হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।
খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়।
ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে।
আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে।
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে।
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে।
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে।
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে।
নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়।
তথ্যসূত্র: বিজিআর
হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।
খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়।
ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে।
আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে।
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে।
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে।
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে।
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে।
নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়।
তথ্যসূত্র: বিজিআর
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৩৯ মিনিট আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৩ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৩ ঘণ্টা আগে