অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্টেন্ট ‘আরিয়া’তে নতুন ফিচার যুক্ত করলো ওয়েব ব্রাউজার অপেরা। অ্যান্ড্রয়েড ফোনের যেকোন ওয়েবপেজের আর্টিকাল (প্রতিবেদন) বা ব্লগ পোস্টের লেখাগুলো সারাংশ তৈরি করে দিতে পারবে ফিচারটি।
গত সোমবার ফিচারটি উন্মোচন করে অপেরা। কোনো বিষয় দ্রুত বুঝতে ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ব্যবহার করার জন্য যেকোন টেক্সটভিত্তিক ওয়েবপেজে প্রবেশ করতে হবে। এরপর অপেরার ডান পাশের ওপরের তিন ডটে ট্যাপ করতে হবে ও ফলে একটি মেনু চালু হবে। এই মেনু থেকে আরিয়া আইকোনের পাশে ‘সামারাইজ’ অপশনটি নির্বাচন করতে হবে। ফলে আরিয়া অ্যাসিস্ট্যান্ট চালু হবে। ওয়েবপেজের টেক্সটের সারাংশ তৈরি করার অনুমতি চাইবে।
ফিচারটি পাওয়ার জন্য অপেরার সর্বশেষ সংস্করণটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে ও অপেরার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অপেরা অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে।
অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের মতো গত বছর আরিয়া অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে অপেরা। অ্যাসিস্ট্যান্টটিতে চ্যাটবটের মতো ইন্টারফেস রয়েছে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি।
উন্মোচনের পর থেকেই আরিয়ার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে অপেরা। এই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে উন্মোচনের আগেই আরিয়ার ফিচারগুলো যাচাই করে দেখতে পারে ব্যবহারকারীরা। গুগলের ইমাজিন ২ প্রোগ্রামের সাহায্যে আরিয়াতে টেক্সট থেকে ছবি তৈরির ফিচার যুক্ত করেছে অপেরা। চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জোরে জোরে পড়ে শোনাতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্টেন্ট ‘আরিয়া’তে নতুন ফিচার যুক্ত করলো ওয়েব ব্রাউজার অপেরা। অ্যান্ড্রয়েড ফোনের যেকোন ওয়েবপেজের আর্টিকাল (প্রতিবেদন) বা ব্লগ পোস্টের লেখাগুলো সারাংশ তৈরি করে দিতে পারবে ফিচারটি।
গত সোমবার ফিচারটি উন্মোচন করে অপেরা। কোনো বিষয় দ্রুত বুঝতে ও প্রয়োজনীয় তথ্যগুলো জানতে এই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ফিচারটি ব্যবহার করার জন্য যেকোন টেক্সটভিত্তিক ওয়েবপেজে প্রবেশ করতে হবে। এরপর অপেরার ডান পাশের ওপরের তিন ডটে ট্যাপ করতে হবে ও ফলে একটি মেনু চালু হবে। এই মেনু থেকে আরিয়া আইকোনের পাশে ‘সামারাইজ’ অপশনটি নির্বাচন করতে হবে। ফলে আরিয়া অ্যাসিস্ট্যান্ট চালু হবে। ওয়েবপেজের টেক্সটের সারাংশ তৈরি করার অনুমতি চাইবে।
ফিচারটি পাওয়ার জন্য অপেরার সর্বশেষ সংস্করণটি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা হবে ও অপেরার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অপেরা অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে।
অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্টের মতো গত বছর আরিয়া অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে অপেরা। অ্যাসিস্ট্যান্টটিতে চ্যাটবটের মতো ইন্টারফেস রয়েছে ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। বিং চ্যাট থেকে এরিয়া চ্যাটবট কিছুটা এগিয়ে। কারণ এরিয়াতে কোনো তথ্য ভুল থাকলে তা চিহ্নিত করে দিতে পারে। এমনকি ভুল কেন হয়েছে তাও আলাদাভাবে বর্ণনা করে দেয় চ্যাটবটটি।
উন্মোচনের পর থেকেই আরিয়ার বিভিন্ন ফিচার নিয়ে কাজ করছে অপেরা। এই ফিচার ড্রপ প্রোগ্রামের মাধ্যমে উন্মোচনের আগেই আরিয়ার ফিচারগুলো যাচাই করে দেখতে পারে ব্যবহারকারীরা। গুগলের ইমাজিন ২ প্রোগ্রামের সাহায্যে আরিয়াতে টেক্সট থেকে ছবি তৈরির ফিচার যুক্ত করেছে অপেরা। চ্যাটবটটি বিভিন্ন প্রশ্নের উত্তর জোরে জোরে পড়ে শোনাতে পারবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১ দিন আগে