নয়ন রহমান
অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন উন্মুক্ত হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই এতে দুর্দান্ত সব নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আইস ফ্রি নামে চমৎকার একটি ক্যামেরা এক্সটেনশনের কথা ঘোষণা করেছে, যেটি থার্ড পার্টি অ্যাপে ধারণ করা ভিডিওগুলো স্ট্যাবিলাইজ করার দারুণ সুবিধা দেবে।
আগে অ্যান্ড্রয়েডে একটি চতুর্থ স্ক্রিন ম্যাগনিফিকেশন শর্টকাট বৈশিষ্ট্য যুক্ত ছিল। নতুন ভার্সনে দুই আঙুলের ডাবল ট্যাপ স্ক্রিন ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। সহজ করে বললে, এর মাধ্যমে ডিসপ্লের নির্দিষ্ট অংশ ট্যাপ করলে জুম করার সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে বর্তমানে জুম করার জন্য প্রচলিত তিনটি পদ্ধতির তুলনায় এটি বেশ সহজ ও স্বচ্ছন্দময়। প্রথম পদ্ধতিতে একটি অন-স্ক্রিন বোতাম চেপে ধরে রাখতে হয়। এটি সুবিধাজনক কিন্তু ব্যবহারকারীর আঙুলের প্রয়োজনীয় অংশটি অস্পষ্ট করে দেয় এবং শুধু কেন্দ্রে জুম করে।
দ্বিতীয় পদ্ধতিতে উভয় ভলিউম বোতাম ধরে রাখতে হয়। এটি স্ক্রিন উন্মুক্ত রাখে, কিন্তু সক্রিয় হতে একটু সময় নেয়। তৃতীয় পদ্ধতিটি সবচেয়ে ভালো। এখানে মোবাইল ফোনের ডিসপ্লেতে তিনবার ট্যাপ করলে একটি নির্দিষ্ট এলাকায় জুম করতে পারা যায়। তবে এটি করার ফলে অ্যান্ড্রয়েড ডিভাইসটি ধীর হয়ে যায় এবং তাৎক্ষণিক কাজে বিঘ্ন ঘটায়। মজার ব্যাপার হলো, ট্রিপল-ট্যাপ পদ্ধতিটি ব্যবহারকারীদের কর্মক্ষমতা হ্রাস সম্পর্কে সতর্ক করে।
তবে নতুন ডাবল ট্যাপ ফিচারটি ঝামেলামুক্ত এবং মুহূর্তের মধ্যে স্ক্রিনে দেখা যাওয়া কোনো কিছু জুম করে নেয়। এই ডাবল ট্যাপ ফিচারটিকে সহজতর সেবা হিসেবে ভাবা হচ্ছে। এ ফিচারটি দ্রুত কর্মক্ষম হবে। সেই সঙ্গে ট্রিপল ট্যাপের থেকেও দ্রুততম সময়ে সেবা দিতে পারবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক টেস্টিংয়ে এটি কিছুটা স্লো কাজ করছে। তবে চূড়ান্ত আপডেটের আগে এই সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে এটি অনন্য বৈশিষ্ট্য হবে বলে দাবি করা হচ্ছে। নতুন সংস্করণে অব্যবহৃত নোটিফিকেশন হাইড রাখা বা ডার্ক মুডে অ্যাপ ব্যবহার করার মতো কিছু ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, টেকঅর্ডার
অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন উন্মুক্ত হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, ততই এতে দুর্দান্ত সব নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি আইস ফ্রি নামে চমৎকার একটি ক্যামেরা এক্সটেনশনের কথা ঘোষণা করেছে, যেটি থার্ড পার্টি অ্যাপে ধারণ করা ভিডিওগুলো স্ট্যাবিলাইজ করার দারুণ সুবিধা দেবে।
আগে অ্যান্ড্রয়েডে একটি চতুর্থ স্ক্রিন ম্যাগনিফিকেশন শর্টকাট বৈশিষ্ট্য যুক্ত ছিল। নতুন ভার্সনে দুই আঙুলের ডাবল ট্যাপ স্ক্রিন ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে। সহজ করে বললে, এর মাধ্যমে ডিসপ্লের নির্দিষ্ট অংশ ট্যাপ করলে জুম করার সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডে বর্তমানে জুম করার জন্য প্রচলিত তিনটি পদ্ধতির তুলনায় এটি বেশ সহজ ও স্বচ্ছন্দময়। প্রথম পদ্ধতিতে একটি অন-স্ক্রিন বোতাম চেপে ধরে রাখতে হয়। এটি সুবিধাজনক কিন্তু ব্যবহারকারীর আঙুলের প্রয়োজনীয় অংশটি অস্পষ্ট করে দেয় এবং শুধু কেন্দ্রে জুম করে।
দ্বিতীয় পদ্ধতিতে উভয় ভলিউম বোতাম ধরে রাখতে হয়। এটি স্ক্রিন উন্মুক্ত রাখে, কিন্তু সক্রিয় হতে একটু সময় নেয়। তৃতীয় পদ্ধতিটি সবচেয়ে ভালো। এখানে মোবাইল ফোনের ডিসপ্লেতে তিনবার ট্যাপ করলে একটি নির্দিষ্ট এলাকায় জুম করতে পারা যায়। তবে এটি করার ফলে অ্যান্ড্রয়েড ডিভাইসটি ধীর হয়ে যায় এবং তাৎক্ষণিক কাজে বিঘ্ন ঘটায়। মজার ব্যাপার হলো, ট্রিপল-ট্যাপ পদ্ধতিটি ব্যবহারকারীদের কর্মক্ষমতা হ্রাস সম্পর্কে সতর্ক করে।
তবে নতুন ডাবল ট্যাপ ফিচারটি ঝামেলামুক্ত এবং মুহূর্তের মধ্যে স্ক্রিনে দেখা যাওয়া কোনো কিছু জুম করে নেয়। এই ডাবল ট্যাপ ফিচারটিকে সহজতর সেবা হিসেবে ভাবা হচ্ছে। এ ফিচারটি দ্রুত কর্মক্ষম হবে। সেই সঙ্গে ট্রিপল ট্যাপের থেকেও দ্রুততম সময়ে সেবা দিতে পারবে। গুগল জানিয়েছে, পরীক্ষামূলক টেস্টিংয়ে এটি কিছুটা স্লো কাজ করছে। তবে চূড়ান্ত আপডেটের আগে এই সমস্যা সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে এটি অনন্য বৈশিষ্ট্য হবে বলে দাবি করা হচ্ছে। নতুন সংস্করণে অব্যবহৃত নোটিফিকেশন হাইড রাখা বা ডার্ক মুডে অ্যাপ ব্যবহার করার মতো কিছু ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি, টেকঅর্ডার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে