হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।
খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়।
ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে।
আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে।
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে।
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে।
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে।
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে।
নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়।
তথ্যসূত্র: বিজিআর
হোয়াটসঅ্যাপের জন্য আইপ্যাডে ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হতে যাচ্ছে। কারণ হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন বেটা টেস্টিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
টেস্টফ্লাইট হল অ্যাপলের মালিকানাধীন একটি ডেভেলপার টুল। যেখানে ডেভেলপাররা বেটা অ্যাপ্লিকেশন আপলোড করে। অ্যাপল স্টোরে আনুষ্ঠানিকভাবে আপলোড করার আগে গ্রাহকেরা এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারে। আইওসের জন্য হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইটের নতুন ভার্সনের সঙ্গে এবার আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপের ভার্সনও ছাড়া হয়েছে। তবে এই ভার্সন ব্যবহারের জন্য অল্প কিছু স্লট দেওয়া হয়। তাই খুব দ্রুতই স্লটগুলো পূর্ণ হয়ে যায়।
খুব শিগগিরই আইপ্যাডের হোয়াটসঅ্যাপের ভার্সন অ্যাপল স্টোরে পাওয়া যাবে তা অ্যাপলের এই টেস্টফ্লাইট ভার্সন প্রমাণ করে। কয়েক সপ্তাহ আগে ম্যাকের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সন নিয়ে আসে অ্যাপল। প্রায় এক বছর ধরে অ্যাপটির বেটা টেস্ট করা হয়। অ্যাপলের প্রোজেক্ট ক্যাটালিস্ট ব্যবহার করে এটি তৈরি করা হয়। আইওএস ও ম্যাকের টুলগুলো এতে একই সঙ্গে ব্যবহার করা হয়।
ডাব্লুএবেটাইনফো বলছে, ম্যাকের ভার্সনের সঙ্গে আইপ্যাডের হোয়াটসঅ্যাপের অনেক মিল থাকবে।
আইপ্যাডের হোয়াটসঅ্যাপে যা যা থাকতে পারে–
১. হোয়াটসঅ্যাপের সব চ্যাটের সুবিধা থাকবে (চ্যাটগুলো পিন, আর্কাইভ করা যাবে ও আনরিড মেসেজগুলো সার্চ দিয়ে বের করাও যাবে।
২. সরাসরি বা গ্রুপ লিংক তৈরি করে কল করা যাবে।
৩. হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট ও দেখার সুবিধা থাকবে।
৪. আর্কাইভ মেসেজ দেখা যাবে।
৫. ম্যাকওএসের মত সেটিংস ফিচার থাকবে।
নিজের মূল ফোন কাছে না থাকলেও এই ভার্সনের মাধ্যমে মেসেজ আদান–প্রদান করা যাবে। বর্তমানে ম্যাকের ব্যবহারকারীরা চ্যানেল ও কমিউনিটি দেখতে পারে না। তবে আগামী আপডেটগুলোর মাধ্যমে ফিচারগুলো ম্যাক ও আইপ্যাডের হোয়াটসঅ্যাপ ভার্সনে ব্যবহার করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ এই বছরে নতুন অনেক ফিচার নিয়ে এলেও এটি তার প্রধান প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম থেকে পিছিয়ে রয়েছে। একাধিক ডিভাইস খুব সহজেই টেলিগ্রাম প্ল্যাটফর্মটি যুক্ত করা যায়। তাই ডিভাইস পরিবর্তন করলেও মেসেজ, ছবি ও ফাইলের ব্যাকআপ খুব সহজেই পাওয়া যায়।
তথ্যসূত্র: বিজিআর
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৬ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
৯ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১১ ঘণ্টা আগে