এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্টেন্ট ‘আরিয়া’তে নতুন ফিচার যুক্ত করলো ওয়েব ব্রাউজার অপেরা। অ্যান্ড্রয়েড ফোনের যেকোন ওয়েবপেজের আর্টিকাল (প্রতিবেদন) বা ব্লগ পোস্টের লেখাগুলো সারাংশ তৈরি করে দিতে পারবে ফিচারটি।
গত সোমবার ফিচারটি উন্মোচন করে অপেরা। কোনো বিষয় দ্রুত বুঝতে ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ব্যবহার করার জন্য যেকোন টেক্সটভিত্তিক ওয়েবপেজে প্রবেশ করতে হবে। এরপর অপেরার ডান পাশের ওপরের তিন ডটে ট্যাপ করতে হবে ও ফলে একটি মেনু চালু হবে। এই মেনু থেকে আরিয়া আইকোনের পাশে ‘সামারাইজ’ অপশনটি নির্বাচন করতে হবে। ফলে আরিয়া অ্যাসিস্ট্যান্ট চালু হবে। ওয়েবপেজের টেক্সটের সারাংশ তৈরি করার অনুমতি চাইবে।
ফিচারটি পাওয়ার জন্য অপেরার সর্বশেষ সংস্করণটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে ও অপেরার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অপেরা অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে।
অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের মতো গত বছর আরিয়া অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে অপেরা। অ্যাসিস্ট্যান্টটিতে চ্যাটবটের মতো ইন্টারফেস রয়েছে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি।
উন্মোচনের পর থেকেই আরিয়ার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে অপেরা। এই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে উন্মোচনের আগেই আরিয়ার ফিচারগুলো যাচাই করে দেখতে পারে ব্যবহারকারীরা। গুগলের ইমাজিন ২ প্রোগ্রামের সাহায্যে আরিয়াতে টেক্সট থেকে ছবি তৈরির ফিচার যুক্ত করেছে অপেরা। চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জোরে জোরে পড়ে শোনাতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্টেন্ট ‘আরিয়া’তে নতুন ফিচার যুক্ত করলো ওয়েব ব্রাউজার অপেরা। অ্যান্ড্রয়েড ফোনের যেকোন ওয়েবপেজের আর্টিকাল (প্রতিবেদন) বা ব্লগ পোস্টের লেখাগুলো সারাংশ তৈরি করে দিতে পারবে ফিচারটি।
গত সোমবার ফিচারটি উন্মোচন করে অপেরা। কোনো বিষয় দ্রুত বুঝতে ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ব্যবহার করার জন্য যেকোন টেক্সটভিত্তিক ওয়েবপেজে প্রবেশ করতে হবে। এরপর অপেরার ডান পাশের ওপরের তিন ডটে ট্যাপ করতে হবে ও ফলে একটি মেনু চালু হবে। এই মেনু থেকে আরিয়া আইকোনের পাশে ‘সামারাইজ’ অপশনটি নির্বাচন করতে হবে। ফলে আরিয়া অ্যাসিস্ট্যান্ট চালু হবে। ওয়েবপেজের টেক্সটের সারাংশ তৈরি করার অনুমতি চাইবে।
ফিচারটি পাওয়ার জন্য অপেরার সর্বশেষ সংস্করণটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে ও অপেরার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অপেরা অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে।
অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের মতো গত বছর আরিয়া অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে অপেরা। অ্যাসিস্ট্যান্টটিতে চ্যাটবটের মতো ইন্টারফেস রয়েছে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি।
উন্মোচনের পর থেকেই আরিয়ার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে অপেরা। এই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে উন্মোচনের আগেই আরিয়ার ফিচারগুলো যাচাই করে দেখতে পারে ব্যবহারকারীরা। গুগলের ইমাজিন ২ প্রোগ্রামের সাহায্যে আরিয়াতে টেক্সট থেকে ছবি তৈরির ফিচার যুক্ত করেছে অপেরা। চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জোরে জোরে পড়ে শোনাতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
আকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
২ ঘণ্টা আগেশিশু হিসেবে দাবি করা আশ্রয়প্রার্থীদের বয়স নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। ok মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন অভিবাসন মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল।
৩ ঘণ্টা আগেবর্তমানে ইউটিউবের সফল চ্যানেল পরিচালনার অন্যতম কৌশল হচ্ছে সুন্দরভাবে সাজানো ও সংগঠিত প্লে-লিস্ট তৈরি করা। প্লে-লিস্ট শুধু দর্শকদের জন্য কনটেন্ট খুঁজে পাওয়া সহজ করে তোলে না, বরং এটি একটি চ্যানেলের পেশাদারি, দর্শক ধরে রাখার ক্ষমতা এবং সার্বিক ইউটিউব অ্যালগরিদমে এগিয়ে থাকার কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ
৪ ঘণ্টা আগে