোর-কিশোরীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই মাধ্যমগুলোর সম্ভাব্য ক্ষতির দিক নিয়ে উদ্বেগ থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বহুমাত্রিক প্রভাবকে সামনে এনেছে গবেষণা প্রতিষ্ঠান...
৮ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও মেটাকে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। গতকাল বুধবার অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো (৫৭০ মিলিয়ন মার্কিন ডলার) এবং মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। এই প্রথম ডিএমএ আইন অনুযায়ী শাস্তিমূলক পদক্
৮ ঘণ্টা আগে