Ajker Patrika

টিকটকের সঙ্গে পাল্লা দিতে ভিডিও এডিটিং অ্যাপ চালু করল ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক
ক্যাপকাটের এর মতো ইনস্টাগ্রামের নতুন অ্যাপটি তৈরি হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। ছবি: দ্য টেকনলজি এক্সপ্রেস
ক্যাপকাটের এর মতো ইনস্টাগ্রামের নতুন অ্যাপটি তৈরি হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। ছবি: দ্য টেকনলজি এক্সপ্রেস

টিকটকের ক্যাপকাটের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

টিকটকের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাটের মতো ইনস্টাগ্রামের নতুন অ্যাপটি তৈরি হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। এই অ্যাপের মাধ্যমে সহজেই স্মার্টফোনে ভিডিও তৈরি ও সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু ইনস্টাগ্রামে রিলস নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও ভিডিও শেয়ার করতে পারবেন তাঁরা।

এডিটস অ্যাপে যেসব ফিচার থাকছে—

  • ফ্রেম-নির্ভর টাইমলাইন ও ক্লিপ লেভেল এডিটিং।
  • অডিও উন্নয়নের জন্য বিশেষ ফিচার।
  • অটো ক্যাপশনিং: ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন যুক্ত করার সুবিধা।
  • ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট: ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের অপশন রয়েছে, যা গ্রিন স্ক্রিন ছাড়াও ব্যবহারযোগ্য। এআই-চালিত ইমেজ অ্যানিমেশন।
  • লং ক্যামেরা ক্যাপচার।
  • প্রজেক্ট ম্যানেজমেন্ট: অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রজেক্ট আইডিয়া সাজিয়ে রাখতে এবং কনটেন্টের পারফরম্যান্স সম্পর্কিত ইনসাইট জানার সুযোগ দেয়।
  • ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এক্সপোর্ট।
  • এআই-ভিত্তিক ইমেজ-টু-ভিডিও রূপান্তর: কোনো ছবি থেকে ভিডিও তৈরি করার সুবিধা রয়েছে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে কার্যকর।

এ ছাড়া অ্যাপে থাকছে ‘ইনস্পাইরেশন’ নামের ট্যাব, যেখানে ট্রেন্ডিং অডিও ও রিলস ঘেঁটে ব্যবহারকারীরা অনুপ্রাণিত হতে পারবেন। এ ছাড়া, ‘আইডিয়াজ’ ট্যাবে ব্যবহারকারীরা তাঁদের আইডিয়া, নোটস, ও সেভ করা রিলস সংরক্ষণ করতে পারবেন।

এক বিবৃতিতে ইনস্টাগ্রামের জানায়, ‘আমরা সেরা ক্রিয়েটিভ টুলস তৈরি করতে চাই, যা কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদের মতো করে প্রকাশ করতে সাহায্য করবে—শুধু ইনস্টাগ্রাম বা ফেসবুক নয়, যেকোনো প্ল্যাটফর্মে।’

প্রায় তিন মাস আগেই ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ঘোষণা দিয়েছিলেন, ইনস্টাগ্রাম এমন একটি অ্যাপ নিয়ে কাজ করছে, যেখানে থাকবে ‘সম্পূর্ণ সৃজনশীল টুলসের সমাহার’। অবশেষে সেটিই বাস্তবে এল।

ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যাপটিতে প্রতি সপ্তাহে নতুন ফিচার যুক্ত করা হবে এবং ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে চলবে এর উন্নয়ন।

অ্যাপটির পেছনে রয়েছে বড়সড় কৌশলগত পরিকল্পনা। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ বর্তমানে অনেকটাই অনিশ্চিত। বিশেষ করে মার্কিন প্রশাসনের চাপে। এখন টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের মার্কিন শাখা বিক্রি না করে, তবে প্ল্যাটফর্মটি সেখানে নিষিদ্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়সীমা সম্প্রতি বাড়িয়ে মধ্য জুন পর্যন্ত নির্ধারণ করেছেন। এমন প্রেক্ষাপটে মেটার এই নতুন অ্যাপ এডিটস কেবল একটি ভিডিও এডিটিং টুল নয়, বরং এটি পরিষ্কারভাবে চীনা মালিকানাধীন ক্যাপকাটের সঙ্গে প্রতিযোগিতা করার একটি কৌশল।

গত জানুয়ারিতে অ্যাপটি ঘোষণার সময় এক রিলে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘বর্তমানে বিশ্বে অনেক কিছু ঘটছে, তবে যা-ই হোক না কেন, ভিডিও নির্মাতাদের জন্য আমরা সর্বোত্তম সৃজনশীল টুলস তৈরি করাই আমাদের দায়িত্ব।

তথ্যসূত্র: ম্যাশেবল ও সিএনবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত