Ajker Patrika

চালু হওয়ার ১০ বছর পর উবার লাভে

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ২১
চালু হওয়ার ১০ বছর পর উবার লাভে

চালু হওয়ার ১০ বছর পর এই প্রথম এক প্রান্তিকে লাভের মুখ দেখেছে উবার। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। উবার বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারা লোকসান কাটিয়ে লাভ করতে পেরেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে রাইড শেয়ারিং সেবা দেওয়া প্রতিষ্ঠান উবার লাভ হওয়ার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চালু হওয়ার ১০ বছর পর এই প্রথম কোনো প্রান্তিকে লাভের মুখ দেখেছে তারা। তাদের রাইড শেয়ার ও খাবার সরবরাহসেবা—এ দুটি মিলিয়ে এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ড্রাইভারের ঘাটতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থাকলেও এই মহামারির মাঝে ব্যবসা সচল রাখতে এবং ড্রাইভারদের গাড়ি চালানোয় উদ্বুদ্ধ করতে তারা ব্যাপক প্রণোদনার ব্যবস্থা করেছে।

চায়নিজ রাইড ডিডিতে প্রায় ১২ শতাংশ মালিকানা রয়েছে উবারের। এ বছর ওই প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে ছিল। তাই বিশ্লেষকদের ধারণা, উবার চতুর্থ প্রান্তিকে ক্ষতির সম্মুখীন হতে পারে। যদিও উবারের শেয়ারের মূল্য বর্তমানে ১ শতাংশ বেড়েছে। 

এই প্রান্তিকে যুক্তরাষ্ট্রে উবারের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘লিফট’ গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই প্রান্তিকে ৬৭ দশমিক ৩ মিলিয়ন ডলার মুনাফা করেছে। শুধু তাই নয়, আসছে চতুর্থ প্রান্তিকে লিফট ৭০ থেকে ৭৫ মিলিয়ন ডলার মুনাফা অর্জনের আশা করছে।  

রিফিনিটিভ ডেটা অনুসারে বিশ্বব্যাপী উবারের আয় ৭২ শতাংশ বেড়ে গিয়ে ৪ দশমিক ৮ বিলিয়নে দাঁড়িয়েছে , যা  বিশ্লেষকদের ধারণা থেকে বেশি। এই করোনা মহামারিতে উবারের রাইড শেয়ারিং ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হলেও পণ্য ও রেস্তোরাঁর খাবার ডেলিভারি ব্যবসাই এখন কোম্পানিটির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। উবার জানিয়েছে, মহামারিতে গাড়ির চালকদের ফিরিয়ে আনতে কোম্পানিটি ২৫০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে । এ বছরে বিশ্বব্যাপী ভ্রমণকারীদের সংখ্যা বাড়ায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত উবারের মাধ্যমে পণ্য ও খাবারের সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা ছয় লাখের বেশি বেড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত