Ajker Patrika

সাইবার হামলার আতঙ্কে জার্মানি

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৮: ২০
সাইবার হামলার আতঙ্কে জার্মানি

পশ্চিমা দেশগুলোর বিভিন্ন সংস্থায় সাইবার হামলার পেছনে দীর্ঘদিন ধরেই সন্দেহের তালিকায় ছিল চীন ভিত্তিক হ্যাকার গ্রুপ এপিটি ২৭। এবার জার্মানির দাবি, এপিটি ২৭ তাদের ফার্মাসিউটিক্যালস এবং প্রযুক্তি খাতকে লক্ষ্যে করে সাইবার হামলার পরিকল্পনা আঁটছে। তাই সাইবার হামলার আতঙ্কে আছে দেশটি। 

দেশটির প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করতে গতকাল বুধবার জার্মানির ফেডারেল অফিস ফর দ্য প্রোটেকশন অফ দ্য কনস্টিটিউশন এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে একই সময়ে হামলা চালানোর পরিকল্পনা করছে এ হ্যাকার গ্রুপ। বাণিজ্য গোপনীয়তা এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের এবং পরিষেবা প্রদানকারীদের নেটওয়ার্ক হ্যাক করার জোরালো সম্ভাবনা রয়েছে। 

চীন ভিত্তিক এপিটি ২৭ হ্যাকার গ্রুপ এমিসারি পান্ডা নামেও পরিচিত। বিভিন্ন দেশের বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ খাতগুলোই মূলত তাদের নজরে থাকে বলে ধারণা করা হয়। ২০১৯ সাল থেকে জার্মানির বার্ষিক সাংবিধানিক সুরক্ষা প্রতিবেদনে এ গ্রুপকে তালিকা ভুক্ত করা হয়। 

গত বছর যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তি কর্মকাণ্ডের জন্য চীনকে অভিযুক্ত করেছিল। যদিও এ ধরনের অভিযোগ সব সময় নাকচ করে দিয়েছে চীন।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত